Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৭৭জন দেখেছেন

Image

(ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৩) : ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ইউএসএআইডির সহযোগিতায় জাগো ফাউন্ডেশন সম্প্রতি জাতীয় নাগরিক সচেতনতা  সেমিনার আয়োজন করেছে, একটি ট্রেনিং প্রোগ্রাম যার লক্ষ্য নাগরিক শিক্ষার প্রচার এবং তরুণদের তাদের সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার জন্য ক্ষমতায়ন করা। নাগরিক শিক্ষার গুরুত্ব এবং তরুণদের ক্ষমতায়নের জন্য কীভাবে এটিকে কাজে লাগানো যেতে পারে তা অন্বেষণ করতে সেমিনারটি বিভিন্ন পেশাজীবী, তরুণ নেতা এবং নাগরিক শিক্ষা ও নীতির ক্ষেত্রে বিশেষজ্ঞদের সহ বিভিন্ন ব্যক্তিদের একত্রিত করেছে।

সেমিনারে ''এলিভেটিং ইয়ুথ ভয়েস: অ্যা প্যানেল অন ইয়ুথ এমপাওয়ারমেন্ট থ্রু সিভিক এনগেজমেন্ট'' নামে একটি প্যানেল আলোচনা দেখানো হয়েছে, যা সঞ্চালনা করেছেন জাগো ফাউন্ডেশনের ফান্ডরেইজিং অ্যান্ডগ্র্যান্টস ডিপার্টমেন্ট এর সহকারী পরিচালক এশা ফারুক। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ক্রেগ হালস্টেড, আইআরআই-এর বাংলাদেশ প্রোগ্রামের আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর; সাদিয়া মাশারুফ, ইয়ুথ পলিসি ফোরাম,বাংলাদেশ ফেলোশিপ টিমের প্রধান; এবং আনান হাসনাত, বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র।

প্যানেলিস্টরা তাদের দক্ষতা এবং অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছিলেন যে কীভাবে নাগরিক শিক্ষাকে দেশের ভবিষ্যত গঠনে যুবকদের ভূমিকা তুলে ধরে তরুণদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করা যেতে পারে। তারা সফলযুব-নেতৃত্বাধীন উদ্যোগের বাস্তব উদাহরণও ভাগ করে নিয়েছে, দর্শকদের কীভাবে তারা আরও সক্রিয় হতে পারে এবং তাদের সম্প্রদায়ে নিযুক্ত হতে পারে তা বিবেচনা করতে অনুপ্রাণিত করে।

প্যানেল আলোচনার পাশাপাশি, সেমিনারে রাজশাহী বিভাগের একদল তরুণ-তরুণীর একটি নাটক পরিবেশনাও অন্তর্ভুক্ত ছিল, যার লক্ষ্য ছিল নাগরিক শিক্ষা এবং যুবকদের সম্পৃক্ততা প্রচার করা। নাটকটি অংশগ্রহণকারীদের তাদের সম্প্রদায়ের মধ্যে আরো সক্রিয় এবং নিযুক্ত হতে অনুপ্রাণিত করে।

সেমিনারে একটি জাতীয় বিতর্কও ছিল, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তরুণদের দুটি দল অংশগ্রহণ করেছিল। বিতর্কটি নাগরিক শিক্ষায় যুবকদের সম্পৃক্ততার প্রচারের গুরুত্ব এবং এটি কীভাবে আরও সচেতন এবং সক্রিয় নাগরিক তৈরি করতে সহায়তা করতে পারে তার উপর দৃষ্টি নিবদ্ধ করে। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব করভী রাকসান্দ বলেন, “আমাদের যুবকদের নাগরিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে নিয়োজিত করার জন্য ক্ষমতায়ন করা শুধুমাত্র একটি কর্তব্য নয়, সবার জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ার জন্য একটি মৌলিক পদক্ষেপ। আসুন আমরা একত্রিত হই এবং আমাদের তরুণদের কণ্ঠস্বরকে উন্নীত করি, তাদেরকে তাদের সম্প্রদায়ে এবং এর বাইরেও ইতিবাচক পরিবর্তন আনতে তাদের প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এবং নির্দেশনা প্রদান করি।”

বাংলাদেশে আইআরআই রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর, ক্রেগ হালস্টেড, বলেন, “সম্প্রদায় ও গণতন্ত্রের ভবিষ্যৎ স্বাস্থ্য, শক্তি এবং স্থিতিস্থাপকতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল সেমিনার, গোল টেবিল, আলোচনা এবং অন্যান্য ফোরামের আয়োজন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের ক্ষমতায়ন। বাস্তব অর্থে এই তিনটি গুরুত্বপূর্ণ দিনে আপনার উপস্থিতি থেকে আপনারা প্রত্যেকে যা করেন, শিখুন, গ্রহণ করুন এবং প্রয়োগ করুন তা আপনার দেশের গণতন্ত্রের ভবিষ্যত নিশ্চিত করতে এবং সুরক্ষিত করতে'' জাতীয় নাগরিক সচেতনতা সেমিনারটি ছিল একটি ব্যাপক এবং সুসংহত প্রোগ্রাম যা অংশগ্রহণকারীদের নাগরিক   শিক্ষা এবং যুব ক্ষমতায়ন বিষয়ের সাথে জড়িত হওয়ার বিভিন্ন সুযোগ প্রদান করে। প্যানেল আলোচনা, নাটকের পারফরম্যান্স এবং জাতীয় বিতর্কের মাধ্যমে, অংশগ্রহণকারীরা বিভিন্ন কোণ থেকে বিষয়টি অন্বেষণ করতে এবং তরুণদের ক্ষমতায়নে নাগরিক শিক্ষা যে ভূমিকা পালন করে সে সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। সেমিনারটি একটি দুর্দান্ত সাফল্য ছিল এবং অংশগ্রহণকারীদের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যা এখন আরও সক্রিয় এবং জড়িত নাগরিক হতে অনুপ্রাণিত করেছে।


আরও খবর



আইপিএল নয়, দেশের খেলা আগে: বাংলাদেশ কোচ

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরপর দুদল একটি টেস্টও খেলবে। এই সিরিজ দুটির মাঝে ভারতে আইপিএল শুরু হবে। যেই আসরে আবার বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেয়েছেন। তবে ঘরের মাঠের সিরিজের মাঝে এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সঙ্গে সুর মেলালেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি সাফ জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।

আগামী শুক্রবার আইপিএলের নতুন মৌসুম শুরু হবে।যেখানে সাকিব-লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিট্যালস ধরে রেখেছে মোস্তাফিজকে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ আগেই বলেছিলেন, দেশের খেলা থাকলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ছাড়া হবে না কোনো ক্রিকেটারকে। নিলামের আগে আইপিএল কর্তৃপক্ষকেও বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের খেলা কখন কোন সময়ে আছে। সেটা জেনেই তারা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েছেন।

মোস্তাফিজ অবশ্য বিসিবির টেস্ট দলের চুক্তিতে নেই। লাল বলের ক্রিকেটে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আইপিএল দলে যোগ দিতে পারবেন আগেই। আলোচনাটা মূলত সাকিব-লিটনের ছাড়পত্র নিয়ে।

এই প্রসঙ্গ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও উঠল। যেখানে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, বোর্ডের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল কি না।  প্রশ্নের জবাব অবশ্য সরাসরি না দিয়ে হাথুরু সমর্থন জানান বোর্ডের সিদ্ধান্তে।

হাথুরুসিংহে বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হলো, দেশের হয়ে আগে খেলতে হবে। তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে বোর্ড তাদেরকে এই বার্তাই দিয়েছে, এমনকি নিলামে তাদের নাম তোলার আগেও। সেটি আগের মতোই আছে।’

ক্রিকেট বিশ্বের বর্তমান বাস্তবতায় আইপিএল এখন পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। এটির প্রভাব এতটাই যে, বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলো আইপিএলের সময় সাধারণত কোনো সিরিজ রাখে না এখন। খেলা রাখলেও আইপিএলের জন্য ক্রিকেটারদের ছেড়ে দেয় তারা।

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ। ‘হ্যাঁ… আইপিএল খেললে তাদের (ক্রিকেটারদের) স্কিলের উন্নতি হয়, এটা নিশ্চিত। এটা নিয়ে সন্দেহ নেই, কারণ এটা শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সব কিছুর আগে প্রাধান্য পাবে নিজ দেশের হয়ে খেলা।


আরও খবর



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে আসেন ধানমন্ডির ৩২ নম্বরে।

এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোর ৫টা ৫৭ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। তিনি হানাদার বাহিনীকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।


আরও খবর



তুর্কমেনিস্তানকে হারিয়ে বাংলাদেশের নারীদের দারুণ জয়

প্রকাশিত:শনিবার ১১ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ 

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।


শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।


প্রথমার্ধে স্বাগতিকরা ১-০ গোল এগিয়ে ছিল। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।


বাংলাদেশ একচেটিয়া খেললেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। পঞ্চম মিনিটে ডান দিক থেকে রিপার ক্রসে বক্স থেকে হেড নিতে পারেননি মাহফুজা। ২০ মিনিটে সুরমা জান্নাতের পাস থেকে আকলিমার দুর্বল শট সহজেই ধরেন তুর্কমেনিস্তানের গোলরক্ষক।


প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। স্বপ্নার কর্নার থেকে আকলিমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলা তৈরি হয়। পরে আকলিমার পায়ে বল গেলে কোন ভুল করেননি তিনি। নিখুঁত ভলিতে বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে।



৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে আকলিমা ডান পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন।


৮১ ও ৮২ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। দুটি গোলই করেন স্বপ্না রানী। প্রথমটি করেন ডান দিক থেকে ইতির ক্রস থেকে হেডে এবং দ্বিতীয়টি বাম দিক থেকে নেওয়া শটে।



বাংলাদেশ একাদশ

রুপনা চাকমা (অধিনায়ক), নাসরিন আক্তার (উন্নতি), সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগি কিসকু, স্বপ্না রানি, মাহফুজা খাতুন (হালিমা আক্তার), শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন (আনিকা), আইরিন খাতুন, ইতি খাতুন।


আরও খবর



বিশ্বে নিত্যপণ্যের দাম বাড়লেও বাংলাদেশ এখনো ভালো আছে: ওবায়দুল কাদের

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের দাম বাড়লেও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘ভোগ্যপণ্যের দাম কমছে, ধীরে ধীরে আরও কমবে। শুধু দেশে না, সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে। নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি, তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।

সম্প্রতি সাভারে এক স্কুলছাত্রকে দিনমজুর বানিয়ে সংবাদ পরিবেশন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা।

তিনি বলেন, ‘সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো, এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে।’ এ সময় হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মন্ত্রিসভায় গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভায় এটার নীতিগত অনিমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ে এখন এটি ভোটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।

এ সময় সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় বলেও মন্তব্য আওয়ামী লীগের সাধারণ। তিনি বলেন, ‘বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক তা কখনো পূরণ হবে না। তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইইউসহ সবাই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে তো আমাদের উদ্বেগের কিছু নেই। কারণ, আমরা সংবিধান মেনেই নির্বাচন করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন আর কেয়ার টেকারের প্রয়োজন নেই’, যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘বিএনপি ২০০১ এর মতো কেয়ার টেকার সরকার চায়, দলীয় কেয়ার টেকার, ঢাকঢোল পিটিয়ে আন্দোলন হয় না। তাদের কয়েক মাসের আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। জনগণের অংশগ্রহণ ছিল না। গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনও করতে পারেনি বিএনপি।

সড়ক দুর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশ ভারতে প্রতি মিনিটে কত মানুষ মারা যায়? ২০ জন মারা গেছে সৌদিতে, এর মধ্যে ৯ জন বাংলাদেশি। সড়কের দুর্ঘটনার কারণে কোনো মন্ত্রণালয় ব্যর্থ এমন বলা ঠিক নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।


আরও খবর



রাশিফল ২১ মার্চ: ভাগ্যে কী আছে আজ ?

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।

আজ ২১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। আজকের দিনটি মেষ রাশির। মেষ রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
স্বাস্থ্যের যত্ন নিন। পেট, রক্তচাপ এবং ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা হতে পারে। আপনার খাদ্যতালিকা ঠিক রাখুন। কর্মক্ষেত্রে কারও পরামর্শে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরিস্থিতি নিজেই বিশ্লেষণ করুন। আজ ব্যক্তিগত জীবনে কারো কাছ থেকে আঘাত আসতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
আজ স্বাস্থ্য ভালো থাকবে। সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। পানি খান ভাল করে। আজ বড় কোনো খরচ করবেন না। ভুল সিদ্ধান্তের কারণে টেনশন হতে পারে। গোসলের পানিতে এসেনশিয়াব অয়েল ব্যবহার করুন, উপকার পাবেন। ব্যক্তিগত জীবনে কোনো বিষয়ে নিরাপত্তাহীনতা অনুভব করতে পারেন, আত্মবিশ্বাসী হন।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
আজ আপনার মনে কাজের চিন্তা আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার ভালো লাগবে না। কাঙ্খিত পুরস্কার পাবেন, ধৈর্য ধরুন। আপনার সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন, যেকোনো ধরনের ঝগড়া থেকে দূরে থাকুন। আজ টাকা লেনদেন এড়িয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
আজ স্বাস্থ্যের যত্ন নিন। শীঘ্রই আর্থিক স্থিতিশীলতা পাওয়া যাবে, নতুন সুযোগ পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। উত্তেজনার পরিবেশ এড়িয়ে চলুন, ইতিবাচক চিন্তা করুন এবং কাউকে বিচার করবেন না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
আজ আপনার হাতে টাকা আসবে। সমাজে সম্মান পাবেন। আজ আপনার সমস্ত মনোযোগ অর্থ সংক্রান্ত বিষয়ে নিবদ্ধ থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো, তারা পরীক্ষার ফল পাবেন। একটি নতুন চুক্তি নিশ্চিত করা যেতে পারে, নতুন কাউকে বিশ্বাস করার আগে ভালো করে চিন্তা করুন।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
আজ আপনার মনে নিরাপত্তাহীনতা থাকতে পারে। ফলাফলের কথা চিন্তা না করে কঠোর পরিশ্রমে মনোনিবেশ করুন, আপনি শীঘ্রই সুসংবাদ পাবেন। অফিসে একটি নতুন সুযোগ পাবেন। আর্থিক লাভ হবে। আর্থিক স্থিতিশীলতা আসতে পারে। আজ কেউ আপনার সম্পর্কে খারাপ ধারণা করতে পারে, সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
আজ আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে দুঃখ বোধ হতে পারে, হতাশ হবেন না। আপনার জেদকে সঠিক জায়গায় ব্যবহার করুন এবং কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না। পরিবারে প্রশংসা পাবেন। আপনার ব্যক্তিত্ব আরও দৃঢ় হয়ে উঠবে। আপনি নতুন পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। কথাবার্তায় মাধুর্য বজায় রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনাকে সাহায্য করবে। হাড়ের রোগের ব্যথাও কমবে। কর্মক্ষেত্রে আপনার আশেপাশের লোকজনকে নিয়ে সতর্ক থাকুন। প্রতারিত হতে পারেন। প্রেম জীবনে অনেক বেশি প্রত্যাশা রাখা ক্ষতিকর হবে। আপনার চারপাশের মানুষের প্রশংসা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
আজ আপনার অহেতুক মানসিক চাপ থাকতে পারে, অতিরিক্ত চিন্তা করা থেকে দূরে থাকুন, কারো কথায় কিছু মনে করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন, শীঘ্রই নতুন সুযোগে আর্থিকভাবে স্থিতিশীল হবেন। ব্যক্তিগত জীবনে, কাউকে আপনার দৃষ্টিভঙ্গি মেনে নিতে বাধ্য করবেন না, পরে আপনি তার জন্য অনুশোচনা করবেন। ভেবেচিন্তে কথা বলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
আজ স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে, উদ্যমী বোধ করবেন। আপনার অনন্য স্টাইল দেখে সবাই মুগ্ধ হবে। পরিবারে সম্মান বাড়বে, সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। আপনার বিশ্লেষণী শক্তি শক্তিশালী থাকবে। কাজের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং সময় যাচ্ছে, কারো সাথে আপনার চিন্তা শেয়ার করুন, আপনি ভাল বোধ করবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
আজ আপনার দিনটি শুভ হবে, আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সুখ আসবে। বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। শীঘ্রই ভালো খবর পাবেন। আত্মবিশ্বাসী হোন, নিরাপত্তাহীনতায় ভুগবেন না। সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। আজ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
আজ আপনার জীবনে একটি বড় পরিবর্তন হতে পারে, প্রস্তুত থাকুন। পারিপার্শ্বিক পরিস্থিতি সঠিকভাবে বুঝুন, সতর্ক থাকুন এবং কারো কথায় জড়াবেন না। ইতিবাচক চিন্তা করতে থাকুন, শীঘ্রই সময় অনুকূল হয়ে উঠবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে, আপনি নতুন বাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩