Logo
আজঃ Tuesday ০৭ February ২০২৩
শিরোনাম

মুশফিকের ছেলে ‘পুলিশ অফিসার’!

প্রকাশিত:Monday ২৩ January 20২৩ | হালনাগাদ:Tuesday ০৭ February ২০২৩ | ৯২জন দেখেছেন
Image

 স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির ঘর আলো করে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের জন্ম হয়। পরে ‍দুজনে মিলে ছেলের নাম রাখেন মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।

দেখতে দেখতে ৫ বছর পার করে দিচ্ছে মায়ান। আজ সোমবার মুশফিক নিজের ফেসবুজ পেজে ছেলের একটি ছবি দিয়েছেন। তবে ছবিটি ছিল বেশ ভিন্ন। যেখানে মায়ানের শরীরে রয়েছে পুলিশ অফিসারের পোশাক। হাতে ওয়াকি-টকি।

ক্যাপশনে মুশফিক লিখেন, আসসালামুয়ালাইকুম সবাইকে…শহরের নতুন পুলিশ অফিসার।

মুশফিক বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। তার দল সিলেট স্ট্রাইকার্স লিগের শীর্ষে রয়েছে।


আরও খবর