Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

মুজিব'স বাংলাদেশ টেনিস টুর্নামেন্ট ২০২২

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩৩০জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ 

বিশ্বব্যাপী বাংলাদেশের পরিচিতি তুলে ধরা এবং পর্যটন শিল্পের প্রচার ও বিপণনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক পরিচিতি ও ইমেজের গুরুত্ব তুলে ধরতে পর্যটন বিষয়ক সকল ধরনের প্রচার-প্রচারণায়, আগামী ১৭-২২ নভেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং অফিসার্স ক্লাব ঢাকা এর যৌথ উদ্যোগে 'মুজিব'স বাংলাদেশ টেনিস টুর্নামেন্ট"আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

আগামী ২২ নভেম্বর ২০২২ তারিখে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী (এমপি) ।


আরও খবর



যশোরে মরা গরু জবাই করার সময় তিনজন আটক

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:মরা গরু জবাই করাকালে যশেরের রাজারহাটে  তিন গোস্ত ব্যবসায়ীকে আটক করে স্থানীয়রা পুলিশি সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২টার পর রাজারহাট-কচুয়া ব্রীজের পাশে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আটককৃতরা হলো, যশোর সদরের আবাদ কচুয়া গ্রামের গোস্ত ব্যবসায়ী মিন্টু মোল্লা সহ ও তার সহকারী একই গ্রামের আজিজুর রহমান ও শীতারামপুর গ্রামের শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়,  ব্রীজের পাশে সোমবার বিকেলে একটি অসুস্থ গরু আনা হয়। গরুটি সন্ধ্যার পর মারা যায়। যা অনেকেই জানতো । গভীর রাতে ওই মরা গরু জবাই দেয় ঐ তিন ব্যবসায়ী। গরুর চামড়া খুলে গোস্ত আলাদা করার প্রক্রিয়া শুরু করলে স্থানীয়রা একট্টা হয়ে প্রতিবাদ জানায়। কিন্তু তারা এতে কর্ণপাত করে না। বাধ্য হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ বিষয়ে এসআই সাইমন হোসাইন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরবর্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান বলেন, গরুটি মারাত্মক অসুস্থ্য ছিলো। অল্প টাকায় গরুটি কেনা হয়েছিলো। কিন্তু মৃত ছিল কিনা সেটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, পশু জবাই আইন ও নিরাপদ গোস্ত আইনে ব্যবসায়ী মিন্টু মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। এ ধরণের কর্মকান্ড ফের করলে কারাদন্ড দেয়া হবে বলে তিনি জানান।


আরও খবর



ইরানে মাদক পুনর্বাসনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩২

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৮৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। ইরানের উত্তরাঞ্চলীয় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে শুক্রবার (৩ নভেম্বর) আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

মূলত মাদক পুনর্বাসন কেন্দ্রে অ্যালকোহল বা মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা করা হয়। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আজ বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

এদিকে ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির উদ্ধৃতি দিয়ে বলেছে, তেহরানের উত্তরে গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরে একটি মাদক পুনর্বাসন শিবিরে অগ্নিকাণ্ডের পর ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলেছে, শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

এপি বলছে, ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন গাড়ির ব্যাটারি কারখানায় দুই দফায় আগুন লাগে। যদিও সেসব ঘটনায় সেসময় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সূত্র:রয়টার্স


আরও খবর



দেশি-বিদেশি ষড়যন্ত্র দ্রুতই বন্ধ হবে: ওবায়দুল কাদের

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা নিরপেক্ষতা প্রমাণ করে দেব। এরপর দেশি-বিদেশি নানা জল্পনা-কল্পনা, ষড়যন্ত্র বন্ধ হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নমিনেশন দেওয়া হলেও শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে।


আরও খবর



নীলফামারীতে আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

(জলঢাকা) নিলফামারী, প্রতিনিধি:”উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এ স্লোগানকে সামনে নিয়ে গণপ্রকৌশল দিবস ২০২৩ এবং আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা আইডিইবি'র আয়োজনে ৮/নভেম্বর বুধবার সকালে জেলা  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস হতে  একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে নীলফামারীর প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আইডিইভিবি সভাপতি প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী হায়দার আলী,সংগঠনের সহ-সভাপতি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  শফিকুল ইসলাম, সাবেক সভাপতি অরবিন্দু বর্ধন,জেলা আইডিইবি'র সাহিত্য ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির লেলিন, জলঢাকা উপজেলা আইডিইবি’র সভাপতি মিঠুন চৌধুরী,জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সংগঠনের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রতাপ চন্দ্র রায প্রমুখ।  বক্তারা বলেন,  সরকারের সকল উন্নয়ন - কর্মকাণ্ডে  করে মাঠ পর্যায়ে থেকে কাজ কর থাকেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। আমরা সকল প্রকৌশলীদের আইডিইবির ৫৩ তম জন্মদিনে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করে এবং দেশের উন্নয়নের নিজেদেরকে উৎসর্গঃ করার আহবান জানান।


আরও খবর



যশোরে বাহিনী প্রধান জিয়া ফকির বোমা হামলায় নিহত

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image
নিজস্ব প্রতিবেদক:যশোরের অভয়নগরে শুক্রবার রাতে বোমা হামলায় বাহিনী
প্রধান জিয়া ফকির নিহত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া
মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত
সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
একটি বোমা তার শরীরে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীরা জানান, নিহত জিয়া ফকির তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে
নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার নামে হত্যাসহ বেশ
কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস
তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন,
ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে।ককটেলটি তার পেটে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও খবর