
আজাদ হোসেনঃ
বিশ্বব্যাপী বাংলাদেশের পরিচিতি তুলে ধরা এবং পর্যটন শিল্পের প্রচার ও বিপণনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক পরিচিতি ও ইমেজের গুরুত্ব তুলে ধরতে পর্যটন বিষয়ক সকল ধরনের প্রচার-প্রচারণায়, আগামী ১৭-২২ নভেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং অফিসার্স ক্লাব ঢাকা এর যৌথ উদ্যোগে 'মুজিব'স বাংলাদেশ টেনিস টুর্নামেন্ট"আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
আগামী ২২ নভেম্বর ২০২২ তারিখে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী (এমপি) ।