

রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ- আজ সকাল ১০ ঘটিকায় রাজধানী কদমতলী থানাধীন রিপোর্টার্স ক্লাব ঢাকা এর উদ্যোগে চলমান ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারণে সচেতনামূলক আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সানজিদা খানম ,সাবেক সংসদ সদস্য ঢাকা ৪ আসন প্রধান উপদেষ্টা রিপোর্টার্স ক্লাব ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুল হাসান রিপন সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মামুনুর হাসান টিপু চেয়ারম্যান কে,টিভি বাংলা টেলিভিশন , এডভোকেট ফিরোজ আলম সুমন এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সুমন ঢাকা দক্ষিণ ৫৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব মোঃ কামাল হোসেন । জনাব নুরুন্নবী উপ সহকারী- পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা।
প্রলয় কুমার সাহা অফিসার ইনচার্জ কদমতলী থানা ডি এম পি ঢাকা জনাব মান্নার মিজি বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা রিপোর্টার্স ক্লাব ঢাকা। আলহাজ্ব কাজী জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রাবণ আহমেদ সচেতনা মূলক আলোচনা সভা ও রেলি সভাপতিত্ব করেন সভাপতি রিপোর্টার্স ক্লাব ঢাকা। ও সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন জনাব মোঃ জাকির হোসেন মাঝি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-খবর প্রতিদিন/ সি.ব
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪) নামে আপন দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৯ সেপ্টম্বর শনিবার দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ওই দুই বোন বাড়িখলা দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুল এর সন্তান।সরেজমিনে গিয়ে জানাযায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন দুই বোন জান্নাতুল রাইসা(৫) ও রাইকা আক্তার মাইশা (৪) সেখানে থেকে হঠাৎ করে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে।
কিছুক্ষণ পর তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। দীর্ঘাক্ষণ খুজে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা টেনশনে পাড়ে প্রতিবেশীদের ডাক দেন।সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মার্কিং শুরু করেও কোন ফল পাচ্ছিলেন না। পরে তারা নিকটস্থ রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন,এমন সময় তারা বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।মুহুর্তের মধ্যে মৃত্যু দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল নেমে আসে।
স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা দুই বোন একে একে বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পিছলিয়ে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুল এর স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনি সহ পুরো পরিবার বাকরুদ্ধ।হঠাৎ করেই গ্রামে এ ঘটনায় বাড়িখলা গ্রামে শোকে মাতম হয়ে আছে।
-খবর প্রতিদিন/ সি.ব
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।এলপিজির দাম নিয়ে নসরুল হামিদ বলেন, যেখানেই খোঁজ নিচ্ছি সেখানেই এলপিজি গ্যাসের ১০০ থেকে ২০০ টাকা বেশি দাম পাচ্ছি।
তিনি আরও বলেন, ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে আমদানিরকারকদের নজরদারি থাকা দরকার। ডিলারের উপ-ডিলার, তারপর খুচরা বিক্রেতা এভাবে কয়েকহাত ঘুরে দাম বেড়ে যাচ্ছে। বিইআরসি নজরদারি করছে, অপরেটরদেরও দায়িত্ব নিতে হবে। দরকার পড়লে, লাইসেন্স বাতিলের ব্যবস্থা থাকতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে এলপি গ্যাসের চাহিদা ছিল ৯ লাখ টন। এখন ১৪ লাখ টনের ওপরে। চাহিদা ২০/২২ গুণ বেড়ে গেছে। ভবিষ্যতে এটা দ্বিগুণ হবে। এটার যুগপোযোগী নীতিমালা জরুরি। আরও আধুনিক নীতিমালা করা দরকার। কোথায় ব্যবহৃত হবে তার একটি গাইডলাইন থাকা দরকার। যত্রতত্র যাতে না বসতে পারে, তার জন্য নীতিমালা থাকা দরকার।
আমাদের দেশ উন্নত হচ্ছে, এখন এসব বিষয়ে দেখা দরকার। রেগুলেটরি অথরিটির জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি।
নসরুল হামিদ বলেন, বহুতল ভবনে এলপিজি ব্যবহার করতে পারে। তারা একটি এলাকা ধরে কাজ করতে পারে। পাইপলাইনে গ্যাস দিতে গিয়ে প্রচুর পরিমাণের চোরাই লাইন তৈরি হয়েছে। ভবিষ্যতে কোথায় কীভাবে গ্যাস দেবো তার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।
সাম্প্রতিক সিলিন্ডার লিকেজের ঘটনায় নসরুল হামিদ বলেন, যা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক। কী কারণে ঘটেছে পরে খতিয়ে দেখা হয়েছে। সিলিন্ডার লিকেজের কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। এসব রোধে রেগুলেটরি কর্তৃপক্ষকে বিভিন্ন অথরিটির সঙ্গে বসা দরকার।
বাসস
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তিনি হলেন ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।
একই আদেশে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহা. হোসেন জাকারিয়া মেননকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
আজ বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩