Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মোবাইলে ইন্টারনেট ব্যবহারে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে। এখন চার মেয়াদেপ্যাকেজ আছে। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে।

তবে  বিটিআরসির এই নতুন সিদ্ধান্তে প্যাকেজের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অপারেটররা।

বিটিআরসির নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে। 

প্রতিষ্ঠানটি গ্রাহকপর্যায়ে অনলাইনে জরিপ করে জানিয়েছিল, বেশিসংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মধ্যে। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি—৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)।

বিটিআরসি এই সিদ্ধান্ত আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের অধ্যক্ষকে অপসারণ প্রক্রিয়ার অনিয়ম তদন্তে চিঠি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ 

যাত্রাবাড়ি মাতুয়াইলে হাজী আব্দুল লতিফ ভুইয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষকে একই তারিখে ছুটি গ্রহন, পদত্যাগ পত্র ও অব্যাহতিপত্র প্রদান প্রক্রিয়ায় সৃষ্ট জটিলতা স্পষ্টীকরণ এবং নিরসনের লক্ষ্যে আপিল শুনানি আহ্বান করে একটি পত্র জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একটি পত্র ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ইস্যু করা হয়। পত্রে আরো উল্লেখ করা হয় আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। 


আপিল শুনানিতে কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা, উপ কলেজ পরিদর্শক মোঃ হারুন অর রশিদ ভূঁইয়া, সহকারী রেজিস্ট্রার (আইন) মোঃ নজরুল ইসলাম আপিল শুনানি গ্রহণ করবেন। উক্ত আপীল শুনানিতে আবু নোমান মোঃ মতিউর রহমান ও অত্র কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।


আবু নোমান মোঃ মতিউর রহমান ২০০৪ সালে অধ্যক্ষের দ্বায়িত্ব গ্রহন করে ২ মার্চ ২০২২ সাল পর্যন্ত  হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।


১৯৯৪ সালে মাতুয়াইল এলাকার দক্ষিন পাড়ায় ৫২ শতাংশ জমির উপড় কলেজটি প্রতিষ্ঠা করেন এলাকার শিক্ষনুরাগী বাতেন ভূঁইয়া।তারা এই এলাকার প্রথম গ্রাজুয়েট আব্দুল লতিফ ভুইয়ার নামে কলেজটির নামকরন করেন।


কলেজটি প্রথমে এইচএসসি ,পরে বাংলা,ইংরেজি,হিসাব বিজ্ঞান ও ব্যাবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মান পর্যন্ত উন্নীত হয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে।বর্তমানে সমাজ কর্ম,রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে অনার্স,মাষ্টার্স কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আরও খবর



ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপ শুরু হয়েছে দুই দিন হয়ে গেছে। তবে গ্রুপপর্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। ‘এ’ গ্রুপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচটি নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেটভক্তদের। তবে তাদের উত্তেজনায় ‘জল ঢেলে দিতে পারে’ বেরসিক বৃষ্টি।

শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল ক্যান্ডিতে বজ্রঝড়সহ বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকারা ৯৪ ভাগ। ম্যাচটি শুরু হওয়ার কথা বিকেল সাড়ে তিনটায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের দ্বিতীয় ভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকরা ৯৯ ভাগ।

শ্রীলংকায়, বিশেষ করে ক্যান্ডিতে আগস্ট ও সেপ্টেম্বরের সময় বর্ষার কারণে ম্যাচ আয়োজনে সাধারণত বিরত থাকে লংকান বোর্ড। তবে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় ভারতের সবগুলো ম্যাচ ও টুর্নামেন্টের ফাইনালসহ ৯টি ম্যাচ হবে সেদেশে।

ইতিহাস ঘাটলে দেখা যায়, পাল্লেকেলেতে এখনো পর্যন্ত ৩৩টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে মাত্র ৩টি ম্যাচ খেলা হয়েছে বর্ষা মৌসুমে।

‘এ’ গ্রুপে এখনো পর্যন্ত একটি ম্যাচ খেলা হয়েছে, যেখানে নেপালকে বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আগামীকালের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে খেলবে পাকিস্তান। গ্রুপের পরের ম্যাচে নেপালকে ভারত হারালে তারাও সুপার ফোরে খেলবে। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচ ভেসে গেলেও কোনো প্রভাব পড়ছে না। তবে নেপাল যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে সুপার ফোরে পাকিস্তানের সঙ্গী হবে নেপাল।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বিএনপি ক্ষমতায় গেলে একরাতেই আ. লীগ শেষ: ওবায়দুল কাদের

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগের বাকিদের শেষ করে দেবে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। তারা বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা!  আওয়ামী লীগকে নিশ্চিহ্ণ করে দিয়েছে। বাকিদের এক রাতেই শেষ করে দেবে। এটা তাদের ভেতরের কথা। বিএনপির তিন গুণ- সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন। এখন আবার নিজেদের দোষ অপরের ওপর চাপায়। এটা তাদের নতুন কূটকৌশল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে এটা তাদের ধান্দা। বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারচেয়ে যোগ্য কোনো প্রার্থী আছে?

বিএনপি নেতৃত্ব সংকটে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই দণ্ডিত। নির্বাচনে কে নেতা হবে দলের? হাওয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতা কে? ভুয়া, এক দফা ভুয়া।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।


আরও খবর



লিবিয়ায় ভয়াবহ বন্যায় মৃতেরসংখ্যা বেড়ে ৫৩০০

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :লিবিয়ায় ভয়াবহ বন্যায় মৃতেরসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০০ জন। এর মধ্যে ছয়জন বাংলাদেশিও রয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মন্ত্রী হিশাম শিখাওয়াত জানিয়েছেন, প্রতিনিয়তই সাগর থেকে ভেসে আসছে লাশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে দেশটিতে প্রয়োজন মানবিক সহায়তা। চারপাশে সারি সারি মরদেহ। অনেককে গণকবর দেওয়া হয়েছে। সুনামির মতো বন্যার পানিতে ভেসে গেছে ডেরনা শহরের এক চতুর্থাংশ।

রবিবার লিবিয়ায় আঘাত আনে শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল। বেনগাজি, সুসে, ডের্না ও আল মারি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বন্যায় ভেঙে যায় ডেরনা শহরের দুটি গুরুত্বপূর্ণ বাঁধ। এতে সুনামির মতো পানির স্রোতে ভেসে যায় শহরের ২৫ শতাংশ এলাকা। শহরটিতে এক লাখ মানুষের বসবাস। এখানেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে রেডক্রস।

রেড ক্রিসেন্ট বলছে প্রায় ১০ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রবিবার অন্ধকারের মধ্যেই করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শহরের রাস্তায় বন্যার পানিতে ভেসে যাচ্ছে বহু গাড়ি। নিজেকে রক্ষার জন্য অনেকে অবস্থান নিয়েছেন নিজ নিজ বাসা বাড়ির ছাদে।

উদ্ধারকারী দল ভবনের ধ্বংসাবশেষে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে বেশিরভাগই মরদেহ বের হচ্ছে। বাড়িঘর ভেঙে যাওয়ায় ৩০ হাজার মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭৬ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যর সংখ্যা নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৫ হাজার ১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১। ঢাকায় ৬০ হাজার ২৪১ এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৯৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।


আরও খবর