Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ব চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ময়ের মধ্যে গোদনাইল ভাল্ব স্টেশন হতে ওয়াবদাপুল হয়ে পোস্টঅফিস রোড পর্যন্ত রাস্তা এবং পোস্ট অফিস রোড হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকাসমূহের আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

(ক) গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকিবাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানার আশপাশের এলাকা।

(খ) হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।

(গ) পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের সংশ্লিষ্ট এলাকা।

(ঘ) ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন হতে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।

এছাড়া, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ভোলায় তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image
ভোলা বিশেষ প্রতিনিধি:ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা বাইতুল ফালাহ্ আমিল মাদ্রাসা হলরুমে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন। এ সময় চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার প্রভাষক (ইংরেজী) মো: মাহাবুব আলম, সিনিয়র সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান, মো: কামাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকসহ প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার জনাব মো: নুরুল আমিন তার স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেংগু প্রতিরোধে করণীয়, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও সমাবেশে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন ধরণের মেঘাপ্রকল্প নিয়ে আলোচনা করেন।



আরও খবর



সেফটি ট্যাংকিতে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে একটি নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক নির্মাণ শ্রমিক। ঘটনাটি ঘটেছে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় বুধবার বিকেলে। নিহতরা হলেন, রংপুরের বদরগঞ্জের থানার মুস্তাকপুর এলাকার রশিদ মিয়ার ছেলে শাহীন আলম (২৮), কুড়িগ্রামের রাজার হাট উপজেলার নাটোয়া মোহন এলাকার গ্রামের বাদশা মিয়ার মাহবুব হোসেন (২৭)। এছাড়া আহত হলেন, মহসিন আলী (৩৫)। তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছর। তারা সবাই সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ ঠিকাদার মিজানুর রহমানের অধীনে রাজ মিস্ত্রির কাজ করতেন।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মানাধীন সেফটি টাংকিতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে ওই ভবনের ট্যাংকির কাজে যান। বিকেল ওই ট্যাংকির সেন্টারিং বাঁশ খুলতে নির্মাণাধীন সেফটি টাংকির নিচে নামেন। কিন্তু আর উপরে উঠে আসেনি। এরপর অপর এক শ্রমিক ওই সেফটি ট্যাংকির ভিতরে যান। তিনিও আর উপরে উঠে আসেনি। কিন্তু ডাকাডাকি করলেও তারা দুজন উপরে না উঠলে আরেক শ্রমিকের সন্দেহ হয়। পরে ডাকচিৎকার করে তৃতীয় শ্রমিকও ওই সেফটি ট্যাংকির নিচে নামেন। কিছুক্ষণের মধ্যে ওই সেফটি ট্যাংকির ভেতরে ওই নির্মাণ শ্রমিক শাহীন, মাহবুব ও মহসিন অজ্ঞান হয়ে পড়েন। এরপর আশপাশের লোকজন তাদের উঠাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই সেফটি ট্যাংকির ভেতর থেকে তাদের তিনজনকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে শাহীন ও মাহবুব নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ সময় অজ্ঞান অবস্থায় মহসিন আলী উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ওই সেফটি ট্যাংকির চর্তুদিক পুরোপুরি বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ওই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় তারা তিনজন অজ্ঞান হয়ে পড়েন এবং দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শাহিনের মা শাহিদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, কয়েক বছর আগে আমার স্বামী মারা গেছে। আমার একটি মাত্র ছেলে। আমার আর কোন সন্তান নেই। দুপুরে প্রত্যেক দিন খাবার খেতে বাসায় আসে। কিন্তু আজকে আমার ছেলে দুপুরে খেতে না আসেনি। পরে খবর নিয়ে জানতে পারি আমার ছেলে সেফটি ট্যাংকির ভেতরে মারা গেছে। এসব কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি শাহিনের মা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নির্মাণাধীন ট্যাংকির ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর এক শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আবেদনের প্রেক্ষিতে নিহত দুই শ্রমিকের লাশ তাদের স্বজনদের কাছে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



আমার তো স্বামী চাই

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা সবারই অজানা।তবে কয়েক মাস আগেই সুস্মিতা সেনের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ঝড় উঠেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বর্তমানে বিয়ে করতে চাইছেন এই অভিনেত্রী। কিন্তু তার মেয়েরা চাচ্ছে না সাবেক এই মিস ইউনিভার্স বিয়ে করুক। এবার প্রকাশ্যে আনলেন মেয়েদের নামে এমন গুরুতর অভিযোগ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সুস্মিতা বলেন, ‘ওদের জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না, তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখন ওদের বলি, যে বিয়ে করতে চাই তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে যে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না। কিন্তু আমার তো স্বামী চাই। তাতে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের কাছে আমার বাবাই সব। নানা আছে, তার মানে একজন বাবার মতো ফিগার রয়েছে তাদের কাছে।

তবে মেয়েদের নিয়ে যতই আদুরে অভিযোগ থাকুক, ওদের ঘিরেই ভালো আছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২৪ বছর বয়সে জীবনের সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গেছে তার জীবনে। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে দ্বিতীয় সন্তান আলিশাকে তার জীবনে নিয়ে আসেন।

অসুস্থতা পেরিয়ে বর্তমানে কাজে মনোযোগ দিয়েছেন সুস্মিতা সেন। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘তালি’। এতে ভারতীয় সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া, ঐশ্বরিয়া নরকার, হেমাঙ্গী কবি, সুব্রত জোশী, কৃত্তিকা দেও, নীতীশ রাঠোর, মীনাক্ষী চুগ, শান কক্কর প্রমুখ। এটি পরিচালনা করেছেন রবি যাদব।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




তালা-কলারোয়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫,(তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতিতে গ্রাম হবে শহর, স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা। এ লক্ষ্যে তিনি তালা-কলারোয়া-১ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন। তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তালা-কলারোয়াকে মডেল উপজেলা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। সংসদ সদস্য পদ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রæতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।


আরও খবর



ডোমারে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা আয়োজিত শনিবার বিকালে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ,কে,এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল এর সভাপতিত্বে ছাত্রনেতা আহসান হাবীব শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরমিন জাহান, সাবেক সহ-সভাপিত শরিফুল হক প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটু, ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার কবির শাওন, সাবেক সাধ্ধাসঢ়;রণ সম্পাদক তানজিরুল আহসান রিয়েল প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত খেলায় পঞ্চগড় ফুটবল একাদশ বনাম সৈয়দপুর ফুটবল একাদশ অংশগ্রহন করে। তাদের দুই দলের মধ্যে বাঘ সিংহের লড়াইয়ে পঞ্চগড় ফুটবল একাদশকে হারিয়ে ২/৩ গোলে সৈয়দপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।


আরও খবর