Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মিরসরাইয়ে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ নেয়ামত উল্ল্যাহ (৩৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১০ টায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক মাদককারবারী নেয়ামত কক্সবাজার চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের শিকদার পাড়ার আব্বাস উদ্দিনের ছেলে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালানো হয়। এসময় নিয়ামত নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি প্রায় সময় ইয়াবা পাচার করে থাকেন। ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




মধুপুরে অগ্নিদগ্ধ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬০জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন  আকাশী গ্রাম থেকে মর্জিনা বেগম (৩০) নামের এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। 

শনিবার (২সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে জেলার ঘাটাইল পৌরশহরের পশ্চিম পাড়া এলাকায় তার ভাড়াবাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, মর্জিনা আনসার ভিডিপির প্রশিক্ষনের জন্য বেশ কিছু দিন যাবত ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্য রাতে ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে দেখেন মর্জিনার গায়ে দাউদাউ করে আগুন জ্বলছে। 

এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা  আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। সে মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া গ্রামের মজিবরের মেয়ে।

মর্জিনার বাবা মজিবর রহমান জানান, মধুপুর পৌরসভাধীন আকাশী গ্রামের সেন্টু মিয়ার সাথে প্রায় পনেরো বছর আগে তার মেয়ের বিয়ে হয়। তাদের ঘরে ১০ বছরের এক ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে সে স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত মধুপুর কাজীপাড়া নামক এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সে মুঠোফোনে শনিবার রাত ৩টার দিকে এম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে জানতে পারেন তার মেয়ে খুব অসুস্থ ময়মনসিংহ মেডিকেলে আছে, পরবর্তীতে সকালে নার্স ফোন করে জানান, সে মারা গেছেন এম্বুলেন্স যুগে আপনাদের ঠিকানায় পাঠানো হয়েছে। লাশ আমাদের কাছে রেখে এম্বুলেন্স ড্রাইভার সটকে পড়ার পর দেখতে পাই তার শরীর পুরোটাই আগুনে পুড়া।

অগ্নিদগ্ধের কারণে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মধুপুর থানা-পুলিশ মর্জিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে মর্জিনার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় তার জন্মস্থান উপজেলার কুড়ালিয়া গ্রামে বাবার বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাগেরহাটে আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বুধবার (৩০ আগস্ট) রাতে মোল্লাহাট উপজেলা থেকে এদের আটক করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর জেলার মৃত কামাল গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মো. আকাশ, আব্দুল্লাহ (২৩), মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন, জসীমউদ্দীন (২১), সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মো. রিপন (২০) এবং মাদারীপুর জেলার মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০)।  

আটকদের কাছ থেকে উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোল্লাহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না।  

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্য অনুযায়ী র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর পাঁচ সদস্যকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।

আটকদের মধ্যে তরিকুল গোপালগঞ্জের একটি মসজিদে ইমামতি করতেন। আব্দুল্লাহ বাগেরহাটের একটি মাদরাসায় পড়াশুনা করতেন। তাজিমুদ্দিন গোপালগঞ্জের স্থানীয় একটি মাদরাসায় ইমামতি করতেন। ইসমাইল গোপালগঞ্জের একটি মাদরাসায় অধ্যয়নরত ছিলেন। তিনি তরিকুলের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করেন। রিপন ২০২২ সালে আব্দুল্লাহর মাধ্যমে আনসার আল ইসলাম এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করেন। তরিকুল, আব্দুল্লাহ ও তাজিমুদ্দিন ২০২১ সালে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করেন। প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ৩ হাজার এবং হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে প্রায় ২ হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে এসেছে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




জলঢাকায পুলিশের উপ সহকারী পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image
জলঢাকা নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর জলঢাকায় মানুষকে জিম্মি করে ঘুষ,দুর্নীতি, মাদক সেবন সহ নানান অনৈতিক  কর্মকান্ডে জড়িত থাকার অপরাধ  তুলে ধরে পুলিশের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২৩ ইং তারিখ মঙ্গলবার  রাতে পুলিশের উপ পরিদর্শক মামুনের এমন কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগ প্রতিবাদ সমাবেশ থানা মোড়ে অনুষ্ঠিত হয়।সমাবেশে ভুক্তভোগী  জনগনের সঙ্গে একাত্ততা ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। তিনি বলেন,পুলিশ জনগনের বন্ধু, যেখানে অনিয়ম, অপরাধ,মাদক নিয়ন্ত্রণ, মানুষের নিরাপত্তা পুলিশ দিয়ে থাকে।এই পুলিশ যদি এসব কর্মকান্ডে নিজেরাই জড়িয়ে  পরে তাহলে অপরাধীদের নিয়ন্ত্রণ  করবে কিভাবে? পুলিশের উপ সহকারী পরিদর্শক মামুন সাহেবের অত্যাচারে জলঢাকাবাসী অতিষ্ঠ। তিনি মাদকের সাথে জড়িত, নিজেও মাদক সেবন করেন।তাকে ড্রোপ টেষ্ট করা হউক। তিনি আরো বলেন, মানুষের পকেট থেকে  টাকা বের করে নিতে এই পুলিশ  অফিসার  ছিনতাইকারীর ভুমিকায় অবতীর্ণ  হয়েছে। ট্রক্টর কোম্পানি সোনালীকার কাছ থেকে ৩০ হাজার টাকা  ঘুষ গ্রহন করেছেন। আরেকজনের ড্রয়ার ভেঙ্গে টাকা লুট করেছেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলার শৌলমারী ইউনিয়নের আনছার হাট এলাকায় দোকান ঘর দখল নিয়ে ঘটনায় ৮০ বছরের বৃদ্ধ মাওলানা মনসুর আলী  কে আটক করার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএস আই) মামুন কোন অদৃশ্য শক্তির কারনে এবং ওসিকে না জানিয়ে ঘুষ, দুর্নীতি সহ অহেতুক জনগনকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা সহ বিভিন্ন নাশকতার মামলার আসামিদের সাথে নিয়ে আনছার হাটে দোকান ঘর দখল ও উচ্ছেদ করেন এবং  কোন কারন ছাড়াই  শ্রমিক সংগঠন  সমুহের কার্যালয়ে  অভিযান ও তল্লাশি  চালিয়ে ভাংচুর করে টেবিলের ড্রয়ারে থাকা অর্থ  হাতিযে নেন । এ বিষয়ে আমি তার সাথে কথা বললে মামুন আমার সাথে উচ্চবাক্য সহ বিভিন্ন ভাষায় কথা বলেন ও আনছার হাট  মাদ্রাসার সভাপতি জয়নালকে মোবাইলে হুমকি প্রদান করার কারনে আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন না করলে আগামী উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হবে না বলে ঘোসনা দেন। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তেলা হবে 

এসব অভিযোগ অস্বীকার করে এ এস আই মামুন বলেন আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাত্র  তিন মিনিট অপেক্ষা করেছি ।তাছাড়া এধরনের কোন ঘটনা ওই স্থানে ঘটেনি।থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম বলেন, এটা তুচ্ছ ঘটনা, আমার অফিসার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে হট টকিং করেছে।আমি অফিসাকে শাসিয়েছি।পরিস্থিতি শান্ত আছে।

এ সময উপস্থিত ছিলেন ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি  আমিনুর রহমান, স মিল শ্রমিক  ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি  জামাদুল ইসলাম  ভ্যাবল,
সাধারন সম্পাদক জোনাব আলী, প্রজন্ম লীগের সভাপতি মশিউর রহমান হিট্টু,সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিকু,উপজেলা  আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক  আবুল কালাম আজাদ, ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ সহ
বিভিন্ন শ্রমিক সংগঠন সহ রাজনৈতিক  নেতৃবৃন্দ।

আরও খবর



ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৩২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩৪ জনে। এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০ হাজার ৪৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৯ হাজার ৮১৮ জন।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




দেশের ১৭ জেলায় ঝড়ের আভাস

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আজ রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩