Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ, আটক ২

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৬৮জন দেখেছেন

Image

মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ ২ জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরবাজারে ফুটওভার ব্রীজের নীচে চট্টগ্রামমুখী অংশে অভিযান চালিয়ে দুইটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়ী তল্লাশী করে ৩১ টি গাইডের ভেতর ২ হাজার ৩০৫ টি শাড়ী জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এসময় গাড়ীর চালক উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে সোহাগ (৩৭) ও ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে রেজাউল করিমকে (২৬) আটক করা হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কতিপয় চোরাকারবারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাত পৌনে ৩ টায় মহাসড়কের মিরসরাই পৌর বাজারে ফুটওভার ব্রীজের নীচে চট্টগ্রামমুখী অংশে অভিযান চালিয়ে দুইটি হাইচ মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৪২৫৪, চট্ট মেট্রো-চ- ১১-৫৪২৫) গাড়ী আটক করা হয়। পরবর্তীতে গাড়ী তল্লাশী করে ভেতরে থাকা ৩১ টি গাইডের মধ্যে ২ হাজার ৩০৫ টি শাড়ী জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। তিনি আরো বলেন, গাড়ী চালক সোহাগ ইতিপূর্বেও ভারতীয় শাড়ী চোরাচালান করার সময় আমাদের হাতে আটক হয়েছিল। জেল থেকে বের হয়ে সে পুণরায় চোরাচালানে জড়িয়ে পড়ে। জব্দকৃত গাড়ী দুইটির মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। গাড়ীর চালকদের আটক করা হয়েছে। চোরাচালানের সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



জাতীয় স্থানীয় সরকার দিবস

গণভবনে প্রবেশ করছেন জনপ্রতিনিধিরা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনপ্রতিনিধিরা গণভবনের সামনে অবস্থান করতে শুরু করেন। এরপর সকাল ৯টা থেকে গণভবনে জনপ্রতিনিধিদের দীর্ঘ সারি দেখা যায়।

এ দিবসটি উদযাপন উপলক্ষে গণভবনে বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মো. তাজুল ইসলাম।

দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌর মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় আট হাজার জনপ্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে এতে ডাকা হয়নি সাময়িক বরখাস্ত ও মামলার আসামিদের।


আরও খবর



মাগুরার নবগঙ্গা নদী থেকে উদ্ধার লাশের পরিচয় পাওয়া গেছে

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম নুরুজ্জামান চৌধুরী মিথুন (৪৩)। সে শহরের পারনান্দুয়ালী গ্রামের বৃত্তিপাড়ার আকতারুজ্জামানের ছেলে। 

এর আগে শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকালে মাগুরা শহরের সাতদোহা স্মশানের ন্যাংটা বাবার আশ্রমের পূর্ব দিকে নবগঙ্গা নদীতে কচুরিপানার সাথে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত নুরুজ্জামান চৌধুরী মিথুনদের অতিতে শহরের সাহাপাড়ায় বাড়ি ছিল । পরে তার বাবা বাড়িটি বিক্রি করে পারনান্দুয়ালী গিয়ে বসবাস শুরু করেন।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহত যুবক মিথুন ভবঘুরে জীবন যাপন করতো। পরিবারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। লাশ উদ্ধারের পর খবর জানানো হলেও তার পরিবার লাশটি নিতে না চাওয়ায় তার চাচা সম্পর্কীয় একজনকে সাথে নিয়ে সন্ধ্যায় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামে ৩ টি মাদক মামলাসহ সদর থানায় ৪টি মামলা রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


আরও খবর



জলঢাকায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও অধ‍্যক্ষ মিলে নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে শৌলমারী বাজারে এ মানববন্ধনে জাহিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শৌলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক হোসেন দুলাল, আসাদুজ্জামান নুর আসাদ, রিপন বাবু লাবলু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন, সভাপতি মিন্টু ও অধ‍্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেল মোটা টাকার বিনিময়ে পছন্দের প্রাথী ঠিক করে ফেলেছেন। তাই নিয়োগের বিষয়ে সব তথ্য গোপন রেখেছে। এমনকি সোনালী ব‍্যাংকের একাউন্ট নাম্বার ভুল দিয়েছে। যাদেরকে নিয়োগ দিবে তাদের সঠিক একাউন্ট নাম্বার দিয়ে আবেদন করিয়েছে। তারা আরও বলেন প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে নিয়োগের তথ্য নেই। এর আগেও একটি পদের জন্য বিজ্ঞপ্তি দিলেও তা অদৃশ্য কারণে বন্ধ রয়েছে। তারা দাবী করে বলেন সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু অর্ধ শিক্ষিত হয়েও কিভাবে শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হয়। আমরা ওই মিন্টুর পদত‍্যাগ দাবি করছি। এ বিষয়ে অধ‍্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সভাপতি বলেন ব‍্যাংক একাউন্ট নাম্বার ভুল আছে আমরা এটা পত্রিকায় সংশোধনী দেবো। 


আরও খবর



ইসলামপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:কেন্ন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করা লক্ষে জামালপুর ইসলামপুরে আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা করা হয়েছে।

শুক্রবার বিকালে ডাকবাংলো হলরুমে আওয়ামী যুবলীগ ইসলামপুর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্যক্রম উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। 

উপজেলা যুবলীগ সভাপতি মোঃ হারুনুর রশীদ সভাপতিত্ব এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,সহ সসভাপতি আঃ রাজ্জাক লালমিয়া,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,আঃ খালেক আকন্দ, কোষাদক্ষ মোর্সেদুর রহমান খান মাসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন যুব লীগের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী প্রতিটি ইউনিটের সভাপতি,সম্পাদকের হাতে নবায়ন ফরম তুলে দেন।

আরও খবর



রাজধানীর কদমতলী শেখ হাসিনা'র জন্মদিন উপলক্ষে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর কদমতলী শেখ হাসিনা'র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জুরাইন আওয়ামীলীগের কার্যালয় এড সানজিদা খানমের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  এড. সানজিদা খানম সাবেক সাংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রথমে কুরআন তেলওয়াত পাঠ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক আয়নাল হক মিন্টু, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঈব্রাহীম খলিল মারুফ, কদমতলী থানা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান কাদির মীম, কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা বেগম, সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদুল ইসলাম শেখ শাকিল, তুরস্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্যামপুর থানা আওয়ামী লীগের নেতা এম এ ফারুক প্রিন্স, কদমতলী থানা ৫৮ নং ওয়ার্ড যুব লীগের সাধারণ সম্পাদক তোয়াসিন আহম্মেদ মান্না। শ্যামপুর, কদমতলী থানা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর