
এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।দিবসটিকে ঘিরে পৌরসভার করদাতাদের গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর পরিশোধ করলে বকেয়ার উপর ২৫% মওকুপ করা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, কর মেলা, তাৎক্ষনিক সেবা প্রদান, উন্নয়নমূলক কাজের মেলা, স্থানীয় সরকার বিষয়ক অর্জনসমূহের প্রদর্শনী, উপকারভোগীদের নিয়ে স্থানীয় সরকার দিবসের গুরুত্ব ও পৌর এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা, পোষ্টার, ব্যানার, পেষ্টুন, আলোকসজ্জা ইত্যাদি। কর্মসূচীতে অংশ নেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক মান্না, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রসুল আহাম্মদ নবী, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আজহার উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, হিসাবরক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমান, পৌর প্রধান সহকারী আব্দুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ফজলুল মুরাদসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে আমরা ৩ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছি। কর্মসূচীর মধ্যে সবচেয়ে বেশি সাড়া মিলেছে পৌরসভার করদাতাদের ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর পরিশোধ করলে বকেয়ার উপর ২৫% মওকুপ।