Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

মেসির গোলে শুরুতেই আর্জেন্টিনার লিড

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর 20২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩০৭জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও সৌদি আরব। ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।

‘সি’ গ্রুপের ম্যাচে আজ মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি দুদল। যেখানে খেলার ৮ম মিনিটে কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসি কিক নিলেও এ সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেদেসকে ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকেই স্পক কিকে গোল করেন মেসি।

আসরের ফেভারিট দল আর্জেন্টিনা আজ ১-৩-২-৪-১ ফরমেশনে মাঠে নামছে। আর ১-১-৪-৪-১ ফরমেশনে খেলবে।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস তাগ্লিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, পাপ্পু গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি।

সৌদি আরবের একাদশ: আল ওয়াইস, আব্দুল-হামিদ, আল-তাম্বাকতি, আল-বুলাইহি, আল-শাহরানী, আল-ফারাজ, কাননো, আল-মালিকি, আল-বুরাইকান, আল-শেহরি, আল-দোসারি।


আরও খবর



মধুপুর-ধনবাড়ী আসনে পঞ্চমবারের মতো নৌকার মাঝি হলেন কৃষি মন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে ৫ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। রোববার (২৬নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) একাধিক সংস্থার গোপনে চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা টাঙ্গাইলের তালিকা তৈরি করেন।

তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ  আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও সফল কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।এবার দিয়ে  তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেলেন। ২০০১ সালে ড. আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।তিনি বিগত দিনে মধুপুর ও ধনবাড়ি উপজেলাকে একটি আধুনিক ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলেছেন।

ইতিমধ্যে তিনি মধুপুরে স্টিল রাইস সাইলো, বহুল আলোচিত ইকো পার্ক, ম্যাটস্ সহ আরও অনেক প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন।তিনি মধুপুরবাসীকে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারস এমডি-২ উপহার দিয়েছেন যা বর্তমানে কৃষক আবাদ করে ব্যাপক লাভবান হচ্ছে। কৃষকের ধান আবাদে খরচ কমাতে তিনি অর্ধেক দামে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন। তিনি উন্নত ও বেশি ফলনশীল জাতের ধানের বীজ কৃষকের মাঝে বিতরণ করেছেন।

মধুপুর ধনবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তিনি পাকা করে দিয়ে  মানুষকে জনদূর্ভোগ থেকে রক্ষা করেছেন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মধুপুর ধনবাড়ীবাসী আবারও ড.আব্দুর রাজ্জাক এমপিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পেয়েছেন। আগামী ৭জানুয়ারী  মধুপুর ধনবাড়ীবাসী  বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন এমনটাই প্রত্যাশা সকলের।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে অবলোধ বিরোধী মিছিল শান্তি  ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে।বুধবার(০১ নভেম্বর) বেলা সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে¡ বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়। নেতৃত্ব দেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম,সহ সভাপতি আলহাজ্ব আফসার আলী মাষ্টার,যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এম এ সাহিন,তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম,পৌর যুবলীগ সভাপতি আব্দুল জাব্বার,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকা প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকতে হবে।বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।


আরও খবর



বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না। আমরা বিশেষ কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে (বেশি) সমর্থন করি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।

মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পিটার হাসের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে ম্যাথিউ মিলার জানান, আসন্ন নির্বাচনে সরকার কারা গঠন করবে তা ঠিক করার দায়িত্ব দেশের জনগণের। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান।

বিরোধী দলের অধিকাংশ নেতা কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সংলাপ কীভাবে হবে- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে সাংবাদিকদের প্রচেষ্টাকে স্বাগত জানাই। তবে আমি এ বিষয়ে (কথা বলা থেকে) বিরত থাকব।

আরেক প্রশ্নে বলা হয়, ‘বাংলাদেশের ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। আমেরিকা মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে ভূমিকা পালন শুরু করলে বাংলাদেশের নাগরিকরা খুব আশাবাদী হয়ে ওঠে। আওয়ামী লীগ ছাড়া সকল প্রধান রাজনৈতিক দল (মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস এবং অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে কাজ করছে। মার্কিন সরকারকে বাংলাদেশের ইস্যুতে কেন ভারতের সঙ্গে আলোচনা করতে হবে? এটা কি ইঙ্গিত করে না যে, বাংলাদেশ (বর্তমান শাসকদের দ্বারা) ইতোমধ্যে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে? যুক্তরাষ্ট্র কি বিশ্বাস করে যে, ভারতের ক্ষমতাসীনরা বাংলাদেশে কিছু করেছে (কোনো ভূমিকা রেখেছে)?

উত্তরে মিলার বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের দ্বারা নির্ধারিত হওয়া উচিত।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে মিলার কোনো জবাব দেননি।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ।এই ম্যাচটা জিতলে বাংলাদেশের একটাই লাভ সেটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নটা একটু হলেও বেঁচে থাকবে। একই অবস্থায় শ্রীলঙ্কাও। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে একাদশে।

টস জিতে সাকিব বলেন, 'উইকেট দেখে বেশ ভালোই মনে হলো তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত। আমরা যখন অনুশীলন করছিলাম তখন প্রচুর শিশির ছিল। সমর্থকদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু আমরা পূরণ করতে পারিনি। বাকি ম্যাচে আমরা ভালো করতে চাই। হালকা চোট থাকায় মোস্তাফিজের খেলা হচ্ছে না, তানজিম হাসান সাকিব এসেছে একাদশে।'

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

বাংলাদেশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


আরও খবর



৪ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে টেড-এক্স গুলশান ২০২৩

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঢাকা-টেড-এক্স গুলশান ২০২৩, অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী এবং বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি সহ এখানে বক্তব্য রাখবেন দেশে-বিদেশের স্বনামধন্য ১৬ জন বক্তা।  বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টেড-এর স্বাধীনভাবে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানকে বলা হয় টেড-এক্স। বিশ্ববিখ্যাতসব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, ইলোন মাস্ক, গ্রাহাম স, স্যার কেন রবিনসন সহ আরো অনেকে | বর্তমানে বাংলাদেশে স্ট্যান্ডার্ড টেড-এক্স লাইসেন্সধারী একমাত্র সক্রিয় প্ল্যাটফর্ম হলো টেড-এক্স গুলশান, যারা ২০২০ সালের প্রবল জনপ্রিয়তার পর আবারো আবারো ফিরে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় টেড-এক্স অনুষ্ঠানের আয়োজন নিয়ে।

টেড প্লাটফর্ম এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমাজে ছড়িয়ে দেওয়ার মতো চিন্তা এবং ধারণাগুলোকে প্রচার করা। সেটি মাথায় রেখেই এবারের টেড-এক্স গুলশান এর প্রতিপাদ্য বিষয় হলো "সমতার জন্য উদ্ভাবন" - যা দর্শকদের মনে উদ্ভাবনী চিন্তার খোরাক যোগাবে বলে মনে করছেন আয়োজকরা। ১৬ টি উদ্দীপনাময় বক্তব্য ছাড়াও অনুষ্ঠানের শেষে উপস্থিত দর্শক উপভোগ করবে একটি সংগীত পরিবেশনা।  ১০০০ জনেরও বেশি অংশগ্রহণকারীসহ, করোনা মহামারীর ঠিক আগে টেড-এক্স গুলশান ২০২০ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে। বিগতবারের তুমুল সাফল্যকে ছাড়িয়ে এবার নতুন উদ্যমে টেড এর অফিসিয়াল চ্যানেলের ৫ কোটির বেশি দর্শকদের কাছে বাংলাদেশ এর বক্তাদের গল্পগুলি তুলে ধরার চেষ্ঠা করছে টেড-এক্স গুলশান ২০২৩।

এই বছর, টেড-এক্স গুলশানে কথা বলছেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী; বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি; বোয়িং দক্ষিণ এশিয়ার চিফ অব স্টাফ প্রবীণা ইয়াগামভাত; স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক-এর কো-চেয়ার এবং সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ; ইউএনডিপি বাংলাদেশ-এর হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম; পররাষ্ট্র মন্ত্রণালয়-এর আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, এবং আইসিটি বিষয়ক মহাপরিচালক ডঃ সৈয়দ মুনতাসির মামুন; এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর ডঃ রুবানা হক; বাংলাদেশী গায়ক ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব; চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী; কোকা- কোলা কোম্পানি, বাংলাদেশ-এর হেড অফ মার্কেটিং আবীর রাজবীন; এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য; কেবরিয়া সরকার, বাংলাদেশী রেডিও জকি এবং টেলিভিশন উপস্থাপক; অঙ্কিতা বক্সী, বিষয়বস্তু কৌশলবিদ, APAC, BBC StoryWorks; ইফতেখার রাফসান, বাংলাদেশী ইউটিউবার ও কন্টেন্ট স্রষ্টা; ইমতিয়াজ ইলাহী, প্রাক্তন সেনা কমান্ডো ও ট্রায়াথলিট এবং মৌটুসী কবির, সিনিয়র ডিরেক্টর, পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস, ব্র্যাক।

এই অনুপ্রেরণামূলক আলোচনার পাশাপাশি, কোক ষ্টুডিও বাংলাদেশের একজন গায়ক ঋতু রাজের একটি সঙ্গীত পরিবেশনাও থাকবে। ৪ নভেম্বর, রাজধানীর তেজগাঁওস্থ্ আলোকি কনভেনশন হলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আয়োজিত হবে টেড-এক্স গুলশান ২০২৩। যেকেউ টিকেট কেটে অংশগ্রহণ করতে পারবে এখানে। টিকিট সংগ্রহ করতে ভিজিট করতে হবে এই লিংকেঃ https://www.tickify.live/events/tedxgulshan-2023 টেড-এক্স গুলশান ২০২৩ এর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোল্ড স্পনসর হিসেবে পাশে থাকছে কোকা-কোলা কোম্পানি বাংলাদেশ। এছাড়াও সিলভার স্পন্সর হিসেবে থাকছে গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ড্যান ফুডস লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড; আইস ক্রিম পার্টনার হিসেবে থাকছে পোলার আইসক্রিম পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং টিকেটিং পার্টনার টিকিফাই। ইভেন্টে ই-লার্নিং ও নলেজ পার্টনার হিসেবে থাকছে লিড একাডেমি এবং ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ওয়াই-এস-এস-ই। বাংলাদেশ এর সবচেয়ে বড় টেড অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://tedxgulshan.com/


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩