Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। যেখানে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে চার হাজার ৩৫০টি। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন।

সারা দেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট ছয় হাজার ৭৭২টি আসন রাখা হয়েছে বলেও জানান জাহিদ মালেক।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামের এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় এ শিক্ষার্থী সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন, যা মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৮৮।

পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন, পাসের হার ৪২ দশমিক ৩১ এবং মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন, পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

এর আগে গত ১০ মার্চ সারা দেশে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

যেভাবে ফল জানবেন

পরীক্ষার ফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশের পরই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।


আরও খবর



বাংলাদেশ দলের আবারও টিম ম্যানেজার নাফিস ইকবাল!

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে গত ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম ছেড়ে চলে যাওয়ায় কম সমালোচনা হয়নি টিম ম্যানেজার নাফিস ইকবালের। সাকিব আল হাসান না চাওয়াতেই নাকি ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তার। এমনও গুঞ্জন উঠে, তামিম ইকবালকে দল থেকে বাদ সেওয়ার খবর জানতে পেরে পদ ছাড়েন তিনি।

তবে সেসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও জাতীয় দলের টিম ম্যানেজার পদে ফিরছেন নাফিস ইকবাল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরনো দায়িত্ব পালন করবেন তিনি।

গত বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের টিম ম্যানেজার সাব্বির খান পদ ছেড়ে দিলে পাকিস্তান সিরিজ দিয়েই ম্যানেজারের দায়িত্ব নেন নাফিস ইকবাল। এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করলেও নানা সময় তার বিরুদ্ধে কথা উঠেছে।

এরজন্য দায়িত্ব থেকে নাফিসকে সরিয়ে দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত টিকে গেলেও বিশ্বকাপের আগেই আবার বাদ পড়ে যান তিনি। বিশ্বকাপ শেষে আবারও ফিরছেন। এ যেন কানামাছি খেলা চলছে নাফিস ইকবাল আর বিসিসিবির।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে থাকা ম্যাচ দুটির প্রথমটি শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।


আরও খবর



টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে একাদশে এসেছে এক পরিবর্তন। শেখ মেহেদীর বদলে ফিরেছেন তাওহীদ হৃদয়।

টস জিতে সাকিব বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব, উইকেট বেশ শুষ্ক মনে হচ্ছে। গত ম্যাচে উইকেট বেশ স্লো ছিল এবং টার্ন হচ্ছিল। আজকে আমাদের হারানোর কিছু নেই। আমাদের প্রথম ১০ ওভারে ভালো খেলতে হবে এবং আশা করি আমরা সেটা করতে পারব। আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না, এমন কী দল হিসেবে পারফর্ম করতে পারিনি। সবমিলে হতাশাজনক ছিল। কলকাতা এবং ঢাকার মধ্যে এখানে খুব একটা পার্থক্য নেই, আশা করি এখানে ভাল সমর্থন পাব।

পাকিস্তানের একাদশে এসেছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান ও নওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর জামান, আগা সালমান ও উসামা।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তান: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।


আরও খবর



সৈয়দপুরে চায়না কমলা চাষে আতাউরের সাফল্য

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে চায়না কমলা। চিন,ভারত বা বিদেশের কোন ফলের বাগান মনে হলেও এই বাগানটি হয়েছে সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি ধনী পাড়া গ্রামে। ওই গ্রামের মিজানুর রহমান এর ছেলে আতাউর রহমান বাড়ির পার্শে ৩০ শতক জমিতে মাটি ভরাট করে গাছ লাগিয়ে পর্যাপ্ত ফলন হওয়ায় তাক লাগিয়ে দিয়েছেন। গত ৩ বছরে পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবছর লক্ষাধিক টাকার ফল বিক্রি করে আসছেন। আগামিতে প্রতি বছর ২ থেকে ৪ লক্ষাধিক টাকার ফল বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।

পিতা মিজানুর রহমান জানান,তার ছেলে আতাউর রহমান ইউটিউবে দেখতে পায়,চুয়াডাঙ্গার এক চাষি কমলা ফলের বাগান করে লাভবান হয়েছেন। এরপরেই ২০১৯ সালে চুয়াডাঙ্গা থেকে ৬০টি ছোট গাছ সংগ্রহ করে বাড়ির পার্শে ৩০ শতক জমিতে মাটি ভরাট করে চারা রোপন করে। প্রায় ২ বছর পরিচর্যা করে গত ২০২১ সাল থেকে ফলন শুরু হয়। প্রথম বছর পরিবার ও আত্ত্বিয় সজনের চাহিদা মিটিয়ে প্রায় ১ লাখ টাকার কমলা বিক্রি করেন। ২০২২ সালে দেড় লাখ ও ২০২৩ সালে এখন পর্যন্ত ১ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। আগামী ২ মাসে আরো প্রায় ২ লাখ টাকার কমলা বিক্রি করতে পারবেন বলে জানান। তিনি বলেন ৩০ শতক জমিতে কমলার চাষ করে লাভের মুখ দেখে আতাউর রহমান বাড়ির পার্শে আরো প্রায় ১ বিঘা জমিতে ১০৫ টি গাছ লাগিয়েছে।রোপনকৃত গাছ গুলোয় ফল ধরা শুরু হলে আগামীতে প্রতি বছর ১০ থেকে ১২ লাখ টাকার কমলা বিক্রি করতে পারবেন বলে জানান। 

ওই এলাকার ছবিনুর মাষ্টার জানান,সঠিক পদ্ধতি ও পরিচর্যা করলে যে দেশের মাটিতেই ভালো মানের কমলার চাষ করা যায় তার প্রমান আতাউর রহমান। বেকার যুবকরা বুদ্ধি খাটিয়ে এমন বাগান করলে দেশে বেকারত্ব সমস্যা চিরতরে ঘুচে যাবে বলে জানান তিনি।মঙ্গলবার সাংবাদিক আজাদ ও মহসিন বলেন,আমরা কমলা কিনতে বাজার যাচ্ছিলাম, কিন্তু পথেই শুনলাম ওই বাগানের কমলার দাম কম ও মিষ্টি, তখন সকাল সকাল বাগানের মালিকের কাছে থেকে কমলা কিনেছি। 

আতাউর রহমান বলেন,বাবার জমি জায়গা আছে কিন্তু আমি ছিলাম বেকার। ২০১৯ সালে  ইউটিউবে কমলা চাষে সাফল্য চুয়াডাঙ্গার চাষি,এ দেখেই আগ্রহ জাগে।এর পরেই চুয়াডাঙ্গা থেকে চারা এনে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত মাটি,সার ও ঔষধ দিয়ে বাগানটি তৈরি করা হয়। কমলা বাগান করে তিনি সার্থক হয়েছেন বলে জানান। 

এবিষয়ে কথা হয় সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন রায় এর সাথে, তিনি বলেন, সৈয়দপুরে কমলার বাগান এটি আসলেই খুশি ও আনন্দের। তিনি আতাউর রহমানকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান তিনি। 

আরও খবর



মধুপুরে রাতে ৯৯৯ নম্বরে ফোন পরের দিন বিকেলে তার লাশ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামের ধানক্ষেত থেকে ওমর আলী (৪৫)নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বুধবার(১নভেম্বর)বিকেলের দিকে মধুপুর থানাধীন হলুদিয়া এলাকা থেকে আলোকদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে। 

এর আগে মঙ্গলবার(৩১অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা থেকে মধুপুর থানায় ফোনে জানানো হয়, ওমর আলী নামের এক ব্যক্তি আত্মহত্যা করবেন জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করেছেন। পরে মধুপুর থানা থেকে নিকটস্থ আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলী। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে ঢাকা থেকে মধুপুর থানায় জানানো হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ওমর আলী নামের এক ব্যক্তি ফোন করে জানান বিষপানে তিনি আত্মহত্যা করবেন। এই সংবাদ পেয়েই আমরা ওমর আলীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর নম্বর থেকে ওমর আলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন বলে আমাদেরকে জানান কিন্তু কয়েক মিনিট পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ভোর পর্যন্ত চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে ওমর আলীর স্ত্রী বুলবুলি বেগম জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আমার স্বামী মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁর সন্ধান করেন। প্রথমে তার সাথে ফোনে কথা হলেও কয়েক মিনিট পর তাঁর ফোন বন্ধ পাই।

সাথে সাথে আমি এবং আমার সন্তান প্রতিবেশীদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করি কিন্তু রাতভর বিভিন্ন স্থানে ঘুরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরের দিন বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় এক কিলোমিটার দূরে ধানক্ষেতে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।ওমর আলী হলুদিয়া গ্রামের মৃত আইন উদ্দিন ওরফে আনু সুতারের ছেলে। তিনি পেশায় আনারস ব্যবসায়ী ছিলেন। 

ওমর আলীর সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল কিনা এ বিষয়ে জানতে চাইলে বুলবুলি বেগম বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে তার আচরণ স্বাভাবিক ছিল।আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলী জানান, তাঁর মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদেরকে শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে তা হবে দুঃখজনক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোনো তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।

পিটার হাস প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠানো হয়নি।


আরও খবর