
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে ঘিরে বিভ্রান্তিকর ও গুজব ঠেকাতে ইন্টারনেটের গতি কম থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নিয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগের বছরের মতই এবারও কঠোর ও নিরাপত্তা বেস্টুনির মধ্যদিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনাকাঙ্খিত কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য এই ব্যবস্থা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে গুজব ও বিভ্রান্তিকর প্রকাশ না হয় সেজন্য আগের দিন ইন্টারনেটের গতি কমানো এবং কোচিং সেন্টারগুলোর বন্ধ থাকবে। একইসঙ্গে কেন্দ্রের কাছাকাছি যাতে কোনো ফটোকপির দোকান খোলা না থাকে সেটিও দেখা হবে।
জাহিদ মালেক আরও জানান, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৬টি ভেনুতে আগামী ১০ মার্চ পরীক্ষা অনষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। গত ১৩ ফেব্রুয়ারি আবেদন শুরু হয়, শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। এবার এমবিবিএসে সরকারিতে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ছয় হাজার ৭৭২টি মিলে মোট আসন ১১ হাজার ১২২টি। আর বিডিএস সরকারি আসন ৫৪৫টি এবং বেসরকারি এক হাজার ৪০৫টি। সব মিলিয়ে ১৩ হাজার ৭২টি আসন রয়েছে।