Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মধুপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৩৭০জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কলেজপাড়া এলাকায় খোকন শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার সেতু (২২) নামের এক সন্তানের জননী নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার(২২আগষ্ট) বেলা ১টার দিকে মধুপুর পৌর শহরের কলেজপাড়া এলাকায় তাদের ভাড়াকৃত বাসায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর যাবৎ স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে এক সন্তানসহ মধুপুর কলেজপাড়া এলাকার তারা মিয়ার বাসার ৪র্থ তলায় তার বাবা, মা ও এক বোনকে নিয়ে ভাড়া থাকতেন।

তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা এলাকায়।তার পারিবারিক সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রায় সময়ই সে তার রুমে দরজা বন্ধ করে মোবাইল চালাতো। আগের মতো চাঞ্চল্য ছিলো না, কথাও কম বলতো। প্রতিদিনের ন্যায় আজও তার রুমে ডুকে দরজা বন্ধ করে মোবাইল চালাতে থাকে।

বেশ কিছুক্ষণ পর রুমের ভিতর ভাংচুরের শব্দ শুনে তার মা দরজা খুলতে বলে। ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ব্যবহৃত  টাচ মোবাইলটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে মধুপুর থানায় তার মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন ফরিদী। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয় জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিশেষ করে ইনস্টাগ্রামে নিয়মিতই পাওয়া যায় এই অভিনেত্রীকে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই হাজির হন তিনি।

তারই ধারাবাহিকতায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন প্রভা। তাতে পরিবারের সদস্যদের সঙ্গে প্রভাকে আনন্দঘন মুর্হূত কাটাতে দেখা গেছে। তবে ভিডিওর নেপথ্য কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। যেখানে পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।

ভিডিও’র ক্যাপশনে প্রভা লিখেছেন ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না। কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।

ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসা করছেন অনেকেই। আবার পুরুষ কণ্ঠের কথাগুলোও অনেকেই সমর্থন করছে আবার কেউ দিচ্ছেন পরামর্শও।

হাসান রাজ নামে একজন লিখেছেন, ‘বিরতি নিন।’ সাইফ লিখেছেন, ‘হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। সম্পর্কে জড়ানো মানেই বিয়ে নয়। সম্পর্ক মানে দুজনকে সুখী হতে হবে।

অর্পা লিখেছেন, ‘এটি সেরা অনুভূতি।’ মিজান লিখেছেন, ‘আপনার জীবন, আপনার সিদ্ধান্ত।’ সজল লিখেছেন, ‘একা থাকতে পারাটাই ভালো।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে তার ভিডিও ঘিরে।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




তানোরে পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন! বিদেশ যাওয়ার চেষ্টা

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর:রাজশাহীর তানোরে পাওনা টাকা পরিশোধ না করে জালিয়াতির মাধ্যমে বিদেশ যাওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইসাহাক। মঙ্গলবার দুপুরের পরে তানোর প্রেসক্লাবে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইসাহাক মন্ডল। এদিকে পাওনা টাকা আদায়ে লিগ্যাল নোটিশ প্রদান করেও টাকা না দেওয়ার কারনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ইসাহাক। টাকা পরিশোধ না করে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বলে দাবি পাওনাদার ইসাহাকের। এতে করে টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত যাতে আব্দুল্লাহ আল কাফি বিদেশ যেতে না পেরে এজন্য সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার ।

লিখিত বক্তব্যে বলা হয়, তানোর পৌর এলাকায় সিটি ব্যাংকের এজেন্ট শাখা খোলা হয়। এশাখায় চাকুরীর জন্য বিগত ২০২২ সালে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির)  গুড়ইল কৃষ্ণপুর গ্রামের আজিজুল হকের পুত্র নানা অভিযোগে অভিযুক্ত আব্দুল্লাহ আল কাফি, তালন্দ ইউনিয়ন (ইউপির)  দেবিপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের পুত্র ইসাহাক মন্ডলের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। টাকা নেয়ার সময় কাফি রুপালী ব্যাংক তানোর শাখার একটি চেক দেন। কিন্তু কাফির হিসাব নম্বরে কোন টাকা ছিল না। এঅবস্থায় পাওনাদার ইসাহাক বিভিন্ন মাধ্যমে টাকা পরিশোধের কথা বললেই কাফি নানা তালবাহানা করেন। কিন্তু টাকা দিতে রাজি হন না। যার কারনে ইসাহাক ২০২২ সালের ১৭ মার্চ তারিখে রুপালী ব্যাংক তানোর শাখায় চেকটি নিয়ে গেলে সমপরিমাণ টাকা না থাকার কারনে ওই তারিখে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে দেন। যার হিসাব নম্বর ৩৫৭৪০১০০২১৭১৪১ চেক নম্বর SBLU ৬০০৭৯৪০। এরপর আইনজীবির মাধ্যমে কাফিকে লিগ্যাল নোটিশ দিয়ে ৩০ দিনের মধ্যে বিষয়টি সমাধান করতে বলা হয়, তানাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে লিগ্যাল নোটিশ পাওয়ার পর কাফি কোন কর্নপাত করেননি। যার প্রেক্ষিতে ১৩৮ ধারায় জেলা রাজশাহীর তানোর থানার আমলী আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৩৯ সি/২০২২( তানোর)।

ভুক্তভোগী ইসাহাক আরো বলেন, আমি এক একর জমি বন্ধক রেখে কাফিকে ১০ লাখ টাকা দিই। সে টাকা ফেরত না দেওয়ার কারনে আমি এখনো জমি তুলতে পারিনি। এখন শুনছি কাফি বিদেশে পাড়ি দিবেন। সে শুধু আমার টাকা না অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে আছেন। তাকে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন ঘটনায় একাধিকবার জেল হাজতে যেতে হয়েছে। আমার দাবি আমি একজন অসহায় দরিদ্র ব্যাক্তি আমার পাওনা টাকা দেওয়ার পর যেন বিদেশ যেতে পারে। কোনভাবে সে বিদেশে যেতে পারলে আর দেশে ফিরবে না। তাই প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ কাফিকে নজর বন্ধি করা হোক, নচেৎ তার প্রতারণার জন্য অনেককে পথে বসতে হবে।

তবে আব্দুল্লাহ আল কাফি, টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের কাছে থেকে যে পরিমান টাকা নেওয়া হয়েছিল সেটা পরিশোধ করা হয়েছে। পরিশোধের পর ইসাহাক বলছে এখনো ১০ লাখ টাকা পাব। আসলে ইসাহাক একজন প্রসিদ্ধ দাদন ব্যবসায়ী। তাদের খপ্পরে অনেকে পথে বসেছে। ইসাহাক ও তার পরিবারের লোকজন দাদন বা সুদের কারবার করে থাকেন এটা সবাই জানে। আর আমি বিদেশে যাব এটা মিথ্যা ও অপপ্রচার ছাড়া কিছুই না। সে আদালতে মামলা করেছে সেটা মোকাবিলা করব। যদি ১০ লাখ টাকা দিতে হবে মর্মে আদালত রায় দিলে অবশ্যই তাকে পুরো টাকা দেওয়া হবে। কারন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আরও খবর



স্পারসো থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিবিদ সামাদকে

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান পদে থাকা কৃষিবিদ মো. আব্দুস সামাদকে সরিয়ে দেওয়া হয়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সোশ্যাল মিডিয়ায় এ বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

একজন কৃষিবিদ কেন মহাকাশ গবেষণার প্রধান– এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলে। এর মধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো আব্দুস সামাদকে।

উল্লেখ্য, মো. আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সুমী শারমীনের নতুন গান ‌‌‘চল বেঁচে থাকি’

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:সুমী শারমীন মাত্র সাড়ে চার বছর বয়স থেকে ১১বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওস্তাদ সাইমুদ আলী খাঁন, ওস্তাদ ওমর ফারুক, ওস্তাদ আজাদ রহমান, শ্রী মঞ্জুশী রায়, পন্ডিত অমরেশ রায় চৌধুরীর কাছে বেনারেস ঘারানায় ক্লাসিকাল ধ্রুপদে এ তালিম নেন। নতুন কুঁড়িতে চ্যাম্পিয়নসহ জাতীয় পর্যায়ে সংগীত এর বিভিন্ন বিষয়ে প্রথম হয়ে ১১টি স্বর্ণপদক অর্জন করেন এই শিল্পী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় ছাত্রী থাকা অবস্থায় প্লেব্যাক, জিঙ্গেলসহ বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে আসছেন। প্রথম প্লেব্যাক করার সৌভাগ্য হয় দেশবরেণ্য গুনী সুরকার সত্য সাহা’র হাত ধরে মাত্র সাত বছর বয়সে। ফোয়াদ নাসের বাবুর হাত ধরে জিঙ্গেলে নাম লেখান তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে, বাপ্পা মজুমদার, রিপন খানসহ একাধিক গুনী মেধাবী শিল্পীদের সাথে গান করার পাশাপাশি নামকরা বিজ্ঞাপনের কন্ঠযোদ্ধা সুমী শারমীন। ১৯৯৪ সালে তার প্রথম মৌলিক গানের একক এলবাম প্রকাশিত হয়। দেশের বাইরে দীর্ঘদিন উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অষ্ট্রেলিয়ায়। সেখানেও থেমে থাকেন নি সুমী। মেধাবী এই শিল্পী আন্তর্জাতিক ব্যান্ডে মেইন ভোকালিস্ট হিসেবে বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেন। ব্রিসবেন রেডিও তে প্যানেল অপারেটর, ব্রডকাস্টিং, প্রেজেন্টার হিসেবে চাকরি করে সুনামের সাথে সাত বছরের লাইসেন্স প্রাপ্ত হন। দেশে ফিরে হাসান আবিদুর রেজা জুয়েলের সাথে গানচিল মিউজিক থেকে মিউজিক ভিডিও সহ মৌলিক গান প্রকাশিত হয় ২০২০ সালে। এরপর ২০২২ এ সুজন আরিফের সাথে আরেকটি নৌলিক গান প্রকাশিত হয় এই শিল্পীর। এবছর শিল্পী সুমী শারমীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়িতা অন্মেষনে শ্রেষ্ঠ জয়ীতা পদক অর্জন করেন। গানের পাশাপাশি তিনি লেখালেখির সাথে জড়িত। এ পর্যন্ত আন্তর্জাতিক জার্নালসহ একক বই ১৮টি। তিনি জাতীয় পর্যায়ে স্বীকৃত গীতিকার হিসেবে বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বেতার ঢাকা এবং বাংলাদেশ টেলিভিশনে সুমী শারমীন উচ্চাংগ সংগীত, নজরুল সংগীত, আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী। শত ব্যস্ততার মাঝেও গানের সঙ্গেই বসবাস করছেন এই শিল্পী। এরই ধারাবাহিকতায় এবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেল তার নতুন গান ‘চল বেঁচে থাকি’।

গুঞ্জন রহমানের গীতিকবিতায় গানটির সুর করেছেন রাজিব হোসাইন আর সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহি

আব্দুল্লাহ। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ এ।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




কাজী নজরুল ইসলাম'র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র শ্রদ্ধা ও ফাতিহা পাঠ

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন


আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩