
বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কলেজপাড়া এলাকায় খোকন শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার সেতু (২২) নামের এক সন্তানের জননী নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার(২২আগষ্ট) বেলা ১টার দিকে মধুপুর পৌর শহরের কলেজপাড়া এলাকায় তাদের ভাড়াকৃত বাসায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর যাবৎ স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে এক সন্তানসহ মধুপুর কলেজপাড়া এলাকার তারা মিয়ার বাসার ৪র্থ তলায় তার বাবা, মা ও এক বোনকে নিয়ে ভাড়া থাকতেন।
তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা এলাকায়।তার পারিবারিক সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রায় সময়ই সে তার রুমে দরজা বন্ধ করে মোবাইল চালাতো। আগের মতো চাঞ্চল্য ছিলো না, কথাও কম বলতো। প্রতিদিনের ন্যায় আজও তার রুমে ডুকে দরজা বন্ধ করে মোবাইল চালাতে থাকে।
বেশ কিছুক্ষণ পর রুমের ভিতর ভাংচুরের শব্দ শুনে তার মা দরজা খুলতে বলে। ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ব্যবহৃত টাচ মোবাইলটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে মধুপুর থানায় তার মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন ফরিদী।
-খবর প্রতিদিন/ সি.ব