Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মধুপুরে দুই বছরের শিশু বংশাই নদীতে পড়ে নিখোঁজ

প্রকাশিত:সোমবার ২১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৩৪জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দামপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে সাদিকুল(২) নামের এক শিশু বংশাই নদীতে ডুবে নিখোঁজ হয়েছে।তার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২১ আগষ্ট) সকাল ৮টার দিকে তার প্রতিবন্ধী মা রান্না শেষে ছেলেকে খুঁজে না পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানায়।

অত্র এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে অবহিত করি এবং তারা টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে বিষয়টি জানালে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে প্রায় ৩ঘন্টা যাবত খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।

স্থানীয়রা বলছেন, ছেলেটির বাড়ি নদীর কিনারে থাকায় সে প্রায়ই নদীর তীরে চলে আসে। ধারণা করা হচ্ছে ছেলেটি নদীতে পড়েছে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.বেলাল হোসেন জানান, আমরা ডুবুরি দিয়ে দীর্ঘ সময় ধরে খোজাখুজি করে যাচ্ছি এখন পর্ষন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



এশিয়া কাপ

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আজ শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ফাইনালে যেতে হলে বাংলাদেশকে এ ম্যাচে জিততেই হবে। কেননা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল দলটি।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন হয়েছে। দলে আফিফ হোসেনের জায়গায় স্পিনার নাসুম আহমেদকে অর্ন্তভুক্ত করা হয়েছে। শ্রীলংকা দলে কোনো পরিবর্তন নেই। গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই নামছে স্বাগতিকেরা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ফাঁকিবাজ কর্মকর্তা দিয়ে চলে উপজেলা সুন্দরগঞ্জে জেলা প্রসাশকের মতবিনিময়

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধা জেলায় যোগদানকৃত নবাগত জেলা প্রসাশকও জেলা ম্যাজিসস্ট্রেট কাজী নাহিদ রসুল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সুন্দরগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারি,রাজনৈতিক,নেতৃবিন্দু,সু-শীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক,এনজিও প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান,সচিবসহ সকল পর্যায়ের লোকজনের সাথে মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়ের শুরুতেই উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা সুমি কায়সার ওঅন্যান্য কযেকজন অফিসারের সাথে  মতবিনিময় কালে তাদের দাপ্তরিক অ-দুদর্শিতা দেখে বলেন,,ফাঁকিবাজ কর্মকর্তা দিয়ে চলে এ উপজেলা। এর সাথে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রশ্ন করেন যে,তিনি বেতন নেন কোথা থেক্কে এর উত্তরে ওই কর্মকর্তা কোন সদত্তোর দিতে পারেন নি। 

জেলা প্রসাশক,কাজী নাহিদ রসুল,,,উপজেলার সকল কর্মকর্তা/দপ্তর প্রধানদের উদ্দ্যেশে বলেন,নিজ নিজ কাজের প্রতি যত্নশীল হয়ে,কাজের প্রতি আন্তরিকতা হোন,ও বড়দের কাছ থেকে অভিজ্ঞতা নিন।ইউপি চেয়ারম্যানদের মধ্যে তিনি ১২নং কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলমের কাজের প্রসংশা করেন এবং বাকিদের তার কাজের অনুসরন করতে বলেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান,আশরাফুল আলম লেবু,ভাইচ --চেয়ারম্যান ডাক্তার শফিউল আলম,উম্মে ছালমা,উপজেলা নির্বাহী অফিসার,নুর-এ আলম,প্রমুখ।

মতবিনিময় শেষে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে,সহ সভাপতি একেএম শামছুল হক,প্রচার সম্পাদক এনামুল,সদস্য জাহিদ হাসান জিবন,আসাদ,আকাশ,সু-দীপ্ত শামিম,রানা,রাজু, ও উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক,এ মান্নান আকন্দ,হাবিবুর রহমান হবি,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক, পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।


আরও খবর



প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্টি ইমানুয়েল ম্যাক্রোঁ। সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন এমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সকালে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে যান তিনি। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।   

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনাও। 


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মাগুরায় কাব স্কাউটিং বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলার ৪০ টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫১৬ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে।

রবিবার ২৭ আগস্ট দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মাগুরা,  মোহাম্মদ আবু নাসের বেগ।

অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রোকুনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  এ এস এম সিরাজুদ্দোহা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক,  মোহাম্মদ আবু নাসের বেগ কাবিং কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন  প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন তৈরীতে কাবিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে সকল বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত  শিক্ষক না থাকার ফলে কাবিং কার্যক্রম বন্ধ ছিল, সে সকল বিদ্যালয়ে এখন কাবিং কার্যক্রম নতুন উদ্যমে শুরু করতে হবে। পৃথিবীর ১৭৬ টি দেশের ন্যায় বাংলাদেশে এই কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে।  

 কাবিং ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ৪০ জন শিক্ষককে সারাদিনব্যাপী বিভিন্ন সেশনে প্রশিক্ষণ দেয়া হয়। মাগুরা জেলার সিনিয়র স্কাউট লিডারসহ বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল থেকে আগত অভিজ্ঞ স্কাউট লিডাররা এই কোর্সে বিভিন্ন সেশন পরিচালনা করেন। শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক।

আরও খবর



নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন  ভূমিকম্প হয়ে থাকে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩