Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মধুপরে বংশাই নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৫ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২৬৯জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইল মধুপুর পৌরসভাধীন  টুনিয়াবাড়ী গ্রামের মফিজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধার বংশাই নদীতে ডুবে মৃত্যু হয়েছে।বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পার্শবর্তী বংশাই নদীতে পাতা চায়না জালের মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।  সে টুনিয়াবাড়ী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।তার পারিবারিক সূত্রে জানা যায়,  সে বিকাল ৩টার দিকে তার স্ত্রী ও ১২ বছরের ছোট ছেলেকে নিয়ে পার্শবর্তী বংশাই নদীতে পাতা চায়না জাল থেকে মাছ তুলতে যায়।

নদীর গভীর থেকে জাল তুলে মাছ ধরার পর পুনরায় জাল স্থাপনের জন্য নদীতে ডুব দেয়। পরবর্তীতে পানির নিচ থেকে ভেসে উঠতে না দেখে তার স্ত্রী লোকজনকে খবর দেয়। এলাকাবাসী নদীতে খোঁজাখুজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মফিজ উদ্দিন পেশায় একজন  রিকশাচালক ছিলেন বলে জানা যায়।তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মাগুরা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাকিব

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান,মাগুরা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসনে সাকিব আল হাসানের পক্ষে ফরমগুলো সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।


আরও খবর



দেশে রিজার্ভ ২৬.১৬ বিলিয়ন ডলার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বৈদেশিক মোট রিজার্ভের পরিমাণ দেশে ২৫ দশমিক ১৬ বিলিয়ন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, চাহিদা ও যোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

মো. মেজবাউল হক বলেন, অর্থনীতি শক্তিশালী করতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে। আর্থিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরছে। আগামী তিন মাসের আমদানি ব্যয় মেটানো নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।

এর আগে, চলতি মাসের শুরু, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ।

এদিকে গত ১৯ অক্টোবর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া প্রসঙ্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেজবাউল হক জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ আকুকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। তখন দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে।


আরও খবর



ভোলায় পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেফতার

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

শরীফ হোসাইন ভোলা (বিশেষ) প্রতিনিধি :ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টুলু (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত টুটুল রাজাপুর ইউনিয়নের রহমান চোকদারের ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ ফারুককে দায়ী করেছে নিহতের পরিবার। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা কান্ডের ৫ ঘণ্টা পর অভিযুক্ত ফারুককে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত টুলু ও অভিযুক্ত ফারুক রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২৪ নভেম্বর শুক্রবার রাতে টুটুল ও ফারুকের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর সূত্র ধরে ২৫ নভেম্বর ভোরে টুটুল ও ফারুকের মধ্যে আরেক দফা ঝগড়া হয়। এ নিয়ে টুটুল স্থানীয় মেম্বার ইমাম হোসেনের কাছে বিচার দিলে সে মিমাংশা করে দেয়ার আশ্বাস দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ভাঙ্গা ব্রিজ সংলগ্নে টুটুলকে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুটুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকার মেম্বার ইমাম হোসেন জানায়, সকাল ৭টার দিকে তিনি জনতা বাজারে গেলে টুটুল তাকে পারিবারিক বিরোধ ও ঝগড়া বিবাদ সম্পর্কে অবহিত করলে সে মিমাংশা করে দেয়ার আশ্বাস দেয়। পরে সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন টুটুলের ছুরিকাঘাতের ঘটনা যানায়।

ঘটনা সম্পর্কে এসআই গোলাম মোস্তফা জানান, তাৎক্ষণিক ভাবে জানা গেছে টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। গতকাল শুক্রবার টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরিও জব্দ করেছে। টুটুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকান্ডের ৫ ঘণ্টা পর সকাল ১১টার দিকে রাজাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ জানান, ঘটনার পর ফারুক পালিয়ে গেলেও ৫ ঘণ্টা পর তাকে রাজাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক স্বীকারোক্তিতে সে একাই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। তবে এ ঘটনায় শুধু ফারুকই জড়িত নাকি অন্য কেউ আছে সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। এদিকে টুলুর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



নাসিরনগরে সাবেক চেয়ারম্যানের বিরোদ্ধে জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের এক সাবেক চেয়ারম্যানের বিরোদ্ধে উচ্চ বিদ্যালয়ের ও সরকারী রাস্তার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। 

গ্রামের আব্দুল ছত্তর,প্রদুন্ন,গেলমান মিয়া,রশিদ মিয়া,সামসুল হক ও সুহেল মিয়া ছয় জনে মিলে গত ৪ নভেম্বর ২০২৩ তারিখে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে জানা গেছে স্কুলের নামে খারিজ করা ১১শতাংশ জায়গা সাবেক চেয়ারম্যান দখল করে ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছে। অপরদিকে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদ মোল্লা সাবেক এ চেয়ারম্যানের  সাথে সখ্যতা গড়ে তোলে অবৈধভাবে লাভবান হচ্ছে।স্কুলের জায়গা ছাড়াও রামকৃষ্ণ মিশনের জায়গা,সরকারী রাস্তা দখল করে দোকান নির্মানের অভিযোগ ছাড়াও আরো নানান অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যানের বিরোদ্ধে।তাছাড়াও দেখা গেছে স্কুলের জায়গাতেই চলছে ইউনিয়ন পরিষদের কাজ।স্কুলের জায়গা দখলে নিয়েই নির্মান করা হয়েছে ইউনিয়ন পরিষদের ঘর। নাসিরনগর সহকারী কমিশনার ভুমি অফিসের লোকজন গিয়ে সরকারী রাস্তার উপর নির্মিত দোকান ঘর ভাঙ্গার জন্য লাল ক্রস চিহ্ন এটে দিয়ে এসেছেন।

মুঠোফোনে কথা হয় চেয়ারম্যান পুত্রের সাথে।তিনি জানান তার বাবা অসুস্থ থাকার কারনে সু-চিকিৎসার জন্য তার বাবাকে ঢাকা নেয়া হয়েছে।চেয়ারম্যান পুত্র আরো জানান,আল্লাহ আমার বাবাকে যথেষ্ট টাকা পয়সা অর্থ সম্পদ আর সম্মান দান করেছেন।আমার বাবা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা গরীব অসহায় মানুষকে দান করে থাকেন।আমরা কারো এক আঙ্গুল জায়গা আত্মসাৎ করতে চাইনা।আমাদের কাছে কোন জায়গা পাওনা থাকলে আমার যে কোন সময় তা ছেড়ে দিতে বাধ্য আছি।

সরেজমিন এলাকায় গেলে স্থানীয়রা জানায়,শুধু চেয়ারম্যান নয় এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তিও সরকারী রাস্তার উপরে দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে ও নিজেরা ব্যবসা করার কারনে সরকারী রাস্তাটি সরু হয়ে যাওয়া যানবাহন চলাচলে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সামসু মিয়া সহ স্থানীয়দের দাবী সকল অবৈধ দখলকারীদের কাছ থেকে শুধু রাস্তা উদ্ধার নয় স্কুলের জায়গা থেকে ইউনিয়ন পরিষদের ঘরটিকে ও সরিয়ে নিয়ে উচ্চ বিদ্যালটিকে অবৈধ দখলকারীদের হাত থেকে অবমুক্ত করার দাবী জানান তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টিও কামনা করেন তারা।

মুঠোফোনে একাদিক বার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোনাব্বর হোসেন হয়তো ব্যস্ততার কারনে ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে কুন্ডা ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে, তিনি বলেন শুধু সাবেক চেয়ারম্যান নয় আরো অনেক প্রভাবশালীরাই আমাদের সরকারী জায়গা দখল করে রেখেছেন।আমরা তাদের তালিকা করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাটিয়েছি।অনুমতি পেলেই সব ভেঙ্গে সরকারী জায়গা উদ্ধার করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কাজী নাবিলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিল যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:যশোর-৩ (সদর) আসনের বর্তমান এমপি কাজী নাবিল আহমেদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন।

আজ সোমবার সন্ধ্যায় শহিদুল ইসলাম মিলন বলেন, ‘যশোর সদর আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। যে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ এক যুগ ধরে যশোর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শাহীন চাকলাদার যশোর-৬ আসনের সংসদ সদস্য। এবারও তিনি ওই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এর আগে সংসদ সদস্য নাবিল আহমেদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালন করতেন। তবে তাঁদের সম্পর্ক খারাপ হওয়ায় বর্তমানে তিনি শাহীন চাকলাদারের সঙ্গে রাজনীতি করছেন। দলীয় কার্যক্রমে একসঙ্গে অংশ নিচ্ছেন। এসব কার্যক্রমে কাজী নাবিল আহমেদকে দেখা যায় না। তিনি আলাদাভাবে দলীয় কার্যক্রম করেন। যশোর সদর আসন থেকে প্রার্থী হওয়ার জন্য কাজী নাবিল ও শহিদুল ইসলাম দুজনই আবেদন জানান।

শহিদুল ইসলাম বলেন, তিনি কারও সঙ্গে রাজনীতি করেন না। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন থেকে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করছেন। যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ৮ বছর। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন ১৩ বছর। দল তাঁকে মনোনয় দেয়নি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কোথাও নির্বাচিত হবে না। এ জন্য তিনি নির্বাচনের মাঠে রয়েছেন।


আরও খবর