Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস, বার্লিন ২০২৩ এর সংবাদ সম্মেলন ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার

মাশরাফীর রেকর্ড ১৭ রানে ৫ উইকেট নিয়ে

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাত্র ১৭ রানে ৫ উকেট নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি বিন মর্তুজা। তার দারুণ বোলিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় লেজেন্ডস অব রূপগঞ্জ। তাও আবার স্রেফ ৮ ওভারেই। যেখানে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে প্রথমে ব্যাট করা মোহামেডান অলআউট হয় ৮০ রানে।

আগুনে বোলিংয়ে দারুণ এক রেকর্ডও গড়লেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন তার। আজ সোমবার বিকেএসপিতে ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন।

এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একমাত্র ৫ উইকেট শিকারের দিন এই স্পিনারের বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন।

এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও এ ম্যাচে গড়েছেন মাশরাফি। তার ৩২৪ ম্যাচে উইকেট এখন ৪৫২টি। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৪১২ উইকেট নিয়ে অবসরে গেছেন আগেই।

রাজ্জাকের একটি রেকর্ড অবশ্য এখনও তাড়া করছেন মাশরাফি। এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট রাজ্জাকের। মাশরাফির হলো এখন ৭ বার।

মাশরাফির আজকের বোলিং ফিগারটি ছিল ৮.৪-৩-১৭-৫। তিনি সবশেষ ৫ উইকেট নিয়েছেন ২০১৯ সালের মার্চে। প্রিমিয়ার লিগের ম্যাচেই আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৪৬ রানে। এর আগের বছর আবাহনীর হয়েই অগ্রণী ব্যাংকর বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেটের পথে টানা চার বলে নিয়েছিলেন উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যে কীর্তি নেই আর কারও।

গত আসরে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার ১১ উইকেট হয়ে গেল ৪ ম্যাচেই। তিনি এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি।


আরও খবর



ন্যাশনাল লাইফ ইনসুরেন্স নাসিরনগর জোনাল অফিসে সংবর্ধনা,ও উন্নয়ন সভা অনুষ্টিত

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃ২রা জুন২০২৩ রোজ  শুক্রবার দুপুর  বারো ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উদ্যোগে সংবর্ধনা,দাবী পরিপশোধ ও উন্নয়নসভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম ৬ বারের স্বর্ণ পদক প্রাপ্ত। বিশেষ অতিথি মনিটরিং অফিসার বাবু সুদীপ দত্ত  ৫ বারের  স্বর্ণ পদক প্রাপ্ত, তাছাড়াও বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান পুতুল রানী দাস। 

সংবর্ধিত অতিথি মানুষ গড়ার কারিগর নাসিরনগর  আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  (উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক)  মোঃ আব্দুর রহিম জেলার শ্রেষ্ট মাদ্রাসা শিক্ষক হাজী মোঃ ছায়েদুল হক, জেলার শ্রেষ্ট শিক্ষাত্রী জেসি, ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া জয়িতা দাস সহ বেশ কয়েক জন কে শিক্ষক শিক্ষাত্রী ও সফল বীমা শিল্পীদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা।অনুষ্টান শেষে ২০ লক্ষ টাকার দাবী পুরনের চেকও বিতরণ করা হয়।এ সময় সংবর্ধিত ব্যাক্তিবর্গ সহ বীমা পেশায় নিয়োজিত বীমা শিল্পী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।জোন প্রধান দুলাল চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানটি সঞ্চলনা করেন এ জোনের এজিএম আব্দুল বাক্কি মিয়া

-খবর প্রতিদিন/ সি.ব



আরও খবর



পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার:ইতিহাস ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামিলীগ এর সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামিলীগ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২২ মে সোমবার সকালে একটি বিক্ষোভ দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। 

পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,যুবলীগ সভাপতি অধ্যক্ষ হাসান রাসেল মাহামুদ তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু,তাতীলীগ সভাপতি আক্তারুজ্জামান টিটু,কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী, পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত,সাধারন সম্পাদক মামুন অর রশিদ সুমন, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকার, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক, মহদীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক তৌহিদুল ইসলাম মন্ডল।বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার পুর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরও খবর



বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতি যেন অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের সেবা করাই বড় কাজ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন কোর্সের নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতি যেন অব্যাহত থাকে। আমার এইটুকু দাবি।

আজ সোমবার দুপুরে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বেতন-ভাতা যা কিছু সব জনগণের কাছ থেকে আসে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা সকলের কর্তব্য। এই কথা মনে রেখে সবসময় চলতে হবে। 

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা প্রশিক্ষণ নিয়েছেন, শপথ নিয়েছেন তাদেরকে এটুকু বলব, দেশের জনগণের সেবা করা এটাই সবচেয়ে বড় কাজ। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতি যেন অব্যাহত থাকে। আমার এইটুকু দাবি।


আরও খবর



তানোরে বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধিঃপরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলার জন্য স্থানীয় সাংসদের নির্দেশে রাজশাহী  তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ  কমর্সূচির উদ্বোধন করা হয়েছ। বুধবার ( ৩০শে মে) সকালের থেকে  বিএমডির কার্যালয়ে চারা বিতরনের এমপি পক্ষে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।

চেয়ারম্যান জানান, এমপির নির্দেশে খরা প্রবন উপজেলা ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ও সবুজ বনায়ন গড়ে তুলতে প্রান্তিক কৃষকের মাঝে ২০০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরন করা হবে। এসময় বিএমডিএর কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর



মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

নিজস্বপ্রতিবেদক:বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কখনো ছিল না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার (ভাড়া) করতে পারবেন। সে ক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।

মার্কিন নতুন ভিসা নীতি প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে। যারা দেশে জ্বালাও পোড়াও করে, তারা সাবধান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিহ্নিত হওয়ার কিছু নেই। বরং কতিপয় সরকারি কর্মচারি, ব্যবসায়ী, আমলা যাদের যুক্তরাষ্ট্রে সম্পদ আছে, তারা চিন্তিত হবেন।

এ সময় দুটি দেশের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা আবারও ফেরত দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।


আরও খবর