
স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাত্র ১৭ রানে ৫ উকেট নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি বিন মর্তুজা। তার দারুণ বোলিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় লেজেন্ডস অব রূপগঞ্জ। তাও আবার স্রেফ ৮ ওভারেই। যেখানে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে প্রথমে ব্যাট করা মোহামেডান অলআউট হয় ৮০ রানে।
আগুনে বোলিংয়ে দারুণ এক রেকর্ডও গড়লেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন তার। আজ সোমবার বিকেএসপিতে ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন।
এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একমাত্র ৫ উইকেট শিকারের দিন এই স্পিনারের বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন।
এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও এ ম্যাচে গড়েছেন মাশরাফি। তার ৩২৪ ম্যাচে উইকেট এখন ৪৫২টি। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৪১২ উইকেট নিয়ে অবসরে গেছেন আগেই।
রাজ্জাকের একটি রেকর্ড অবশ্য এখনও তাড়া করছেন মাশরাফি। এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট রাজ্জাকের। মাশরাফির হলো এখন ৭ বার।
মাশরাফির আজকের বোলিং ফিগারটি ছিল ৮.৪-৩-১৭-৫। তিনি সবশেষ ৫ উইকেট নিয়েছেন ২০১৯ সালের মার্চে। প্রিমিয়ার লিগের ম্যাচেই আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৪৬ রানে। এর আগের বছর আবাহনীর হয়েই অগ্রণী ব্যাংকর বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেটের পথে টানা চার বলে নিয়েছিলেন উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যে কীর্তি নেই আর কারও।
গত আসরে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার ১১ উইকেট হয়ে গেল ৪ ম্যাচেই। তিনি এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি।