
নিজস্ব প্রতিবেদক:দেশে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমছে পৌনে ৭ বছরবায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু ৬ বছর ৮ মাস বা পৌনে সাত বছর কমছে। আর বিশ্বের মানুষের গড় আয়ু কমছে ২ বছর ৪ মাস। এছাড়া বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকির বিষয় হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্মসম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ কথা বলেন তিনি।
কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটালে ২০২১ সালে আউটডোর এবং জরুরি বিভাগ মিলিয়ে ২ লাখ ১০ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন। ৭ বছর আগে এ সংখ্যা ছিল মাত্র ৮৫ হাজার।
অন্যদিকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাইয়ে সেখানে ভর্তি, আউটডোর ও জরুরি বিভাগ মিলে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। আর চলতি বছরের জুলাইয়ে এ সংখ্যা ১৪ হাজার পার হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলেন, সিসা দূষণের কারণে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। এ কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে। তাদের বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকিও বাড়ছে।
সংবাদ সম্মেলনের আয়োজন করে বাপা। এ সময় সংগঠনটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি অধ্যাপক এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।