Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মানুষের গড় আয়ু দেশে বায়ুদূষণে কমছে পৌনে ৭ বছর

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমছে পৌনে ৭ বছরবায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু ৬ বছর ৮ মাস বা পৌনে সাত বছর কমছে। আর বিশ্বের মানুষের গড় আয়ু কমছে ২ বছর ৪ মাস। এছাড়া বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকির বিষয় হয়ে উঠেছে। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্মসম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ কথা বলেন তিনি। 

কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটালে ২০২১ সালে আউটডোর এবং জরুরি বিভাগ মিলিয়ে ২ লাখ ১০ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন। ৭ বছর আগে এ সংখ্যা ছিল মাত্র ৮৫ হাজার। 

অন্যদিকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাইয়ে সেখানে ভর্তি, আউটডোর ও জরুরি বিভাগ মিলে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। আর চলতি বছরের জুলাইয়ে এ সংখ্যা ১৪ হাজার পার হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলেন, সিসা দূষণের কারণে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। এ কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে। তাদের বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকিও বাড়ছে।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাপা। এ সময় সংগঠনটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি অধ্যাপক এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর



নাসিরনগরে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হাত ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্বরা

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,বিশেষ প্রতিনিধি:পূর্ব শত্রুতা ও জোরপূর্বক বাড়ি দখলে বাধা দেয়া প্রায় নব্বই বছর বয়স্ক এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হাত ভেঙ্গে ও কেটে ফেলেছে দুর্বৃত্বরা।ঘটনাটি ঘটেছে গত ২৮ নভেম্ভর ২০২৩ বিকাল অনুমান ২ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে।আহত ব্যাক্তির নাম মোঃ ডুগন মিয়া (৯০)।তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।ওই ঘটনায় তার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামী করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।


অভিযোগে জানা গেছে তার প্রতিবেশী  জিতু মিয়ার ছেলে মুশির্দ মিয়া( ৪০) গোলাপ মিয়ার স্ত্রী জাহেরা বেগম (২৮) মুর্শিদ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৩৬) ও  কামার মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫) ঘটনার সময়ে ডুগন মিয়ার বাড়ির সীমানা ও গোয়াল ঘরে বিছানো ইট জোরপূর্ব তুলে নিয়ে যাচ্ছিল।তাছাড়াও বাড়ির সীমানার বেড়া ও ডুগন মিয়ার ঘর দরজা বাইড়াইয়া ভেঙ্গে ফেলে বাড়ি ঘর  তাদের দখলে নেয়ার চেষ্টা করছিল।এ সময় ডুগন মিয়া আগাইয়া গিয়ে বাঁধা দিলে  তখন মুর্শিদ মিয়ার হাতে থাকা দা দিয়ে কুপ মারে।সেই কুপ ডুগন মিয়া হাত দিয়ে ফিরাইতে গেলে বামহাতের কনুইর নীচে পড়ে হাড় সহ কেটে যায়।

তখন অন্যান্যরা মিলে বৃদ্ধ ডুগন মিয়াকে মাঠিতে ফেলে এলোপাথারী ভাবে মেরে শরীরে বিভিন্ন স্থানে আহত করে।পরে আবারো মুর্শিদ মিয়া তার হাতে থাকা লাঠি দ্বারা বাড়ি মেরে ডুগন মিয়ার বাম হাতটি ভেঙ্গে ফেলেন।দুর্বৃত্বা এ সময় ডুগন মিয়ার ঘর জরদা বাইরাইয়া ভেঙ্গে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে।ডুগন মিয়ার চিৎকারে প্রতিবেশীর আগাইয়া এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে ডুগন মিয়ার অবস্থা আশংকা জনক বলে তার পরিবার সুত্রে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ নুরে আলম জানান, লিখিত এজাহার পেয়েছি,প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ফোর্বসের প্রতিবেদন

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬তম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস। ২০২৩ সালের জন্য এ তালিকা প্রকাশ করা হয়। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকারপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

ফোর্বসের প্রতিবেদনে আরও বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

আর এবার ফোর্বসের তালিকায় শীর্ষে থাকা ইসির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং করোনা মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম।


আরও খবর



শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিক

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি দেয়া হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।

এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।

প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।

হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইনের প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চমানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।”

ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।


আরও খবর



আইনশৃঙ্খলা রক্ষার্থে মাগুরা জেলা পুলিশের যৌথ মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজার সার্বিক তত্বাবধানে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।  মহড়ায় পুলিশের সাঁজোয়া যানসহ একাধিক ভেইকেল, মোটরসাইকেলে করে জেলা পুলিশের রায়োট কন্ট্রোল টিমের সদস্যরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে   অংশগ্রহণ করেন।সম্প্রতি জেলা শহর সহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায়   অনুষ্ঠিত এ মহড়ায় নেতৃত্ব দেন মাগুরার পুলিশ সুপার  মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার)।এ সময় পুলিশ সুপার   যে কোন প্রকার আইন-শৃঙ্খলা অবনতি প্রতিহত করতে সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে সকল পুলিশ সদস্যদের কে সর্বদা সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করেন।

এই মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),  মোঃ তোফাজ্জল হোসেন,   জেলা আনসার কম্যান্ড্যান্ট চন্দন দেবনাথসহ অন্যান্য উর্দ্ধতন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও যৌথ মহড়ায় পুলিশের পাশাপাশি  নিবার্হী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের নেতৃত্বে বিভিন্ন দল অংশগ্রহণ করে।

আরও খবর



ফেরদৌসকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতি

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়ার পর থেকেই সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা।

এবার জানা গেলে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ককে সংবর্ধনা দেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বিএফডিসিতে এ কথা জানান নিপুণ আক্তার। আগামী ১৬ ডিসেম্বর তাকে সংবর্ধনা দেওয়া হবে।

নিপুণ বলেন, ফেরদৌস ভাই আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্যানেলের হয়ে শিল্পী সমিতির নির্বাচন করেছিলেন। আজ তিনি এমপি প্রার্থী হয়েছেন। আশা করি তিনি বিজয়ী হবেন। আমরা শিল্পী সমাজ তার সঙ্গে আছি। প্রচারণা শুরু হলে আমরা প্রচারেও অংশ নেব।

দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে আলোড়ন তোলা ফেরদৌস। এর আগেও তিনি আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সময় প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন।

এদিকে ফেরদৌস ছাড়াও ঢাকাই সিনেমার বেশ কয়েকজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তারা কেউই দলীয় মনোনয়ন পাননি।


আরও খবর

"এক বউয়ের দুই স্বামী "

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩