Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ত্রিশালে৬ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত:সোমবার ২৩ জানুয়ারী 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২১০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালে ৬ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন মোখলেছুর রহমান মুকুল, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির, নাকিব হোসেন আদিল সরকারও সাইদুর রহমান রতন। তারা সবাই পলাতক।

এর আগে, গত বছরের ৫ ডিসেম্বর এই মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৭১ সালের জুন-জুলাইয়ে ত্রিশালের আহমেদাবাদে একটি বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে শান্তি ও রাজাকার বাহিনী। ওই সময় কাকচর গ্রামের ইউনুছ আলী বীর মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করতেন। এ কারণে ইউনুছ আলীকে ধরে ক্যাম্পে নিয়ে যান ২০-২৫ জন। নির্যাতনের পর ৭১ সালের ১৫ আগস্ট সকালে তাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া ওই রাজাকার বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধ চলাকালে এলাকায় লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ করে।

এসব অভিযোগে পরে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। এ অভিযোগ আমলে নিয়ে ফরমাল চার্জগঠন করে বিচার কাজ শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০১৫ সালের ২৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে মামলাটি করেন মুক্তিযুদ্ধে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন। পরে ওইদিনই দুপুরে বিচারক আবেদা সুলতানা মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ নির্বাচিত

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল (এসইএআরও)-এর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

আজ বুধবার ১ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে ভোটগ্রহণ শেষে সায়মা ওয়াজেদকে বিজয়ী ঘোষণা করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ, ভুটান, সাউথ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও তিমুর-লেস্তে, এই দশ দেশ ভোট দেয়। তবে মিয়ানমার ভোটে অংশ নেয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




নওগাঁয় বিএনপি-জামায়াতের আরো ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় পৃথক পৃথক অভিযানে বিএনপি জামায়াতের আরো  ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এদের গ্রেপ্তার করে স্ব স্ব থানা পুলিশ।  গ্রেপ্তারকৃতদের মধ্যে মান্দায় ১৩ জন, পোরশায় ১৪ জন, আত্রাইয়ে ৪ জন ও রাণীনগরে ৩ জন। পরে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তারা।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার(২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,  জামায়াতের কর্মী আবদুল জব্বার (৬০), আবুল হোসেন সরদার (৬৩) লালবর রহমান (৩৫), আবদুল মান্নান প্রামাণিক (৪৩), এহসান হক মাসুম (৩৭), গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ মিথ্যা হয়রানিমূলক মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন অপরদিকে একইদিন অভিযানে সেকেন্দার আলী (৫৮) ময়েজ উদ্দিন (৫০), লতিফুর রহমান (৫০), আবদুল মান্নান (৪৬), ময়নুল ইসলাম (৪০), আইজুল হক (৩৮),  জিয়াউর রহমান (৪০) ও সাইফুদৌলা বাবু (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্বে আছেন। গ্রেপ্তারকৃত সাইফুদৌলা বাবু পরানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। 

অপরদিকে জেলার পোরশায় বিষ্ফোরক মামলা সহ বিশেষ ক্ষমতা আইনে মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন,  বিস্ফোরক মামলার আসামি পশ্চিম রঘুনাথপুর গ্রামের মৃত কাশেমের ছেলে ইমানী (৪৭), খরপা দক্ষিনপাড়ার ময়েজদ্দিনের ছেলে তোফাজ্জল (৩৬,) নিতপুর দিয়াড়াপাড়ার সারফুদ্দিনের ছেলে ওয়াসিম আকরাম কাজল (২৩), শরিয়ালার জাকির হোসেনের ছেলে বাবুল হোসেন (৩৫), ঘাটনগর কাজিপাড়ার মৃত মাহাত উদ্দিন কাজীর ছেলে মোশারফ হোসেন(৪৯), ঘাটনগর বাঙ্গাবাড়ির মতিউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৩২), চকবিষ্ণপুর কাটাপুকুরের গোলাম মোস্তফার ছেলে আবদুল আলিম (৩৯), ঘাটনগর কাজিপাড়ার নজরুল ইসলামের ছেলে শহিদুল (৩৭), কাচারীপাড়ার মৃত খোকার ছেলে নজরুল ইসলাম (৬৬), সরাইগাছি গ্রামের আব্দুলের ছেলে মজিবর রহমান (৫০), বারিন্দা গ্রামের আব্দুছ ছালামের ছেলে ময়নুল (৪০) ও চকনামাজু গ্রামের নজিরদ্দিন সরদারের ছেলে নাজিম সরদার (২৭)। অপরদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক দুইজন হলেন গোপিনাথপুর গ্রামের আবদুল লতিফের ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং বিষ্ণপুর বেড়াচৌকি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবদুস ছালাম (৫৫)।পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার কারণে এদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরো ৭জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রাণীনগরে চার জন এবং আত্রাইয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতা ও মারপিট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে দুই থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান,গত বছরের ১৭ নভেম্বর ছাত্রলীগ নেতা রাসেলের দায়েরকৃত মারপিটের মামলায় জড়িত সন্দেহে উপজেলার খট্রেশ্বর হাদিপাড়া গ্রামের বাহার আলীর ছেলে ইজাব্বর মোল্লা (৬০),কাশিমপুর উত্তরপাড়ার আবদুর রহমানের ছেলে গোলাম মোস্তফা বাবু (৫০),দূর্গাপুর শেখ পাড়ার শেখ ময়েনের ছেলে কিরণ শেখ (৩৮) ও চকাদিন গ্রামের বছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করা হয়।অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, নাশকতা ও মারপিট মামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন,জামগ্রামের আবদুল জব্বারের ছেলে রুহুল আমিন সোহাগ (৪৩),জয়সারা গ্রামের নুর মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৫৫) ও নওদুলী গ্রামের মোবারক আলীর ছেলে বাবুল মোল্লা (৫২)। 


আরও খবর



পদোন্নতি পেলেন পুলিশের আরও ১৪০ কর্মকর্তা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের আরও ১৪০ কর্মকর্তা। তাদের সুপারনিউমারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি মঙ্গলবার (৭ নভেম্বর) জানা যায়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে উপরোক্ত কর্মকর্তাদের বর্ণিত পদোন্নতি প্রদান করা হলো।

যে সব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

তালিকা দেখতে  ক্লিক করুন এখানে


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




সংবিধান অনুযায়ী যিনি প্রধান মন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী যে প্রধানমন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।শুক্রবার(১০নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি-জামায়াত এর সমালোচনা করে বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি আবার জ্বালাওপোড়াও ও আগুন সন্ত্রাস করছে। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে। যেকোন মুল্যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠিন হস্তে দমন করবে আইন শৃংখলা বাহিনী।সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে পুলিশ বাহিনী, সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা।তারা সুষ্ঠু সুন্দর গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন করবে।

বিএনপির নির্বাচনে আসার বিষয়ে তিনি বলেন, কোন দল নির্বাচনে না আসলে সে জন্য নির্বাচন বৈধ হবেনা এমনটি সংবিধানের কোথায় লেখা নেই। যাদের ইচ্ছে তারা নির্বাচনে অংশ নিবে। তবে আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। তবে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাদের মানুষ আর ভোট দিবেনা। আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে।  মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দিবে বলেও জানান তিনি।এর আগে মন্ত্রী স্থানীয়দের সাথে আলোচনা সভা ও পরে মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শতাধিক ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। স্থানীয় কয়েক হাজার মানুষ সকাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



দুঃখ একটাই, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌একটাই দুঃখ, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না। তবে আমি যখন প্লেনে চড়ি, তখন বাংলাদেশের সিনেমা দেখি। এবার সাউথ আফ্রিকা যাওয়ার সময় পরপর দুটি সিনেমা দেখেছি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মাঝে মধ্যে অনেকে আমাকে পেনড্রাইভ পাঠায়। তখন সময় মতো একটু (সিনেমা) দেখি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই না সিনেমার পাইরেসি হোক, অশ্লীল সিনেমা তৈরি হোক। আমাদের অনেক পুরাতন সিনেমা আছে, যেগুলোর ইতিহাস অনেক সমৃদ্ধ। আমরা ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ করে দিয়েছি। এর মাধ্যমে পুরাতন সিনেমাগুলো পুনরুদ্ধার করে ডিজিটাল পদ্ধিতেতে এখন মানুষকে দেখানোর সুযোগ এসেছে। এগুলো দেখলে মানুষ অনেক তথ্য জানতে পারবে।

এসময় সরকার প্রধান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যখন ১৯৫৬ সালে মন্ত্রীত্ব পান, তখন তিনি চলচ্চিত্র উন্নয়ন সংস্থা ১৯৫৭ বিল সাধারণ পরিষদে পেশ করেন। যা একই বছরের ৩ এপ্রিল পাশ হয়। উপমহাদেশের চলচ্চিত্র আসলে বাঙালিদের হাতে গড়া। আমাদের মাতৃভাষায় ও সংস্কৃতির ওপর আঘাত হানা হয়, তারও প্রতিবাদ করেছিলেন সেই ১৯৪৭ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

করোনাকাল পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার সিনেমা হল সংস্কারে এক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী এবং শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলী অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী ।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩