
নিজস্ব প্রতিবেদক ;মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ এবং তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনসহ তিনজনকে সরকারি পদের অপব্যবহার ও অবহেলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার আদালত।
মামলায় অন্য তিনজন আসামি হলেন প্রধানমন্ত্রীর বিভাগের প্রাক্তন মন্ত্রী (অর্থনীতি) দাতুক সেরি মুস্তাপা মোহাম্মদ, প্রাক্তন পরিবহন মন্ত্রী দাতুক সেরি ড. উই কা সিওং এবং মালয়েশিয়ার সরকার।
মোহাম্মদ হাত্তার প্রতিনিধিত্বকারী আইনজীবী মোহাজি সেলামাত বলেছেন, আদালত তার মক্কেলকে ২৮শে মার্চের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।
আদালত এই মামলা পরিচালনার জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন। সিনিয়র সহকারী রেজিস্ট্রার নুর শাশা হিদায়া নর আজহার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকারি গণমাধ্যম বারনামা জানিয়েছে, ড. মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী থাকাকালিন এইচএসআর প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে সিঙ্গাপুর সরকারের কাছে মালয়েশিয়ার প্রায় ৪৬ মিলিয়ন রিঙ্গিত ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ৩৫০ কিলোমিটার এইচএসআর প্রকল্পের সমাপ্তি ঘোষণা করেছিল। কারণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মালয়েশিয়া চুক্তি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছিল। মালয়েশিয়া এইচএসআর প্রকল্পের উন্নয়নের জন্য সিঙ্গাপুরকে ১০২.৮ মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার যা মালয়েশিয়ান রিঙ্গিতে প্রায় ৩২০.২৭ মিলিয়ন প্রদান করেছে।