Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মাগুরায় ব্রিজ ধ্বসে পড়ায় জন ভোগান্তি

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা সদর উপজেলার কছুন্দি বাজার সংলগ্ন একটি ব্রিজ ও সড়কের কিছু অংশ  ধ্বসে পড়ায় জন ভেগান্তি চরম আকার ধারণ করেছে। শুধু ব্রিজই নয়,  ফাটল দেখা দিয়েছে সড়কের আরো কয়েকটি স্থানে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারী কয়েকটি গ্রামের মানুষ।

মাটি ধ্বসে গিয়ে বর্তমানে বেহাল দশা মাগুরার কছুন্দি বাজার এলাকার সড়কটির। গত শুক্রবার ১৮ আগোষ্ট  রাতে বৃষ্টির পানির চাপে সুইচ গেট ব্রিজ সংলগ্ন সড়কের কিছু অংশ ধ্বসে পড়ে চলাচলের অনুপযোগি হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে হুলিনগর, খর্দ্দ কছুন্দিসহ আশপাশের ৫ গ্রামের মানুষ। স্থানীয়দের সহায়তায় গাছের গুড়ি ফেলে ঝুকি নিয়ে মানুষ পারাপার হলেও, সমস্যায় পড়েছে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন। এ এলাকায় স্কুল, মাদ্রাসা ও বাজার থাকায় একদিকে যেমন পন্য পরিবহনে সমস্য হচ্ছে, অন্যদিকে ছেলে-মেয়েদের স্কুল মাদ্রাসায় যেতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত কতৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায়নি।


আরও খবর



মাটিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন,নগদ টাকার চেক,শীতবস্ত্র বিতরন

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া ৬নং ওয়ার্ড এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ জরিনা বেগমকে নগদ টাকার চেক ও ডেউটিন, শীত বস্ত্র বিতরন করেছেন উপজেলা প্রশাসন  

রবিবার(৩ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে গত রাত সাড়ে ৯টার দিকে বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  নগদ টাকার চেক ও ডেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 

এসময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন,  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিন উপস্থিত ছিলেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জরিনা বেগম জানান কিভাবে আগুন লেগেছে আমি বলতে পারিনা আমার সব শেষ হয়েছে গেছে। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,বেলছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে  উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের এান তহবিল থেকে  ক্ষতিগ্রস্ত  পরিবারকে নগদ ৬হাজার টাকা, ২বান ডেউটিন,ও শীত বস্ত্র প্রদান করা হয়েছে।

আরও খবর



নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে ভারত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। ৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩২৭ রানে থামে কিউইদের ইনিংস। ফলে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত।

৩৯৮ রান তাড়ায় ৩৯ রানে ২ উইকেট হারিয় বসেছিল কিউইরা। সেখান থেকে হাল ধরেছেন কেন উইলিয়ামসন আর ড্যারেল মিচেল। এরপর ১৮১ রানের জুটি গড়ে জয়ের আশা বাঁচিয়ে রাখে তারা। কিন্তু মিচেলের সেঞ্চুরির পর দলীয় ২২০ রানে ৩৩ তম ওভারে উইলিয়ামসনকে ব্যক্তিগত ৬৯ রানের আউট করেন মোহাম্মদ শামি। এপরর ব্যাটিংয়ে এসে ওই ওভারেই ফিরে যান টম ল্যাথাম। এরপর ৭৫ মিচেলের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪১ রানে ফিরে যান গ্লেন ফিলিপস। মার্ক চ্যাপম্যান ২ রানে ফিরে যাওয়ার পর ব্যক্তিগত ১৩৪ রানে ফিরে যান প্রতিবন্ধক তৈরি করা মিচেল। তখন ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। মোহাম্মদ শামির ৭ উইকেটে ৩২৭ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

এর আগে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পিচ বিতর্ক ছাপিয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমেই কিউই বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। 

২৯ বলে ৪৭ রান করে টিম সাউদির বলে ক্যাচ দেওয়ার আগে চারটি ছক্কায় রোহিত শর্মা ভাঙেন ক্রিস গেইলের দুটি রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপে গেইলের করা সর্বোচ্চ ৪৯ ছক্কা এবং বিশ্বকাপের এক আসরে গেইলের ২৬টি ছক্কার রেকর্ড নিজের করে নেন রোহিত।

আরেক ওপেনার শুভমান গিল ফিফটি পূর্ণ করে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে বিরাট কোহলি ভেঙেছেন একগাদা রেকর্ড। বিরাট পেছনে ফেলেছেন ওয়ানডেতে এতদিন তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭০৪ রানের মালিক রিকি পন্টিংকে।

পঞ্চাশ ছোঁয়া ৮টি ইনিংস খেলে পেছনে ফেলেছেন ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকার ও ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের ৭টি অর্ধশতক ছোঁয়া ইনিংসের রেকর্ডকে। এছাড়া এক বিশ্বকাপে শচীনের করা (২০০৩ সাল) সর্বোচ্চ ৬৭৩ রানকে টপকে গেছেন সাতশ'র বেশি রান করে।

১০৬ বলে ১০০ রান পূর্ণ করে ছাড়িয়ে গেছেন শচীনের করা ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। বিরাট শেষ পর্যন্ত ১১৩ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে।

বিরাট ফিরলেও ৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা শ্রেয়াশ আইয়ার। আজ খেলেন ৭০ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১০৫ রানের ইনিংস। লোকেশ রাহুলের ব্যাটে আসে অপরাজিত ৩৯ রান। সুরিয়াকুমার যাদব ১ রান ফিরলে আবারও ব্যাট করতে নামেন শুভমান গিল। তিনি ৬৬ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন।


আরও খবর



মাগুরা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাকিব

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান,মাগুরা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসনে সাকিব আল হাসানের পক্ষে ফরমগুলো সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।


আরও খবর



ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর যা বললেন পিটার হাস

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি অবস্থান না নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে।

বুধবার (১৫ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, এ রাষ্ট্রদূত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন। আজ (বুধবার) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠক শুরু হয়।


আরও খবর



মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার (৪ ডিসেম্বর)। যাচাই-বাছাই শেষে আজই আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গত তিনদিনে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অনেকেই। তাদের মধ্যে বেশ কয়েকজন আলোচিত প্রার্থীও রয়েছেন। বাদ পড়েছেন বর্তমান এবং সাবেক এমপিসহ প্রায় দুই শতাধিক প্রার্থী। তৃতীয় দিনের বাছাইয়ে আওয়ামী লীগের চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর মানিকগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টির (জাপা) তিন প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণ খেলাপ, মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রধান স্বাক্ষরিত কাগজপত্র জমা দিতে না পারা, হলফনামায় সম্পদের হিসেব ও আয়কর রিটার্ন জমা না দেওয়া, স্বতন্ত্রদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ বিভিন্ন কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা।

১ ডিসেম্বর থেকে শুরু হয় মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ। যা শেষ হচ্ছে আজ (৪ ডিসেম্বর)। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাতিল ও বৈধ ঘোষিত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামীকাল ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপিলের শুনানি ও নিষ্পত্তি করে ইসির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।


আরও খবর