

সোমবার ০৫ জুন ২০২৩
সোমবার ০৫ জুন ২০২৩
অনলাইন ডেস্ক:রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর থেকে কোভিড-১৯ সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটির ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওছার আহমেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক সার্কুলারে এ কথা জানানো হয়।
গত বৃহস্পতিবার সার্কুলারটি জারি করা হয়। আজ শনিবার এটি সংবাদমাধ্যমে আসে।
বেবিচকের সার্কুলারে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না। প্রত্যেকের জন্য মাস্ক পড়ার বিধিনিষেধও শিথিল করা হলো।
এতে বলা হয়, সর্বসাধারণের জন্য মাস্কের বিধিনিষেধ তুলে ফেলা হলেও যারা হাসপাতাল বা ক্লিনিকের মতো সংবেদনশীল জায়গায় কাজ করেন, তাদের মাস্ক পড়তে হবে। যাত্রী পরিবহনে বড় বা ছোট এয়ারলাইন্সের ক্ষেত্রে যাত্রী আনা-নেওয়ার সংখ্যায়ও কোনো বিধিনিষেধ থাকছে না। তবে যাত্রীরা যেসব দেশের উদ্দেশে যাবেন তাদের সেসব দেশের স্বাস্থ্যবিষয়ক বিধিনিষেধ মানতে হবে।
সার্কুলারে হজযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, হজযাত্রীদের সৌদি আরবের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে। মার্স ভাইরাসে আক্রান্তের আশংকা থাকায় সবাইকে উট থেকে দূরে থাকতে হবে।
সোমবার ০৫ জুন ২০২৩
সোমবার ০৫ জুন ২০২৩
খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে মারুফ হত্যার আসামীরা পুকুরে মিস্টি দিয়ে উল্লাস করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৫ তারিখ রাতে মারুফের বন্ধু আলামিন ও রুবেল বাড়ি থেকে মারুফকে ডেকে নিয়ে যায়। পরে রাত আনুমানিক দশটার দিকে মারুফের ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানা একটি অপহরণ মামলা করেন। পরে বৈরাগীর চর এলাকাবাসীর তথ্য অনুযায়ী মারুফের বালু চাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।এঘটনায় এজাহার নামীয় তিন জন আসামীকে আটক করেছে পুলিশ। এ দিকে হঠাৎ ৯ মে মঙ্গলবার সকালে চক কৃষ্ণপুর গ্রামের মারুফের শ্বশুর একই এলাকার মৃত চায়েন উদ্দিনের ছেলে সোমির উদ্দিন মালিথা চক কৃষ্ণপুর পশ্চিম পাড়ার ডিপের মাঠে পুকুরে মিস্টি দিয়ে কে বা কারা উল্লাস করেছে বলে অভিযোগ করেছে।
তার ধারণা জামাই কে যারা হত্যা করেছে, তারা ৩ জন নয় আরো আসামী আছে, তারা আসামী না হওয়ায় উল্লাস করেছে এবং পুকুরের মাছ মরে গেছে। এ বিষয়ে সোমির উদ্দিন বলেন, আমার জামায় অপহরণের পরে তার লাশ পাওয়া যায় বালুর চরে। আমার ধারনা আমার জামায়কে যারা হত্যা করেছে বা হত্যার পরিকল্পনায় ছিল তারা আসামী না হওয়ায় আমার পুকুরে মিস্টি দিয়ে আনন্দ উল্লাস করেছে। এত দামী মিষ্টি আমার পুকুরে কেন ফেলা হলো। তার পরেও আশেপাশে কোন মিষ্টির দোকান নাই, কেন দূর থেকে কষ্ট করে মিস্টি নিয়ে পুকুরে ফেলা হলো। এই দুইটি ঘটনা আমার জামায় হত্যা ও পুকুরে মিস্টি দিয়ে মাছ মেরে দেওয়ার সঠিক তদন্ত চাই। এ বিষয়ে এলাকাবাসী বলেন, মারুফ কে যারা হত্যা করেছে তাদের তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই। আমাদের মনে হয় মারুফ হত্যা ও পুকুরে মিস্টি দিয়ে উল্লাস, মাছ মেরে দেওয়া একই সূত্রে গাথা। তাই বিষয়টি অধিক তদন্ত করা হউক। এ বিষয়ে মারুফ হত্যা মামলার তদন্ত করী অফিসার ও বিট অফিসার এস আই মেহেদি হাসান বলেন, বিষয়টি অধিক তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার ০৫ জুন ২০২৩
সোমবার ০৫ জুন ২০২৩
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১২ ও ১৪ মে চেমসফোর্ডেই অনুষ্ঠিত হবে।
বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও।
গতকাল এসেক্সের আকাশ মেঘলা থাকলেও অনুশীলন করার পরিবেশ ছিল। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এদিন ম্যাচ ভেন্যু এসেক্সের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে গিয়েছিলেন ক্রিকেটাররা। অনুশীলনও করেছেন সেখানে। পিচ দেখে একাদশ সমন্বয় ইস্যুতে আলাপ-আলোচনা শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীতও হতে পেরেছেন সবাই।
পাঁচজন নিয়মিত ব্যাটারের সঙ্গে দু’জন অলরাউন্ডার আর চারজন বোলার নিয়ে একাদশ সাজানোর চিন্তা-ভাবনা। এর কারণও রয়েছে, ছয়জন বোলার থাকলে অধিনায়কের জন্য সুবিধা হয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী।
শনিবার ০৩ জুন ২০২৩
বৃহস্পতিবার ০১ জুন ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন চীনেরই সাবেক এক শীর্ষ সরকারি বিজ্ঞানী। চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে অধ্যাপক জর্জ গাও মহামারী মোকাবিলা এবং এর উৎপত্তি খুঁজে বের করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খবর বিবিসির।
উহানের একটি গবেষণাগারে এই রোগের উদ্ভব হতে পারে- চীনের সরকার এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে। অধ্যাপক গাও স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন, ‘আপনি সব সময় যে কোনো বিষয়ে সন্দেহ করতে পারেন। এটিই বিজ্ঞান। কিছুই উড়িয়ে দেওয়া যায় না।
বিশ্বের একজন নেতৃস্থানীয় ভাইরোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট অধ্যাপক গাও গত বছর সিডিসি থেকে অবসর নেওয়ার পর এখন চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
চীনা সরকার যে গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ানোর তত্ত্বটিকে তাদের সরকারি বিবৃতিগুলোর চেয়ে বেশি গুরুত্বসহকারে নিয়েছে, সে লক্ষণ পাওয়া গেছে। অধ্যাপক গাও বিবিসিকে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (ডব্লিউআইভি) এ বিষয়ে এক ধরনের আনুষ্ঠানিক তদন্ত করা হয়েছে বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকার কিছু ব্যবস্থা নিয়েছে।’ তবে এতে তার নিজস্ব বিভাগ সিডিসি জড়িত ছিল না বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে অধ্যাপক গাওকে স্পষ্ট করে জিজ্ঞেস করা হয়, এর অর্থ কি সরকারের অন্য শাখা ডব্লিউআইভিতে একটি আনুষ্ঠানিক অনুসন্ধান চালিয়েছে? তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, সেই ল্যাবটিতে এ-সংক্রান্ত বিশেষজ্ঞরা দুবার অনুসন্ধান করেছিলেন।
ডব্লিউআইভি চীনের শীর্ষ জাতীয় গবেষণাগারগুলোর একটি, যেটি করোনা ভাইরাস নিয়ে গবেষণা করতে কয়েক বছর অতিবাহিত করেছে বলে পরিচিত। এটি এ ধরনের প্রথম স্বীকৃতি যে চীনে এ বিষয়ে কোনো ধরনের সরকারি তদন্ত হয়েছিল।
রবিবার ০৪ জুন ২০২৩
রবিবার ০৪ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী তীব্র গরমের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামীকাল থেকে ৮ জুন বন্ধ প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ছয় বিভাগ ও তিন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার ০৫ জুন ২০২৩
সোমবার ০৫ জুন ২০২৩