

রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জেলায় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধ বাংলা ভাষার চর্চা, ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন ও গুনগত শিক্ষা নিশ্চিত করণের বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহন করায় ২০২৩ সালের যাচাই- বাছাইয়ে ৯টি উপজেলার মধ্যে তিনি জেলায় শ্রেষ্ঠ হন। তারেক সুলতান চলতি বছরের ১ জানুয়ারি নির্বাহী কর্মকর্তা হিসেবে মোরেলগঞ্জে যোগদান করেন। সে থেকেই তিনি উপজেলার ৩০৯টি প্রাথমিক বিদ্যালয়সহ ৪৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি শুরু করেন। শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষায় দক্ষাতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লানিং সেন্টারের কার্যক্রম শুরু করেছেন। যার অংশ হিসেবে এ উপজেলায় প্রায় ৩০ লাখ টাকা ব্যায়ে ২টি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লানিং সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহন করেছেন।
নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের সিমানায় থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার ও রেকর্ডভুক্ত করণ, অভিভাবক সমাবেশ, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও স্কাউটিং সম্প্রসারণ তদারকি করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুনাগত পরিবর্তন হয়েছে। তিনি এ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ও প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের কাজে দক্ষ একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেলোশিপ নিয়ে অস্ট্রেলিয়ার মোনাশ উনিভাার্সিটি হতে মাস্টার অব ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট প্যাকটিস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার এ উচ্চ শিক্ষা চলাকালিন জাতীসংঘের সদর দপ্তরে যক্ষা নিরোধ বিষয়ে জাতীসংঘের হাই লেভেল পলিটিক্যাল ফোরামে অংশ গ্রহন, নিউয়ার্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ডস লিড়ার ফোরাম ২০১৯ রকফেলার ফাউন্ডেশনে কর্মশালা, সোশ্যাল গুড, সামিট সহ পরিবেশ বিপর্যয় প্রতিরোধে একাধিক একাডেমিক কাজে অংশ গ্রহন করেছেন এ কর্মকর্তা।
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
ভোলা প্রতিনিধি:ভোলায় দুই বন্ধুর মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক বন্ধুকে আটক করেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। দুই বন্ধু হলেন-সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো. তোফাজ্জল ভান্ডারির ছেলে মো. রাসেল (১৮) ও একই গ্রামের মো. শাহে আলমের ছেলে মো. রিয়াজ হোসেন (২৪)। এদের মধ্যে রিয়াজ তার বন্ধু রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তারা দু’জন পেশায় জেলে। প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, রিয়াজ ও রাসেল তারা দু’জন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। তারা দু’জন পেশায় জেলে। স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু’জন ভাগী হিসেবে থাকত। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চডার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে রাসেল মারা যায়। খবর পেয়ে রাসেলের বাবা-মা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বন্ধু রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
রবিবার ০১ অক্টোবর ২০২৩
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা প্রস্তুত রয়েছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাজমুল হাসান বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দেশগঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
বিজিবি মহাপরিচালক বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠার পর থেকে বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পালন করে আসছে।
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।
এর আগে বিজিবি মহাপরিচালক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফোর্স সাপোর্ট উইংয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও সৈনিক উপস্থিত ছিলেন।
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩
রবিবার ০১ অক্টোবর ২০২৩