বিনোদন ডেস্ক ;বয়স ৭৪, তবে এখনও যেকোনও কম বয়সী তারকা তার সামনে কিছুই না। তাইতো নামের সঙ্গে জুড়ে থাকা ‘ড্রিম গার্ল’ তকমাটা এখনও ভীষণভাবেই প্রাসঙ্গিক হেমা মালিনীর ক্ষেত্রে। নতুন করে তিনি আবারও সেই প্রমাণ দিলেন।
সম্প্রতি মুম্বাইতে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘গঙ্গা’র বেশে আবির্ভূত হন হেমা। ব্যালে ডান্সে মুগ্ধ করেন সবাইকে।
হেমা মালিনীর ব্যালে ডান্সের সেই ভিডিও শেয়ার করেছেন বড় মেয়ে এশা দেওল। যে ভিডিওটি দেখে সত্যিই মুগ্ধ হতে হয়।
এশা দেওল লিখেছেন, ‘আমার মা ড্রিম গার্ল হেমা মঞ্চে গঙ্গার ভূমিকায় অভিনয় করেছেন। একেবারে অসাধারণ পারফরম্যান্স, আমাদের পরিবেশ এবং নদী পুনরুদ্ধার নিয়ে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে এই নাচের মধ্যে দিয়ে। তার পরবর্তী শোয়ের দিকে নজর রাখুন। তোমাকে ভালোবাসি মা...।’ এশার শেয়ার করা ছবিতে সাদা পোশাকে ভাসমান অবস্থায় দেখা গিয়েছে হেমা মালিনীকে।
রোববার মুম্বাইতে ছিল এই অনুষ্ঠান। হেমা মালিনী নিজেও অনুষ্ঠানের এক টুকরো ঝলক টুইটারে পোস্ট করেছিলেন। যেখানে পরিবেশ সচেতনতা মূলক অনুষ্ঠানের থিম সম্পর্কে বেশ আভাস পাওয়া যায়। এই ভাবনাটা মূলত প্রয়াত রাজনীতিবিদ সুষমা স্বরাজের ছিল বলে জানিয়েছেন হেমা।
‘মূলত, এটি গঙ্গা নদীকে পরিচ্ছন্ন রাখতে এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য গঙ্গাকে নিয়ে একটি নৃত্যনাট্য। এটি সুষমা স্বরাজের উদ্যোগে প্রথমবার আয়োজিত হয়েছিল, তিনি চেয়েছিলেন এটি বেনারসে হোক।’
মুম্বাইয়ের আগে পুনে ও নাগপুরেও ব্যালে নৃত্য পরিবেশন করেছেন। নাচ ও অভিনয় সম্পর্কে কথা বলতে গিয়ে, হেমা মালিনী এর আগে বলেন, ‘আমি বিশ্বজুড়ে বিভিন্ন ধরণের ব্যালে নৃত্য পরিবেশন করেছি এবং সেগুলি দর্শকরা পছন্দ করেছেন। আমরা আমাদের পৌরাণিক কাহিনী ও চরিত্রগুলো যেমন দুর্গা এবং রাধা-কৃষ্ণকে নাচের মধ্যে দিয়ে তুলে ধরি। খাঁটি শাস্ত্রীয়নৃত্যের মাধ্যমে সংস্কৃতির প্রতিনিধিত্ব করি। কিন্তু গঙ্গাকে নিয়ে এই ব্যালেতে আমরা বিশেষ শাস্ত্রীয়নৃত্য রাখতে পারি নি। এখানে নাচের অন্যধারার একটি শৈলী দেখতে পাবেন।’
হেমা মালিনীর কথায়, ‘গঙ্গা হল দেব নদী। তিনি (গঙ্গা দেবী) মানবতার কল্যাণে স্বর্গ থেকে নেমে এসেছেন বলে মনে করা হয়। যেখানেই নদী বয়ে যায়, সেখানেই সেটি সুন্দর। এমন নদীকে পরিষ্কার রাখা খুবই জরুরি। শুধু গঙ্গা নয়, আমি বলব, দেশের প্রতিটি নদীকে পরিষ্কার রাখতে হবে। এই ব্যালেটি করার উদ্দেশ্য সেটাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস