Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

মাদক মামলাই মেম্বার শহিদুল গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধি: তানোরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত  আসামী  কলমা ইউপি সদস্য শহীদুল ইসলামকে (৩৯)কে গ্রেফতার করেছে ত থানা পুলিশ। সে  উপজেলার মালবান্ধা গ্রামের মৃত কাদের আলীর পুত্র এবং কলমা ইউপি’র ৬নং ওয়ার্ড  সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা।বুধবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই জাহাঙ্গীর  আলম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মালবান্ধা বাজার থেকে  তাকে গ্রেফতার করেন।

 থানার অফিসার ইনচার্জ (ওসি)কামরুজ্জামান মিঞা বলেন, তানোর থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত  আসামী শহিদুল ইসলামকে গ্রেফতারের পর   বৃহঃস্প্রতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

আরও খবর



রাশিয়া আরও ভয়ঙ্কর অভিযানের ছক কষছে

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৩২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; ইউক্রেনে আরও ভয়ঙ্কর অভিযানের ছক কষছে রাশিয়া। সে লক্ষ্যে ইউক্রেনে আরও ৪ লাখ সেনা মোতায়েন করবে দেশটি। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে একটি সূত্র জানায়, ইউক্রেনে রুশ সেনাদের ক্ষতি কাটিয়ে উঠতে এই নিয়োগ অনিবার্য হয়ে উঠছে। সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা টিকিয়ে রাখতেও ইউক্রেনে আগ্রাসন দেখানো ছাড়া উপায় নেই।

এদিকে চলতি বছর নতুন করে চার লাখ সেনা নিয়োগ দেওয়ার সামর্থ্য নিয়েও সংশয় প্রকাশ করছেন অনেকে। কারণ, এই সংখ্যা গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর আগে রাশিয়ার মোট পেশাদার সৈন্যসংখ্যার প্রায় সমান।

গত বছরের ডিসেম্বরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছিলেন, ‘২০২৩ সালের শেষ নাগাদ তারা সেনাসংখ্যা পাঁচ লাখ ২১ হাজারে উন্নীত করতে চায়। যে কারণে সেনা নিয়োগ প্রক্রিয়াতেও আনা হয়েছে পরিবর্তন।

এদিকে ইউক্রেনের দনবাস প্রদেশের বাখমুত শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে রুশ বাহিনী-এমনটাই দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বর্তমানে সেখানকার পরিস্থিতি ‘স্বাভাবিক হচ্ছে’ বলেও দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভেলারি ঝালুঝনি।

এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছিলেন, বাখমুত দখলে এসে কমপক্ষে ২০-৩০ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছেন। তাদের তীব্র হামলা সত্ত্বেও ‘অসাধারণ প্রচেষ্টার’ মাধ্যমে বাখমুতে নিজেদের অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছেন ইউক্রেনের সেনারা।

বাখমুতের সর্বশেষ অবস্থা সম্পর্কে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন, ‘সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কোনো সাফল্য না পাওয়ায় একটি জয় পেতে মুখিয়ে আছে রাশিয়া। এ কারণে বাখুমত দখল করতে চেয়েছিল তারা। যুদ্ধের সম্মুখভাগে ইউক্রেনের জন্য বাখমুতের দিকটি সবচেয়ে কঠিন। আমাদের সেনাদের অসাধারণ প্রচেষ্টার কারণে, আমরা সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারছি।


আরও খবর



এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ইউনিট যোগ দেয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন বলেন, ‘আমরা পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাই। মার্কেটে আগুন লাগার সময় ক্রেতা-বিক্রেতা অনেকেই ছিলেন। তবে আমার জানামতে ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা এসি থেকে, নয়তো কোনো দোকানের শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। মার্কেটটিতে মূলত কম্পিউটারের দোকান রয়েছে।’


আরও খবর



গুলিস্তানের বিস্ফোরণে: লাশের সংখ্যা বাড়ছে

প্রকাশিত:মঙ্গলবার ০৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে একটি ভবনে বিস্ফোরণের পর বেড়েই চলেছে লাশের সংখ্যা। এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মোট পাঁচটি অ্যাম্বুলেন্সে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।


আরও খবর



বিএনপি গণহত্যা দিবস নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ কালরাতে গণহত্যা দিবস নিয়ে বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‌‘পাকিস্তান যা বলে তারাও (বিএনপি) তাই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটা বলবে এটাই সমীচীন।

সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরেও দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি। এই অপশক্তিকে পরাস্ত করতে হবে।

স্মার্ট বাংলাদেশ গড়াই এখন সরকারের অন্যতম অঙ্গীকার বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে।

এর আগে ভোর ৫টা ৫৭ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর



‘গঙ্গা’র বেশে মুগ্ধতা ছড়ালেন হেমা মালিনী

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক ;বয়স ৭৪, তবে এখনও যেকোনও কম বয়সী তারকা তার সামনে কিছুই না। তাইতো নামের সঙ্গে জুড়ে থাকা ‘ড্রিম গার্ল’ তকমাটা এখনও ভীষণভাবেই প্রাসঙ্গিক হেমা মালিনীর ক্ষেত্রে। নতুন করে তিনি আবারও সেই প্রমাণ দিলেন।

সম্প্রতি মুম্বাইতে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘গঙ্গা’র বেশে আবির্ভূত হন হেমা। ব্যালে ডান্সে মুগ্ধ করেন সবাইকে।

হেমা মালিনীর ব্যালে ডান্সের সেই ভিডিও শেয়ার করেছেন বড় মেয়ে এশা দেওল। যে ভিডিওটি দেখে সত্যিই মুগ্ধ হতে হয়।

এশা দেওল লিখেছেন, ‘আমার মা ড্রিম গার্ল হেমা মঞ্চে গঙ্গার ভূমিকায় অভিনয় করেছেন। একেবারে অসাধারণ পারফরম্যান্স, আমাদের পরিবেশ এবং নদী পুনরুদ্ধার নিয়ে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে এই নাচের মধ্যে দিয়ে। তার পরবর্তী শোয়ের দিকে নজর রাখুন। তোমাকে ভালোবাসি মা...।’ এশার শেয়ার করা ছবিতে সাদা পোশাকে ভাসমান অবস্থায় দেখা গিয়েছে হেমা মালিনীকে।

রোববার মুম্বাইতে ছিল এই অনুষ্ঠান। হেমা মালিনী নিজেও অনুষ্ঠানের এক টুকরো ঝলক টুইটারে পোস্ট করেছিলেন। যেখানে পরিবেশ সচেতনতা মূলক অনুষ্ঠানের থিম সম্পর্কে বেশ আভাস পাওয়া যায়। এই ভাবনাটা মূলত প্রয়াত রাজনীতিবিদ সুষমা স্বরাজের ছিল বলে জানিয়েছেন হেমা।

‘মূলত, এটি গঙ্গা নদীকে পরিচ্ছন্ন রাখতে এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য গঙ্গাকে নিয়ে একটি নৃত্যনাট্য। এটি সুষমা স্বরাজের উদ্যোগে প্রথমবার আয়োজিত হয়েছিল, তিনি চেয়েছিলেন এটি বেনারসে হোক।’

মুম্বাইয়ের আগে পুনে ও নাগপুরেও ব্যালে নৃত্য পরিবেশন করেছেন। নাচ ও অভিনয় সম্পর্কে কথা বলতে গিয়ে, হেমা মালিনী এর আগে বলেন, ‘আমি বিশ্বজুড়ে বিভিন্ন ধরণের ব্যালে নৃত্য পরিবেশন করেছি এবং সেগুলি দর্শকরা পছন্দ করেছেন। আমরা আমাদের পৌরাণিক কাহিনী ও চরিত্রগুলো যেমন দুর্গা এবং রাধা-কৃষ্ণকে নাচের মধ্যে দিয়ে তুলে ধরি। খাঁটি শাস্ত্রীয়নৃত্যের মাধ্যমে সংস্কৃতির প্রতিনিধিত্ব করি। কিন্তু গঙ্গাকে নিয়ে এই ব্যালেতে আমরা বিশেষ শাস্ত্রীয়নৃত্য রাখতে পারি নি। এখানে নাচের অন্যধারার একটি শৈলী দেখতে পাবেন।’

হেমা মালিনীর কথায়, ‘গঙ্গা হল দেব নদী। তিনি (গঙ্গা দেবী) মানবতার কল্যাণে স্বর্গ থেকে নেমে এসেছেন বলে মনে করা হয়। যেখানেই নদী বয়ে যায়, সেখানেই সেটি সুন্দর। এমন নদীকে পরিষ্কার রাখা খুবই জরুরি। শুধু গঙ্গা নয়, আমি বলব, দেশের প্রতিটি নদীকে পরিষ্কার রাখতে হবে। এই ব্যালেটি করার উদ্দেশ্য সেটাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস


আরও খবর