Logo
আজঃ Tuesday ০৭ February ২০২৩
শিরোনাম

কুয়েতে ফের চালু হচ্ছে ফ্যামিলি ভিসা

প্রকাশিত:Tuesday ১৫ November ২০২২ | হালনাগাদ:Tuesday ০৭ February ২০২৩ | ৬৪জন দেখেছেন
Image

প্রবাস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ফের চালু হচ্ছে ফ্যামিলি ভিসা। তবে কুয়েতের ফ্যামিলি ভিসায় নতুন নিয়ম যুক্ত হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। 

পূর্বে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৫০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেতো, তবে সেটা আর থাকছে না। ফ্যামিলি ভিসা পেতে হলে অবশ্যই ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনার হতে হবে।

ফ্যামিলি ভিসা পাওয়ার জন্য যারা ৮০০ কুয়েতি দিনার বেতন পান তারা একটি আসল ওয়ার্ক পারমিট বা কোনো প্রমাণ জমা দিতে হবে। অতিরিক্ত আয়ের অর্জিত নথি বা প্রমাণ গ্রহণ করা হবে না।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য নতুন এ আইন চালু করা হচ্ছে। শুধু সেই পরিবারের সদস্যদের অনুমতি দেওয়া হবে যাদের বেশি আয় আছে এবং তারা তাদের পরিবারকে উন্নত জীবনযাপন দিতে পারবে।


আরও খবর