Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস, বার্লিন ২০২৩ এর সংবাদ সম্মেলন ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার

করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শুক্রবার নিজের ফেসবুকে আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

ফেসবুকে তিনি জানান, করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে ভালো আছেন। এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

সবার কাছে দোয়া চেয়ে ডিএমপি কমিশনার আরও জানান, কেউ যেন ফোন দিয়ে তার শারীরিক অবস্থা জানতে না চান, সে জন্য সবার কাছে অনুরোধ জানান।


আরও খবর



শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ থাকে

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন মার্কেটে যাবেন আজ। কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। তাই আগে জেনে নিন ঢাকার কোন মার্কেট আজ বন্ধ এবং খোলা রয়েছে। না হলে কষ্ট করে গিয়ে ফিরে আসতে হতে পারে।

মনে রাখাতে হবে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে।

আসুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট বন্ধ থাকে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে:

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।


আরও খবর



তানোরে পন্য বিপনন মনিটরিং কমিটির সভা! ক্ষোভ যুগ্ন সচিবের

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে প্রথমবারের মত উপজেলা পর্যায়ে পন্য বিপনন মনিটরিং  কমিটির সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ ট্রেড এন্ড টারিফ কমিশন, বানিজ্য মন্ত্রনালয়ের, সদস্য  ও  যুগ্ন সচিব  ওয়াদুদ হোসেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি আদিবা সিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য   রাখেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু তিনি বলেন, বাজার মনিটরিংয়ের সদস্য কারা এবং  তাদের কাজ কি, তারা কেন বাজার মনিটরিং করেন না । মনিটরিং না করার জন্যই ব্যবসায়ীরা ইচ্ছেমত সিন্ডিকেট করে ভোক্তার পকেট কাটছে। রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পদক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, এখানে বাজার মনিটরিং  বলতে কিছুই নেই। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য  দাম পায়না। প্রতিটি পন্য ইচ্ছেমত দাম বাড়ায় ও কমায়। নিয়োমিত বাজার মনিটরিং  থাকলে এসব দুর হবে। মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর তার বক্তব্যে বলেন, গত বুধবার তালন্দ হাটে ঘন্টায় ঘন্টায় ৫০-৭০ টাকা করে ধানের দাম কমছে। আবার গুদামে কৃষকরা ধান দিতে এলে হয়রানির শেষ থাকেনা। প্রতি মনে ৭ টাকা করে খাজনা দিতে হয়। আমি বিষয়গুলো বিভাগীয় বিপনন কর্মকর্তা ও জেলা কর্মকর্তা কে অবহিত করা হলে তারা সাব জানিয়ে দেন জনবল সংকট এজন্য তারা অভিযান পরিচালনা করতে পারেন না। হাট ইজারাদাররা ইচ্ছেমত খাজনার নামে চাঁদা আদায় করেন, ভোক্তা অধিকার বা বিপনন বিভাগ কিংবা বাজার মনিটরিং কাউকে দেখা যায় না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি পণ্যের দাম বেশি নেয় ব্যবসায়ীরা এবং খাদ্য গুদামে বাহিরের মোটা ধান ও টিআর কাবিখা এবং  ওএমএসের চাল সংগ্রহ করা হয় সিন্ডিকেটের মাধ্যমে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ তার বক্তব্যে বলেন আমরা তো দাম নির্ধারন করতে পারিনা, উৎপাদন বৃদ্ধি বিভিন্ন ফসল উৎপাদনে ট্রেনিং মাঠ দিবস করে থাকি। বাজার মনিটরিংয়ের সদস্য সেটা অজানা ছিল।থানার ওসি কামরুজ্জমান মিয়া বলেন, বাজার মনিটরিং কমিটির সদস্য এটা আমার অজানা ছিল। মনিটরিংয়ের জন্য পুলিশ প্রশাসন সর্বাত্মক  ভূমিকা পালন করবে ।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না  বলেন, খাদ্য গুদামে ভয়াবহ সিন্ডিকেট চলছে, বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই, ইচ্ছেমত সিন্ডিকেট করে ভোক্তাকে ঠকানো হচ্ছে। যার ফলে সরকারের বদনাম হচ্ছে। প্রতিনিয়ত সাধারন মানুষের এমন অভিযোগে নাজেহাল হতে হয়। আমি অনুরোধ করব মাসিক সভার পর বাজার মনিটরিং নিয়ে প্রতি মাসে পর্যালোচনা করলে ভোক্তারা রক্ষা পাবেন।প্রধান অতিথি যুগ্ন সচিব তার বক্তব্যে বলেন, নিয়োমিত বাজার মনিটর করতে হবে। বিশ্বব্যাপী খাদ্য সংকট হলেও সরকারের একান্ত প্রচেষ্টা ও কৃষকদের উৎপাদনের কারনে বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশের চেয়ে ভালো আছে। পন্য আমদানি করতে হলে এলসি খুলতে হয়, আগে টাকা কিংবা বাকিতেও এলসি খুলে আমদানি হয়েছে। কিন্তু এখন টাকা দিয়ে এলসি খুলতে পারছেন না, সরাসরি ডলার দিতে হচ্ছে। এজন্যই সিন্ডিকেট ভয়াবহ আকার ধারন করেছে। যারা এলসি খুলে তেল গম সহ বিভিন্ন পন্য আমদানি করেন তারা বেপরোয়া সিন্ডিকেট শুরু করেছিল। কিন্ত সরকারের প্রচুর চাপে অনেক নিয়ন্ত্রণ আছে। সরকার যদি চাপে না রাখত তাহলে যে দামে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে তার দ্বিগুন দামে কিনতে হত। আপনারা তৃনমূল পর্যায়ে নিয়োমিত বাজার মনিটর করেন এর সুবিধা অবশ্যই ভোক্তারা পাবে। বাজার মনিটরিং আইন ভালো ভাবে জানবেন, সিন্ডিকেট ফড়িয়া, মজুদকারি ও মোনাফালোভী, খাজনার নামে যারাই চাঁদাবাজি করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিবেন দেখবেন অনেক কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। কোন পন্যের কত বাজার মূল্য সেটা নিয়োমিত রিপোর্ট করতে হবে। তাহলে ভোক্তারা অসাধু ব্যবসায়ীদের কালো থাবা থেকে রক্ষা পাবে। এসময় অতিরিক্ত খাদ্য কর্মকর্তা নুর নবী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ওসিএলএসডি ওহেদুজ্জামান, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার,তানোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক টিপু সুলতান, মামুন, মডেল প্রেসক্লাবের সম্পাদক মনিরুজ্জামান মনি, সুজনসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর



সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার দুপুরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

সাক্ষাৎকালে বিজিবিপ্রধান বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদকের অনুপ্রবেশের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


আরও খবর



বাংলাদেশ ব্যাংককে স্বাধীন দেখতে চাই: গভর্নর

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ব্যাংককে পেশাদার, বিচক্ষণ ও সর্বোচ্চ স্বাধীন সংস্থা হিসেবে দেখতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেন, ‘গভর্নর হিসেবে আমার দায়িত্ব চার বছর। মেয়াদ শেষে আমি বাংলাদেশ ব্যাংককে একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। এখানে ইন্টেলেকচুয়াল বা মেধাবী বিচক্ষণ কর্মকর্তাদের মিলনমেলা থাকবে এবং এপেক্স রেগুলেটরি বডি হিসেবে প্রতিষ্ঠা পাবে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল উদ্যোগে রোববার বিদায়ী পিআরএল গমনকারী কর্মকর্তাদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, সাবেক-বর্তমান ডেপুটি গভর্নর এবং সাবেক-বর্তমান নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অফিসার্স ওয়েলফেয়ারের সভাপতি এইচ.এম. দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘অনেক সময় কাজের প্রয়োজনে সাবেক গভর্নরদের পরামর্শ নিতে হয়। সেজন্য ফরাসউদ্দিন স্যারকে সবসময় কাছে পেয়েছি। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সব পরামর্শ বাস্তবায়ন করা যায় না। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পরপরই আমি কিছু কাজ গুরুত্ব সহকারে হাতে নিয়েছি। এগুলোর মধ্যে কর্মকর্তাদের বাসস্থান। অর্থাৎ ব্যাংক কলোনি গুলোর মান উন্নয়ন। পাশাপাশি কর্মের পরিবেশ ভালো করার জন্য বাংলাদেশ ব্যাংকের যতগুলো অফিস রয়েছে সেগুলোর মান উন্নয়নের কাজ শুরু করেছি। আমি বিশ্বাস করি কর্মের পরিবেশ ভালো থাকলে ৪০ শতাংশেরও বেশি প্রোডাক্টিভিটি বেড়ে যায়।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মো. ফরাস উদ্দিন আহমেদ বলেন, ‘আমার অস্তিত্বের সঙ্গে বাংলাদেশ ব্যাংক মিশে আছে। আমি এটা ছাড়া কিছু ভাবতে পারিনা। যারা এখানে কাজ করেন তারা শুধু চাকরিই করেন না, এটা তাদের পরিবার। আমি অবসরে যাওয়ার পর এখন পর্যন্ত অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশ ব্যাংকে। অনেক সময় গভর্নরদের হাত-পা বাঁধা থাকে। তাই চাইলেও সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না। দেশের মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, ৫ থেকে ৮ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি সীমাবদ্ধ থাকলে তাকে মডারেট মূল্যস্ফীতি বলা হয়। ইদানিং আমাদের দেশে যত ধরনের সমস্যা তৈরি হয়েছে তার অন্যতম কারণ বহির্বিশ্বের অস্থিরতা। এই সমস্যা ও খুব ভালোভাবেই মোকাবেলা করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতেও এরকম ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যেখানে ঋণ খেলাপিদের পরিচালক বানানো হয় না। আমি দায়িত্বরত থাকা অবস্থায় সরকার একবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন ঋণ খেলাপি। তাকে নিযুক্ত করতে সরাসরি আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সুতরাং এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সুশাসন ধরে রেখেছে এবং ভবিষ্যতেও এর ধারা যাতে অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন তিনি।


আরও খবর



জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুর্নীতির বিভিন্ন অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন তিনি। এর পরপরই দুদকের উপপরিচালক আলী আকবর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে জানিয়েছে সূত্র।

জানা যায়, প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ মে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে তাকে ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই দুদক কার্যালয়ে হাজির হন তিনি।

এর আগে ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীরকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে তাকে ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। ১৮ মে দুর্নীতির অভিযোগ সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুতে এক মাস সময় চান জাহাঙ্গীর।

তাকে জিজ্ঞাসাবাদে দুদকের উপপরিচালক আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম গঠন করা হয়। টিমের অপর দুই সদস্য দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন ও মো. আশিকুর রহমান।

গত ১৭ মে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের একটি অভিযোগ ও ২০২২ সালের আর একটি অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে অনেকেরই বক্তব্য নেওয়া হয়েছে। অনেক কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানের শেষ পর্যায়ে তার বক্তব্য প্রয়োজন। এ কারণেই তাকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে তার বিতর্কিত মন্তব্য সংবলিত ভিডিও ভাইরাল হয়। এজন্য ২০২১ সালের ৩ অক্টোবর তাকে শোকজ করা হয়।

পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বছর ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগ।


আরও খবর