Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

খুনের ২দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭২৩জন দেখেছেন

Image
মোঃ আব্দুল হান্নান: মাত্র একটি মোবাইলের জন্য সাত বছরের শিশু খুনের ২দিন পর পুকুরে মিলল শিশুর লাশ। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে। ঘটনার বিবরণে জানাগেছে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ রোজ মঙ্গলবার বিকেল প্রায় ৩ ঘটিকার সময় সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের প্রবাসী মোঃ আব্দুল হাই ভূইয়ার ১ম শ্রেণীতে পড়ুয়া ছেলে রনি ওরুফে ছোটনকে তার হাতে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল ফোনে এমবি দেয়ার কথা বলে তার প্রতিবেশি শাহ আলম এর ছেলে রিফাত,ওতার দুই বন্ধু লিটন আর ইয়াছিন মিলে ফুসলিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী দাঁতমন্ডল গ্রামে ওরসে নিয়ে যায়।সন্ধ্যা ৫ ঘটিকার সময় রনির বোন রনির হাতে থাকা মোবাইলে ফোন দিলে রিফাত ফোনটি রিসিভ করে।

ছোটনের বোনের কন্ঠ বুঝতে পেরে ফোনটি বন্ধ করে দেয় রিফাত।ওই ঘটনায় রনির মা সুলেমা বেগম বাদী হয়ে নাসিরনগর থানা একটি সাধারণ ডাইরী নং- ৩৩ দায়ের করে।এ সময় স্থানীয় জনতা  রিফাতকে আটক করে ছোটন কোথায়  জানতে চাইলে রিফাত একেক সময় একেক রকমের কথাবার্তা বলে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রিফাত স্বীকার করে রিফাত তার দুই বন্ধু লিটন ও ইয়াছিন মিলে ছোটনকে মেরে নুরপুর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আহসানুল হকের পুকুরে ডুবিয়ে রেখেছে।

২ মার্চ বেলা ২ ঘটিকার সময় এস আই আরিফুর রহমান সরকার এস আই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নুরপুরের পশ্চিমে ও কুলিকুন্ডার পূর্বপাশে অবস্থিত আহসানুল হক মাষ্টারের পুকুর থেকেপানির নীচে হাতবাধা অবস্থায় ছোটনের অর্ধগলিত লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।এ সময় লাশ থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছিল।

সরেজমিন ঘটনাস্থল পুকুর পাড়ে গিয়ে দেখা গেছে তারা ছোটন ওরুপে রনিকে শ্বাসরোদ্ধ করে মেরে লাশের হাত রশিদিয়ে পুকুরের ভেতরে পানির নীচে বাঁশের সাথে বেধে রাখে।রনির বাড়িতে গিয়ে দেখা গেছে তার মা,বোন, কালাম্মা সহ বাড়ির লোকজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে। স্থানিয় ইউপি সদস্য মোঃ মোখলেছুর রহমান ভূইয়া জানান গত রাত থেকে রিফাত একেক সময় একেক রকমের কথা বলছে।

রিফাতদের বাড়িতে গিয়ে দেখা গেছে তার মা বাবা গতকাল সন্ধার পর থেকেই ঘর তালা দিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। রিফাতের বাড়িতে গিয়ে দেখা গেছে তাদের ঘরে তালা ঝুরছে।রিফাতের মা বাবা কোথায়? জানতে চাইলে রিফাতের চাচী বলেন গতকাল থেকেই তারা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।  ছোটনের মা,ভাই বোন আর আত্মীয়দের কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে আসছে।ছোটনের বাড়িতে চলছে শোকের মাতম।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার জানান রিফাত ও লিটনকে আটক করা হয়েছে।ইয়াছিন পালিয়ে গেছে তাকেও আটকের চেষ্টা চলছে।তিনি আরো বলে ছোটন হত্যার পেছনে আরো কোন রহস্য রয়েছেকি না তা খোঁজে দেখা হচ্ছে।

-খবর প্রতিদিন/ সি.বা

আরও খবর



"২৮ অক্টোবর থেকে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে"

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে আজ (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ভোর ৪টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশে ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর ও নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা ও পটিয়া) ৪টি, রাজশাহী বিভাগে (বগুড়া) ১টি ঘটনা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেট কার, ১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১টি লেগুনা পুড়ে যায়। এই ২১টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট এবং ২৪২ জন জনবল কাজ করেন।

ফায়ার সার্ভিস জানায়, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। গত ২ দিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং বাকি ৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গত ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯, ৩০ অক্টোবর ১, ৩১ অক্টোবর ১১, ১ নভেম্বর ১৪, ২ নভেম্বর ৭, ৪ নভেম্বর ৬, ৫ নভেম্বর ১৩ ও ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




মিরসরাইয়ে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুল ছাত্র নিহত

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়। শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ ইউটার্নে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে আকিব (১৩), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৫), ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। ইমাম হোসেন নিজামপুর মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র, জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও আকিব একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহতের নাম আরাফাত হোসেন (১৪)। সে মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ও আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ইউটার্নের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় আরো একজন আহত হন। নিহতদের উদ্ধার করে টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আহত আরাফাতকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবণতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, নিহত আকিব ও জনি আমার ওয়ার্ডের আহম্মদ ডাক্তার বাড়ির আবুল হাশেম ও আবুল কাশেমের পুত্র। তারা সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা সবসময় একসাথে চলাফেরা করত। শনিবারও সকালে তারা একসাথে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পরে আরো দুই বন্ধুসহ চারজন সীতাকুন্ড যাচ্ছিল। তিনি আরো বলেন, খবর পেয়ে হাইওয়ে থানায় গিয়ে মরদেহগুলো বুঝে নিয়েছি। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। একসাথে তরতাজা তিনটি ছেলে চলে গেল। আমার ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম ও সাহেরখালী ইউনিয়নের দুই জন মারা গেছে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুর ১২ টার দিকে সবাই চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাত কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা গেছে। তাদের সবার মাথায় বেশি আঘাত লেগেছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপর অজ্ঞাত কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



ভারত থেকে ৬১ হাজার ৯ শত ৫০ পিস ডিম আমদানি

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি চালানে ৬১ হাজার ৯ শত ৫০ পিস ভারতীয় ডিম আমদানি করা হয়েছে। ২ হাজার ৯শত ৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার যার আমদানি মূল্য দেখানো হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সন্ধায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ডিমের চালান নিয়ে একটি গাড়ি বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ পথে পর্যায়ক্রমে আরো ডিম আসবে বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা। প্রথম আমদানিকৃত এ ডিমের আমদানিকারক ঢাকার রামপুরার বিডিএস কর্পোরেশন। রপ্তানিকারক হলো ভারতের ত্রিপুরার কানুপ নামের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রনালয় ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে
অনুমতি দিয়েছেন।

প্রতিটি ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। এর উপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এলসি খরচ, রপ্তানি খরচ, পোর্ট চার্জ, সিএন্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরলে ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে থাকবে। এসব ডিম বাজারে বিক্রি হবে ১২ টাকা পিস হিসেবে। বাণিজ্য মন্ত্রনালয় গত ৮ অক্টোবর পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দেন পাঁচটি প্রতিষ্ঠানকে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। পরে ২১ সেপ্টেম্বর আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী। তিনি বলেন, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হলো রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্যান্য বিধিবিধান মেনে চলতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে বলেও জানান তিনি। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ভারত থেকে আমদানি করা ডিমের চালানটি বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম নামে এক স্বামী । পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন । বুধবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী নাজমুল  উপজেলার পদমপুর হাজীপাড়া এলাকায় ফজলু মাস্টারের ছেলে এবং নিহত স্ত্রীর নাম রাবেয়া খাতুন (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে কোপ মারে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাস ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। 

আরও খবর



‘চান তারা জোসনা’ নিয়ে আসছেন সুমি শবনম

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:সুমি শবনম এই সময়ে বাংলা গানের এক আলোচিত নাম। পরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা মনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই শিল্পী। আর এই কারণেই শ্রোতাদের প্রতি বেড়েছে তার দায়বদ্ধতা সেই সাথে নতুন নতুন গান তৈরির আগ্রহ। এরই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান ‘চান তারা জোসনা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম । গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন ও আনফি সিনহা। কোরিওগ্রাফী করেছেন রোহান বিল্লাল। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নতুন গান ‘চান তারা জোসনা’ নিয়ে এই গায়িকা জানান, ‘এই গানটি একটু ব্যতিক্রমী গান । মানে অতি সম্প্রতি আমি যে গানগুলো করেছি তার থেকে আলাদা। আমি আমার শ্রোতাদের একটু ভিন্ন ধারার গান উপহার দিচ্ছি।

অবশ্য শ্রোতাদরে কথা চিন্তা করে, পর্যাপ্ত সময় নিয়ে গানটি করেছি । তাই আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আর গানটির ভিডিওটাও একটু ভিন্ন ভাবে করা হয়েছে। যা দর্শক- শ্রোতাদের দোলা দিয়ে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ নভেম্বর সোমবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চান তারা জোসনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ।


আরও খবর