

বুধবার ২৯ মার্চ ২০২৩
বুধবার ২৯ মার্চ ২০২৩
রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল ২৬মার্চ রবিবার উপজেলা প্রশাসন,রূপগঞ্জ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই - মার্চের ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
সরকারি মুড়াপাড়া কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কামরুল হাসান মারুফ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ্, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইঁয়া, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ,মাহবুবুর রহমান মেহের, রূপগজ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
-খবর প্রতিদিন/ সি.বা
বুধবার ২৯ মার্চ ২০২৩
বুধবার ২৯ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক: বিরিয়ানিতে খাসির বদলে অন্য প্রাণীর মাংস দেওয়ার অভিযোগ ওঠার পর সুলতান’স ডাইনের বিরুদ্ধে ওঠে সমালোচনা ঝড়। ইতোমধ্যে রেস্তোরাঁটির গুলশান শাখায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর মধ্যে তাদের মাংসের পরিমাণে গড়মিল পেয়েছে ভোক্তা অধিকার। এমন বিতর্কের মধ্যে সুলতান’স ডাইনের পক্ষ নিলেন চিত্রনায়ক ওমর সানী।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘সুলতান’স ডাইন একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার কোনো পরিচয় নেই আমি কখনো যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি।
তিনি লেখেন, ‘এটুকু বলতে পারি একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন।এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।
ওমর সানীর এ পোস্টে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করছেন। অনেকে আবার দ্বিমত পোষণও করছেন।
মো. মাসুম বিল্লাহ নামের একজন লিখেছেন, ‘আপনি সত্য নাকি মিথ্যা কিভাবে বুঝলেন, আপনি কি ইনভেস্টিগেট করেছেন। প্লিজ দালালি করবেন না।
মাসুদ শিকদার নামের একজন লিখেছেন, ‘বাহ, বাহ, চৌধুরী সাহেব বাহ, আপনাও রেস্টুরেন্ট বিজনেস আছে।
বুধবার ২৯ মার্চ ২০২৩
বুধবার ২৯ মার্চ ২০২৩
তানোর প্রতিনিধি ;রাজশাহীর তানোরে হ্যাকার আতংকে বিকাশ ব্যবসায়ী ও গ্রাহকরা। বৃহস্পতিবার থানা মোড়ের দীর্ঘ দিনের মোবাইল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বিকাশ থেকে হ্যাক করে প্রায় ১০ হাজার টাকা নেয়। এর আগে একে সরকার সরকারী কলেজের প্রভাষক পাপুল সরকারের বিকাশ নম্বর থেকে ৬০ হাজার টাকা হ্যাক করে নেয়। এঘটনায় মোবাইল ব্যবসায়ী দেলোয়ার বৃহস্পতিবার বিকেলে থানায় জিডি করেন। এতে করে গ্রাহক ব্যবসায়ীরা হ্যাকার আতংকে পড়েছেন। শুধু বিকাশ ব্যবহার কারীরা না নগদ রকেটেও অহরহ হ্যাকিং করে মোটা টাকা আদায় করা হচ্ছে।
বুধবার ২৯ মার্চ ২০২৩
বুধবার ২৯ মার্চ ২০২৩
শফিক আহমেদ চৌধুরীঃ-
ঢাকা শহরের পর্যটন শিল্পকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে 'এক নজরে উপস্থাপন' করার লক্ষ্যে টুরিস্ট গাইড ম্যাপ সংকলন-প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে করপোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করা হয়।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, "ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু তারা কোথায় যাবেন, কি পরিদর্শন করবেন, কিভাবে সেসব জায়গা বা স্থাপনায় যাতায়াত করা যাবে, ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয়কে সন্নিবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই টুরিস্ট গাইড ম্যাপ সংকলন ও প্রকাশ করেছে। সকলে যাতে সহজেই বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি। এই গাইড ম্যাপের সাহায্যে পর্যটকগণ ঢাকার সবকিছু এক নজরেই বোধগম্যভাবে বুঝতে পারবেন।"
ঢাকার পর্যটন শিল্পকে বিদেশি পর্যটকদের নিকট সহজে উপস্থাপনে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পকে উৎসাহিত ও আকর্ষণ করার লক্ষ্যে সারাবিশ্বের ন্যায় ইংরেজি ভাষায় আমরা এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কোম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সকলেই এই গাইড ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী যে, এই গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।"
বৈঠকে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ হাতে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ
বুধবার ২৯ মার্চ ২০২৩
বুধবার ২৯ মার্চ ২০২৩
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন টিয়ারায় হাজ্বী ফুল মিয়া ফাউনডেশন এর উদ্যোগে ১০০০ হাজার হতদরিদ্র অসহায় গরিব ও কর্মহীন মানুষদের মাঝে ঈফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে হাজ্বী ফুল মিয়ার নিজ বাড়িতে আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় গরিব ও কর্মহীন মানুষদের মাঝে এই ঈফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, উত্র ফাউন্ডেশনের সভাপতি হাজ্বী ফুল মিয়া ও উত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আতিকুর রহমান শিশু , বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবু হানিফ, বিশিষ্ট ব্যাবসায়ী জাকির মাহাজন, বাছির মেম্বার, মোঃ হোসেন মিয়া,গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি আলমগীর মাষ্টার, আবু সামা, মোঃ ফারুক মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জামাল মিয়া, মোঃ নূর মোহাম্মদ ও প্রমুখ ।
বিশিষ্ট ব্যাবসায়ী আবু হানিফ বলেন,হাজ্বী ফুল মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে তার বড় ছেলে আতিকুর রহমান শিশু তার নিজ অর্থায়নে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছে। এবং অত্র ফাউন্ডেশন এর পক্ষ থেকে গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এবং প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন । ও প্রতি বছরের ন্যায় এবার ও অসহায় মানুষদের মাঝে ঈফতার সামগ্রী বিতরণ করেছে। তাই উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ,ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারে।
হাজ্বী ফুল মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান শিশু বলেন,আমরা আমাদের ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ করি । প্রতি বছরের ন্যায় এ বছর ও প্রায় ১ হাজার অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের কে সব সময় সহযোগিতা করতে পারি।
-খবর প্রতিদিন/ সি.বা
বুধবার ২৯ মার্চ ২০২৩
বুধবার ২৯ মার্চ ২০২৩