Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

খাগড়াছড়ি আসনের আ,লীগের মনোনয়ন পএ সংগ্রহ করলেন.কুজেন্দ্র লাল

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 সোমবার (২০ নভেম্বর) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,।  

কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ এর সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের  আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, পার্বত্য  জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  খোকনেশ্বর ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  মাঈনউদ্দিন,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ও উপ দপ্তর সম্পাদক নুরুল আযম সহ জেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ।
 
প্রসঙ্গত, ২০১৪ সালে কুজেন্দ্র লাল ত্রিপুরা  খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের  নৌকার ব্যানারে মনোনয়ন সংগ্রহ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায়  ২০১৮ সাল সহ  দুই বার নির্বাচিত হয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনের ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। দায়িত্ব পালন করেন। এবার ও তিনি খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনয়ন পএ সংগ্রহ করেছেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার ঠিকানা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে টানা তৃতীয় মেয়াদে নৌকা প্রতীক দিবেন। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিলে  তাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দেবেন বলেও জানান।

উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

আরও খবর



লঞ্চ চলাচল শুরু বরিশালে

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২০ ঘণ্টা বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল বৈরি আবহাওয়ার কারণে । শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বিআইডব্লিউটিএ।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।সে কারণেই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃৃপক্ষ।


আরও খবর



‘চান তারা জোসনা’ নিয়ে আসছেন সুমি শবনম

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:সুমি শবনম এই সময়ে বাংলা গানের এক আলোচিত নাম। পরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা মনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই শিল্পী। আর এই কারণেই শ্রোতাদের প্রতি বেড়েছে তার দায়বদ্ধতা সেই সাথে নতুন নতুন গান তৈরির আগ্রহ। এরই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান ‘চান তারা জোসনা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম । গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন ও আনফি সিনহা। কোরিওগ্রাফী করেছেন রোহান বিল্লাল। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নতুন গান ‘চান তারা জোসনা’ নিয়ে এই গায়িকা জানান, ‘এই গানটি একটু ব্যতিক্রমী গান । মানে অতি সম্প্রতি আমি যে গানগুলো করেছি তার থেকে আলাদা। আমি আমার শ্রোতাদের একটু ভিন্ন ধারার গান উপহার দিচ্ছি।

অবশ্য শ্রোতাদরে কথা চিন্তা করে, পর্যাপ্ত সময় নিয়ে গানটি করেছি । তাই আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আর গানটির ভিডিওটাও একটু ভিন্ন ভাবে করা হয়েছে। যা দর্শক- শ্রোতাদের দোলা দিয়ে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ নভেম্বর সোমবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চান তারা জোসনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ।


আরও খবর

"এক বউয়ের দুই স্বামী "

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

এ বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছে মুহাম্মদ কাইয়ুম ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘পরান’ চলচ্চিত্র।

সৈয়দা রুবাইয়াত হোসেন তার ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলায় ‘শিমু’ নামেও পরিচিত) চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান ভূমিকার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যৌথভাবে ‘দ্য বিউটি সার্কাস’ চলচ্চিত্রের জন্য জয়া আহসান এবং ‘শিমু’ চলচ্চিত্রের জন্য রিকিতা নন্দিনী শিমু।

আজীবন সম্মাননা যুগ্মভাবে দেওয়া হয়েছে অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনাকে। দেশের বাইরে থাকায় খসরুর পুরস্কার নেন অভিনেতা আলমগীর।


আরও খবর



সমিতির নামে বিল লীজ নিয়ে একক ভাবে মাছ চাষ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:সমিতির নামে বিল লীজ নিয়ে ক্ষমতার দাপটে একক ভাবে মাছ চাষ করে কোটিপতি বনে গেছেন অভয় নামের একব্যাক্তি। রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী টি বাঁধের পূর্ব দিকে  মোহনপুর সীমানায় বিল মাইলে ঘটে রয়েছে এমন ঘটনা। উন্মুক্ত বিল হলেও এমপির ক্ষমতার প্রভাব খাটিয়া বিলটি দখল করে মাছ শেষ করে থাকেন মেলান্দী গ্রামের অভয়সহ কয়েকজন ব্যক্তিরা। তারা এমপি আয়েন উদ্দিনের মাধ্যমে বিলটি লীজ নিয়ে জেলেদের মাছ ধরতে দিতেন না। এখানেই শেষ না চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রচুর পরিমানে বৃষ্টি হয়। সেই বৃষ্টির কারনে ধান সবজি ঢুবে গেলেও পানি বের করতে দেননি সমিতির নামে ক্ষমতার দাপট ধারী এমপি আয়েন উদ্দিনের ভাই ঘাষিগ্রাম ইউনিয়ন ইউপির চেয়ারম্যান বাবলু, অভয় ও বিজয় এবং মোজাহার। উন্মুক্ত বিল হলেও ক্ষমতার জোরে লীজ নিয়ে মাছ চাষ করে কোটিপতি বনে গেছেন তারা। ফলে বিলটি উন্মুক্ত করা হলে স্থানীয় জেলেরা মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন।

মেলান্দী মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি অভয় জানান, মন্ত্রণালয় থেকে বিগত ২০১৫ সালে সমিতির নামে লীজ নেয়া হয়। প্রতি বছর লীজ নবায়ন করতে হয়। এমপি ছাড়া লীজ নেয়া যেত না। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তৎকালীন এমপি প্রয়াত মেরাজ মোল্লার লোকজন লীজ নিয়েছিলেন । অনেক কষ্ট করার পর সমিতির নামে লীজ হয়। সমিতির সদস্য সংখ্যা ৭২ জন। প্রতি বছরে কোটি টাকার উপরে মাছ বিক্রি করা হয়। কত টাকায় লীজ নিয়েছেন জানতে চাইলে তিনি জানান এসব জেনে কি লাভ। সমিতির নাম করে আপনারা কয়েকজন মাছ চাষ করছেন জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দেন নি।

সমিতির অন্য সদস্যরা জানান, সমিতির নামে কিভাবে লীজ নেই আমরা কিছুই জানিনা। অভয় সাব জানিয়ে দেন আমরা লীজ নিয়েছি, আমরাই চাষ করছি। এখানে সমিতির কোন যোগ নেই। অভয় সমিতির সভাপতি তার উপরে আমরা কথা বলতে পারিনা। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে থাকেন। এজন্য তার ভয়ে সমিতির সদস্যরা কেউ কিছু বলেনা। তাছাড়া কোন দিন বিলের মাছ বিক্রি লাভের অংশও কেউ দেখতে পায়না। বিল চাষ করে ভাগ্য বদল হয়েছে অভয়সহ কয়েকজনের। সমিতির তিল পরিমান লাভ হয়নি।

স্থানীয় মৎস্য জীবিরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিল মাইল নামের বিলটি ক্ষমতাসীনদের কব্জায় চলে যায়। ক্ষমতায় আসার আগে বিল ছিল উন্মুক্ত। বিলে মাছ আহরণ করে কয়েক শো পরিবার জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু সেটা আর হয় না। বিলের কাট মাছের দেখা মিলেনা। বিলে বেশির ভাগ জমি ব্যক্তি মালিকানা। বিলে খুব বেশি হলে ১০০ বিঘা খাস জমি আছে। অথচ টি বাধের বা মাইল বিলের পশ্চিমে তানোরের সীমানায় বিল কুমারি নামের বিল রয়েছে। বিলটি কখনো লীজ হয় না। শতশত মৎস্য জীবি পরিবার মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগযুগ ধরে। সরকারের পর্যাপ্ত জমিও রয়েছে, তারপরও উন্মুক্ত। তাহলে বিল মাইল, পার্শ্বে ডুবি বিল কিভাবে লীজ হয় এমন নানা প্রশ্ন স্থানীয় মৎস্য জীবিদের।

জানা গেছে,  বিলটিতে ৩০০ বিঘা সরকারী জমি আছে মর্মে তথ্য দিয়ে ভুলভাল বুঝিয়ে লীজ নিয়ে দেদারসে বছরের পর বছর মাছ চাষ করে আসছেন এমপি আয়েনের হাতে গোনা কয়েকজন অনুগত।

বিলপাড়ের কৃষকরা জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে কয়েকদিন ভারি বর্ষন হয়। বর্ষনের কারনে ধান ও সবজি ডুবে ছিল। কিন্তু বিল থেকে পানি নামার সুযোগ ছিল। কিন্তু বিলে মাছ আছে এমন দোহায়ে পানি বের করতে দেয়নি চাষ করা ব্যক্তিরা। আবার বোরো মৌসুমে বীজতলা ও ধান রোপনের সময় বিলে পানি থাকার কারনে সময় মত কিছুই করা যায় না। বিলটি জরুরি ভিত্তিতে উন্মুক্ত করা হোক। তাহলে কৃষক ও মৎস্য জীবিদের প্রচুর উপকার হবে, বাঁচবে শতশত পরিবার।

বিল লীজ বিষয়ে মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মিথিলা দাসের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০ একরের ঊর্ধ্বে হলে জেলা থেকে লীজ হয়। এটা জেলার কর্মকর্তারা ভালো বলতে পারবেন। 

লীজ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  আনিসুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজপত্র দেখার পর বলা যাবে। 

আরও খবর



মাশরাফি নড়াইল-২ আসনে আবারও নৌকার প্রার্থী

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।


আরও খবর