
নাজমুল হাসানঃ
নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে৷ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডে লতিফ ভুইয়া কলেজে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ন কর্মসুচীতে অংশগ্রহন করেছেন কাউন্সিলর আলহাজ্ব সামশুদ্দিন ভুইয়া সেন্টু।
তিনি শেষদিনে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ন কর্মসুচীতে ৬৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দাদের আবেদন শনাক্ত করেন।এ সময় নারী ভোটারদের যাতে কোন প্রকার হয়রানী হতে না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখেন।বুথগুলিতে শৃঙ্খলারক্ষায় বিশেষ ভুমিকা রাখেন তিনি।
এবার ১৫ বছর ও তার বেশি বয়সি নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন বা ইসি৷ ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তারা এবার নিবন্ধনের সুযোগ পাবে৷গত ১০ জুন থেকে দেশে শুরু হয়েছে ভোটার তালিকা নিবন্ধন।সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে স্বাক্ষর দিতে হবে এবং তার ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করা হবে৷
ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কার্যক্রম চলবে এ বছরের ২০ নভেম্বর পর্যন্ত৷যাদের জন্ম ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৩ সালের ২ মার্চ৷যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভূক্ত করে ভোটার তালিকা প্রকশ করা হবে ২০২৪ সালের ২ মার্চ৷যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভূক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকশ করা করা হবে ২০২৫ সালের ২ মার্চ৷
প্রায় ৫৬ হাজার তথ্য সংগ্রহকারী এবং ১১ হাজার ৩০০ জন সুপারভাইজার এবারের হালনাগাদ কার্যক্রমে যুক্ত থাকবেন৷ দেশের নাগরিকদের মধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এবং বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে এই হালনাগাদে৷