Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :কানাডার নাগরিকদের ভিসা ইস্যু করা স্থগিত করেছে ভারত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশটি এই পদক্ষেপ নেয় এবং ‘পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এর মধ্যেই ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত’ কানাডিয়ান নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত করেছে ভারত। অনলাইন ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনালের একটি বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘পরিচালনা সংক্রান্ত কারণে... পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে’।

কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যু করা স্থগিতের মতো পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো যখন কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে। মূলত নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এমনকি ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পর ট্রুডো এখন কানাডার মিত্র দেশগুলোকেও পাশে চাইছেন। এই পরিস্থিতিতে শিখ নেতা নিজ্জার হত্যার তদন্তে ভারতকে সহযোগিতা করতে বলেছে যুক্তরাষ্ট্র। এমনকি কানাডার এই অভিযোগে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে।

গত সোমবার কানাডার হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

তিনি আরও বলেন, ‘কানাডার গভীর উদ্বেগের কথা ভারত সরকারের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে। গত সপ্তাহে জি টুয়েন্টি সম্মেলনের মধ্যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে স্পষ্ট করে দিয়েছি।

এছাড়া কানাডা ভারতের দিকে ওই গুরুতর অভিযোগ তোলার প্রেক্ষিতে যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়া জানিয়েছে তারা কানাডার নাগরিকের হত্যা তদন্তের দিকে নজর রাখছে।

এদিকে ট্রুডোর সেই ভাষণের পরে কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি ঘোষণা করেন, কানাডা থেকে এক শীর্ষ ভারতীয় কূটনীতিককে তারা বহিষ্কার করছে। ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বহিষ্কৃত ওই কূটনীতিকের নাম পবন কুমার রাই এবং তিনি ভারতের গুপ্তচর সংস্থা’ ‘র’-এর কর্মকর্তা।

অবশ্য নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে দিল্লি।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




হিলিতে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:চলতি আমন মৌসুমে দিনাজপুরের হিলিতে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় হিলি এলএসডি গোডাউনে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুল রহমান, এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান,উপ-খাদ্য পরিদর্শক জোবায়ের হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৩০৪ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।


আরও খবর



তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জন করেছে

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃবাংলাদেশের শীর্ষ ধর্মীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জন করেছে।। এবারের ২০২৩ সালের আলিম পরীক্ষায় সর্বমোট ২২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২২১ জন উত্তীর্ণ হয়। সাধারণ বিভাগ থেকে ১৩১ জন অংশ নিয়ে ১২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে ৫০ জন A+, ৫৩ জন A,২০ জন A- ,এবং ৫ জন B গ্রেড প্রাপ্ত হয়। এছাড়াও বিঞ্জান বিভাগের ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮০ জন A+, ১৩ জন A গ্রেড প্রাপ্ত হয়ে শতভাগ পাস করেছে। এবারের আলিম পরীক্ষায় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সর্বমোট পাশের হার ৯৮.৬৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তি ৬২.০৯ শতাংশ। সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্তি ৩৮.১৬ শতাংশ এবং বিঞ্জান বিভাগের জিপিএ-৫ প্রাপ্তি ৮৬.০২ শতাংশ।

তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। মাদ্রাসাটি দেশের সকল মাদ্রাসার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আরও খবর



গাংনীতে আলমাসের শিকলবন্দী জিবন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধি:কখনও হাসি কখনও কান্না। আবার কখনও বই পড়ছেন আর কি যেন ভাবছেন এক কালের মেধাবী শিক্ষার্থী আলমাস হোসেন। মাঝে মাঝে হারিয়ে যায় সে। বাধ্য হয়ে পরিবারের লোকজন তাকে

শিকলবন্দী করে রেখেছেন। পরীক্ষায় কম নম্বর পাবার পর থেকেই নাকি আলমাস মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে দাবী তার পরিবারের। ১৩ বছর ধরে চলছে চিকিৎসা। কোন পরিবর্তন না হওয়ায় আলমাস এখন ওই পরিবারের বোঝা হয়ে দাড়িয়েছে। তবে সমাজসেবা অফিসার বলছে সরকারিভাবে দেওয়া হচ্ছে সুযোগ-সুবিধা। আলমাস মেহেরপুরের গাংনীর করমদী গ্রামের আলাউদ্দীনের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

আলমাসের পিতা আলাউদ্দীন জানান, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকার করে। ২০১০ সালে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় সময় শিক্ষকদের খাতা দেখার ভুলে সে দ্বিতীয় হয়। পরে খাতা চ্যালেঞ্জ করে ২০ নম্বর বেশি পেয়ে প্রথম স্থান অর্জন করে আলমাস।

শিক্ষকের এই ভুল মেনে নিতে পারেনি আলমাস। বাড়িতে এসে ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো, প্রয়োজনীয় কাজ ছাড়া তেমন কারো সাথে কথা বলত না। পরিবারের লোকজন জোরপূর্বক এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করালে বিজ্ঞান বিভাগ থেকে ৪:৭০ মার্ক নিয়ে উত্তীর্ণ হয়। একাদশ শ্রেণীতে গ্রামের কলেজে ভর্তি হলেও শিক্ষকের ভুল তার মন থেকে কখনোই মুছে যায়নি। শুধু পরিবারকে বলতেন শিক্ষকরা ভুল করে তাই আর পড়ালেখা করবে না।

এই চিন্তা চেতনা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে আলমাস। আলমাসের মা আছিয়া খাতুন জানান, শিক্ষকের ভুলে আলমাস দ্বিতীয় স্থান অধিকার করার পর তন্ময় নামের যে ছেলেটি প্রথম হয় তার বাবা বিদ্যালয়ে সবাইকে মিষ্টিমুখ করান। সেই থেকে আরো ভেঙ্গে পড়ে আলমাস। পরে আলমাসকে প্রথম স্থান দিলেও তার মন থেকে অপমান আর গ্লানি মুছে যায়নি।

সন্তানকে উন্নত চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটি বিক্রি করতে হয়েছে আলমাসের পরিবারকে, বর্তমানে তারা অন্যের জমিতে বসবাস করছেন। সময় মত ঔষধ না খেলে পাগলামি করেন বেশি। খেয়ে না খেয়ে হলেও সন্তানের ঔষধের ব্যবস্থা করতে হয় তার পিতাকে। কুষ্টিয়া ও রাজশাহীতে মানসিক রোগীদের কাছে চিকিৎসা করলেও তার উন্নতি হয়নি। সময় গরমের সাথে সাথে তার মানসিক অবস্থার আরো অবনতি হচ্ছে। আলমাসের প্রতিবেশি আশরাফুল ইসলাম জানান, অনেক চিকিৎসা করানো হয়েছে আলমাসকে।

কিন্তু কোন উন্নতি হয়নি। সম্প্রতি ঢাকা থেকে একটি টীম তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু তিনমাস পর আলমাসকে ফেরত দেয়। এই পরিবারটির এমন কোন আর্থিক সঙ্গতি নেই যা দিয়ে তার চিকিৎসা করাতে পারে। এখন আলমাস নিজেই বোঝা হয়ে দাঁড়িয়েছে গোটা পরিবারের। এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবার ও প্রতিবেশিরা। গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী জানান, ইতোপূর্বে আলমাসকে ঢাকার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রের লোকজন এসে নিয়ে যান। পরে তারা ফেরত দেন আলমাসকে। সমাজ সেবা থেকে সরকারের যে সকল সুবিধা গুলো রয়েছে আলমাস ও তার পরিবারকে দেয়া হচ্ছে বলে জানান এই সমাজসেবা কর্মকর্তা।


আরও খবর



বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক, যা জানা গেল

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ভারতের দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। শুক্রবারের (২৪ নভেম্বর) এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ–ভারত এ বছরের দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ও অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়টি উত্থাপন করেন। এছাড়া বাণিজ্য বাধা দূর করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাধাহীন সরবরাহের ওপর জোর দেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের বৃহত্তর সমৃদ্ধির জন্য সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়েছে।

দুই পররাষ্ট্র সচিব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ও পানি সংক্রান্ত সমস্যা, কনস্যুলার ও সাংস্কৃতিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন। এছাড়া উভয়পক্ষ পুনর্ব্যক্ত করেছে যে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থা বজায় রাখত সহযোগিতা অব্যাহত রাখবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্রসচিবকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর ও প্রসারিত করার অনুরোধ জানান। ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল সাউথ এবং জি-২০ এর ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে নেতৃত্বের অঙ্গীকারের আশ্বাসও দেন।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উভয়পক্ষ সীমান্ত ও নিরাপত্তা, বাণিজ্য, বাণিজ্য ও সংযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনগণের মধ্যে জনগণের সম্পর্ক এবং বাংলাদেশে উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেছে।

এছাড়া উভয়পক্ষ উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করেছে। পাশাপাশি পরবর্তী সভা ঢাকায় করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।


আরও খবর



নৌকার মাঝি সোহাগের আগমনে মোরেলগঞ্জে গণসংবর্ধনা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বৃহস্পতিবার বেলা ১২টায় মোরেলগঞ্জে আগমন উপলক্ষে গণসংবর্ধনা দিয়েছেন শতশত নেতাকর্মী ও সাধারন মানুষ। 

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এসএম তারেক সুলতানের নিকট মনোনয়নপত্র জমা দেন। 

স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু এ সময় তার সাথে ছিলেন।

আরও খবর