Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

জয়যাত্রা টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৯৯জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:দর্শক-শুভানুধ্যায়ীর দোয়া ও ভালোবাসায় পালিত হয়ে গেলো দর্শক নন্দিত  জনপ্রিয় টেলিভিশন জয়যাত্রা টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান। ❝বিশ্বের চোখে অবিরাম যাত্রা❞ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (১ নভেম্বর) দিনব্যাপি জয়যাত্রা টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বারের ন্যায় এবারও আয়োজন করা হয় মিলন মেলার।মিলনমেলাকে কেন্দ্র করে দর্শক-শুভানুধ্যায়ী,শিল্পী,তারকা,সাংবাদিক,কলা-কুশিলি,সুধিজনের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় সমগ্র জয়যাত্রা টেলিভিশন কার্যালয় ভবন।

নাচ,গান,কৌতুক পরিবেশন ও কেক কাটা সহ নানা আয়োজনে আনন্দে মাতিয়ে তোলা হয় আগতদের। নিজেদের মতো করে আড্ডাও দেয় সবাই। এতসব আয়োজনের মধ্য দিয়েও সবার মাঝে একটি শূন্যতা দৃশ্যমান ছিল। তার একটিই কারণ, যার অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনায় খুব অল্প সময়ের মধ্যে জয়যাত্রা টেলিভিশন দর্শক নন্দিত হয়ে উঠেছে, সবার প্রিয় মানুষ জয়যাত্রা টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। তিনি অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তার অনুপুস্থিতিতেও জয়যাত্রা টিভি চ্যানেলের বর্ষপূর্তির কর্মসূচি গুলোতে শতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে স্বার্থক করায় অংশগ্রহণকারী সকলকে তিনি  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দ্বায়ে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৪২ বাংলাদেশি

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছে ৪২ বাংলাদেশি নারী-শিশু। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান ও পেট্রাপোল বিএসএফ কর্তৃপক্ষ।

ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ৪২ নারী ও শিশু দেশে ফিরেছে। ভারতে অনুপ্রবেশ সহ নানা অপরাধে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে কিশোরালয়, নবযাত্রা ও ধ্রুবাশ্রম সহ পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্ত পথে তারা ভারতে গিয়েছিল। এরকম অনেকেই আছে। ভারতে গিয়ে বাসাবাড়ি বা কারখানায় কাজ করার সময় পুলিশের হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে কলকাতার বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের শেল্টার হোমের হেফাজতে নেয়।

পরে দুই দেশের যৌথ প্রচেষ্টায় এসব নারীকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর বেসরকারি সংস্থা রাইটস যশোর ৩২ ও মহিলা আইনজীবী সমিতি ১২ জন নারী-শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ।

রাইটস যশোর এর সিনিয়র প্রোগ্রাম অফিসার তৌফিক হোসেন বলেন, “ফেরত আসাদের যশোর রাইটস যশোর ৩২ এবং মহিলা আইনজীবি সমিতি ১২ জনকে গ্রহন করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর



মনোনয়ন ফরম জমা দিলেন শেখ হাসিনা

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় তার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর, আকরাম কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ জমা দেন।

এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কেনেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।


আরও খবর



ডোমারে কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৫জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েটস্ধসঢ়; রংপুর এর আয়োজনে নীলফামারীর ডোমারে প্রথম থেকে পঞ্চম শ্রেনীর শিশুদের কিন্ডার গার্টেন পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কেন্দ্রের সচিব হিসাবে দ্বায়িত্ব পালন কররেন দীর্ঘ ২১ বছরের সফল প্রতিষ্ঠান ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ। এ সময় শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, আইডিয়াল একাডেমীর উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিক আজিজ স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম বাপ্পি, গোমনাতী মডেল একাডেমীর অধ্যক্ষ মিজান আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। ২টি পরীক্ষা কেন্দ্রে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩শত জন এবং গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২শত জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে ডোমার আইডিয়াল একাডেমী, ইউনিক আজিজ

স্কুল, বামুনিয়া আইডিয়াল একাডেমী, আলোক বর্তিকা একাডেমী, লাইফ লাইন স্কুল, গোমনাতী মডেল একাডেমী, আল হেরা শিশু একাডেমী, ওয়েসিস মডেল কিন্ডার গার্ন্টেন, দারকামরী কিন্ডার গার্টেনসহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশনেয়। কেন্দ্র সচিব ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে শিশুরা পরীক্ষা দিচ্ছে। সকল শিক্ষক মিলে শিশুদের মেধাবী হিসাবে গড়ে তুলতে সার্বক্ষণিক চেষ্টা করে আসছি। পাশাপাশী শিশুদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করছি। আশা করি আল্লাহর রহমতে তারা রেজাল্ট করবে।


আরও খবর



চেন্নাই প্রবল বৃষ্টিতে ডুবল, ফ্লাইট বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিচাং’ আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুতে আঘাত হানতে পারে।

তার আগেই এর প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিতে ডুবে গেছে চেন্নাই। ফলে বন্ধ হয়ে গেছে বিমানবন্দর। বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে, জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় ‘মিচাং’ বঙ্গোপসাগরে রয়েছে এবং অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

যার ফলে চেন্নাই ছাড়াও রাজ্যের চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম এবং কুড্ডালো ও তিরুভাল্লুর জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার (৫৬-৬২ মাইল) বেগে দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে ‘মিচাং’।

আইএমডির প্রধান কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, মঙ্গলবার বিকেলে অন্ধ্র প্রদেশের বাপটলার কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে মিচাং।

অন্ধ্র প্রদেশে সরকার সোমবার (৪ ডিসেম্বর) সব স্কুল বন্ধ করে দিয়েছে এবং তামিলনাড়ুর কর্তৃপক্ষ চার জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওড়িশার পূর্ব রাজ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে।

কর্মকর্তারা অন্ধ্র প্রদেশের উপকূলীয় এবং নিচু গ্রাম থেকে প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে, আরও ৭ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরানোর নির্দেশ দিয়েছে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ভারী বৃষ্টিতে রাস্তা ও গাড়ি ডুবে গেছে এবং শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে। ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা শহরের নিচু এলাকার মানুষদের সরিয়ে নিচ্ছে।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




আপনাদের মাধ্যমে রাণীশংকৈলকে বদলাতে চায় ব্যবসায়ীদের বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজু

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:আমি কুয়েত প্রবাসী,ইচ্ছা করলে ঢাকায় কিংবা  দেশের বাইরে ব্যবসা করে,এখানকার থেকে দ্বিগুণ লাভ করতে পারতাম। কিন্তু আমার জন্মভূমিকে ভালোবেসে বলিদ্বারার মানুষকে ভালোবেসে এখানে ব্যবসা করতে এসেছি। আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না। শুধু যে কোন কাজে  আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতায়  বলিদ্বারার মানুষকে ব্যবসার মাধ্যমে বদলাতে চায়। ব্যবসায়ীদের বর্ষপূর্তি অনুষ্ঠানে এস আর ইমপেক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সি ই ও শাহাজাহান আলী রাজু তাঁর স্বাগত বক্তব্যে এ কথা বলেন। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৬ নভেম্বর) বিভিন্ন ব্যবসায়ীদের বর্ষপূর্তি উপলক্ষে বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে বলিদ্বরা বাজার সংলগ্ন এস আর গ্রুপের হাস্কিং মিল চত্বরে এস আর ইমপেক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান আলী রাজুর উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাণীশংকৈলের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজামাল আলী। 

সমাজকর্মী প্রসেনজিৎ দাস মলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ হোসেন বিপ্লব, রাণীশংকৈল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আ জ ম শফিউল্লাহ, আ.লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল জব্বার ও বাদল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী মো. আলাউদ্দিন, সহকারী অধ্যাপক সামিউদ্দিন আহম্মেদ, আইয়ুব আলী, আহসান আলী, আল আমীন, মনজুরুল আলম, হুমায়ুন কবির, মো.শরিফ, মো.জুয়েলসহ প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ,শিক্ষক ও
সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। 

আরও খবর