Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

জয়পুরহাটে খেলনা পিস্তলসহ দুই ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৫জন দেখেছেন

Image

এস এম শফিকুল ইসলাম  জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর ধামুরহাট উপজেলার গনেশপুর গ্রামের সাহাদুল এর ছেলে শাহিন আলম, জয়পুরহাট পৌর শহরের বিশ্বাস পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে সাইদুল ইসলাম।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান , আটককৃত দুই প্রতারক নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে পৌর শহরের বুলুপাড়া এলাকার আজাহার আলীকে মাদক বিক্রেতা বলে তাদের কাছে থাকা খেলনা পিস্তল দেখে ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ তারা ৩ হাজার টাকা নেন। স্থানীয়রা তাদের আচরণ সন্দেহজনক হলে জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ গিয়ে ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই প্রতারককে খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ তাদের আটক করে পুলিশ।


আরও খবর



মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ওসির মতবিনিময়

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৯২জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর থানায় নবযোগদানকৃত  অফিসার ইনচার্জ( ওসি) মোল্লা আজিজুর রহমানের  সহিত  মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময়  অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯ টায় নবাগত ওসির আহবানে থানার মধুকুন্জে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মুরাদ হোসেন সহ মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, , সহসভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার , সাধারণ সম্পাদক বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবির জুয়েল, দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ প্রচার সম্পাদক আ: আজিজ, কার্যকরি সদস্য অধ্যাপক আবু সাইদ, মো. ইব্রাহীম,  মাহবুবুর রহমান, তানভীর তছির, মিজানুর রহমান, আমিনুল ইসলাম মারুফি, আব্দুর রাজ্জাক সহ আরও অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

ওসি মোল্লা আজিজুর রহমান মধুপুরের আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। 

এর আগে তাকে মধুপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মাগুরার শ্রীপুরে ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাদকের বিরুদ্ধে মাগুরার  পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ লালটু রহমান নেতৃত্বে একটি টিম  মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১৩ সেপ্টেম্বর বুধবার  দুপুর  সাড়ে ১২ টার সময়   ওয়াপদা বাজারে চেকপোস্ট করে ১৬ বোতল ফেন্সিডিল সহ মো: ইয়াসিন আরাফাত (৩০) পিং-অলিয়ার রহমান সাং-বলাবাড়িয়া থানা- কোটচাঁদপুর জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে  শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা করা হয়েছে।

আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:আন্তর্জাতিক গণতন্ত্র দিবস শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার প্রয়াসে এ দিবসটি পালিত হয়।

২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এ দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

২০২৩ সালের গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। জাতিসংঘ বলছে, তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে উৎসাহিত করতে হবে, যাতে তারা তাদের কণ্ঠস্বর শুনতে পারে।

দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে সাধারণ নাগরিকদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়ে আসছে। তিনি বলেন, গণতন্ত্র, আইন, শাসন ব্যবস্থা ও মানবাধিকারের ওপর ভিত্তি গড়ে ওঠে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। তেমন সমাজই স্বাধীনতার কাণ্ডারি। এমন সমাজ টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মানুষের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সচেষ্ট।

দিবসটি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে এদিন বিএনপিসহ সমমনা অন্যান্য রাজনৈতিক দল ও জোট সমাবেশ করবে। রাজধানীর বিভিন্ন স্থানে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে বাণীতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সারা বিশ্বে বহু মত, পথের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে ভূলুণ্ঠিত করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এখনও একদলীয় দুঃশাসনের কালো ছায়া বিরাজমান।

তিনি আরও বলেন, বর্তমানে এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করছে পুরো জাতি। বর্তমান দুঃসময় কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্রের মুক্তির মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। সূত্র: বিবিসি


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) আন্দোলনরত রেল শ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করে। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। 

রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন। 

এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ১০টা থেকে অবরোধ করা হয়েছে। রেল চলাচল সাময়িক বন্ধ আছে।


আরও খবর



নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আজিজুর রহমান। পথিমধ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। ৬০ বছর বয়সী এই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী পূর্বপাড়া এলাকার কাউ মিয়াজী বাড়ির মৃত বদিউর রহমানের বড় ছেলে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। তবে তার নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এয়াসিন উল্ল্যাহ বলেন, নিহত আজিজুর রহমান স্থানীয় বড়তাকিয়া বাজারে ইট, পাথর ও সিমেন্টের ব্যবসা করতেন। রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরা হলো না তার। তার ২ টি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় নিহতের জানাজা শেষে তাকে দাফন করা হয়।


আরও খবর