Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

জলবায়ু সংকট এড়াতে ধনী দেশগুলোকে সৎ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন সংকট এড়াতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা আশা করি, বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সংকট এড়াতে তাদের ন্যায্য অংশীদারত্বের বিষয়ে সৎ থাকবে।

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদে ‘জলবায়ু ন্যায্যতা প্রদান: ত্বরান্বিত উচ্চাকাঙ্ক্ষা এবং অভিযোজন ও সবার জন্য প্রাথমিক সতর্কবার্তা বাস্তবায়ন’ শীর্ষক অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে অভিযোজন এবং আগাম সতর্কতায় বিনিয়োগ করা সঠিক। আশা করি আমাদের উন্নয়ন সহযোগীরা জলবায়ু ন্যায্যতা প্রদানের জন্য এ সুযোগগুলোকে কাজে লাগাবে।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিবের দুটি উদ্যোগে সমর্থন দিতে বাংলাদেশ এই অধিবেশনে যোগ দিয়েছে। বাংলাদেশ এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার যেকোনো গঠনমূলক পদক্ষেপের প্রতি সমর্থন দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমিকম্প মডেলিং নিয়ে দেশব্যাপী একটি প্রদর্শনী মহড়া করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে। আর্থ অবজারভেটরি হিসেবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-টু নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিভুজাকার সহযোগিতার মাধ্যমে অন্যান্য দুর্বল দেশগুলোর সঙ্গে তার দক্ষতা বিনিময় করতে ইচ্ছুক।

তিনি আশা প্রকাশ করেন, ‘সবার জন্য প্রাথমিক সতর্কতা’ এমডিবি এবং আইএফআই-কে এ ধরনের প্রচেষ্টায় যোগ দিতে উৎসাহিত করতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭০ সালে ভোলায় ঘূর্ণিঝড়ের সময় যে লক্ষাধিক লোক মারা গিয়েছিল তার তুলনায় বাংলাদেশে প্রাণহানির সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে।

তিনি বলেন, আমাদের ৬৫,০০০ উপকূলীয় মানুষের সমন্বয়ে বিশ্বের বৃহত্তম কমিউনিটি স্বেচ্ছাসেবক কর্মসূচি রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ একটি সমন্বিত বহু-বিপত্তি প্রাথমিক সতর্কীকরণ পদ্ধতির সর্বশেষ জাতীয় পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা আবহাওয়ার পূর্বাভাসের নিয়মিত আপডেট দেওয়ার জন্য মোবাইল প্রযুক্তি ব্যবহার করছি।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ এ সময়ে উপস্থিত ছিলেন।


আরও খবর



সুনামগঞ্জে বিএনপি জামায়াতের ২০জন গ্রেফতার: ১শ জন আ.লীগে যোগদান

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে অবরোধকে কেন্দ্র করে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২০জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে সেচ্ছায় আওয়ামীলীগে যোগদান করেছে বিএনপি সমর্থিত ১শ জন নেতাকর্মী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে- আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়াডের যুবদল সহ-সভাপতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে গতকাল সোমবার (১৩ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এই উপজেলার বিএনপি নেতা আমীর শাহ, ডাঃ এসকে শফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাত রাব্বি, উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি সভাপতি কামাল হোসেন, একই ইউনিয়নের জামায়াত নেতা আল-আমিন ও মাহমুদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে দিরাই উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, এউপজেলার তাড়ল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নুর, করিমপুর ইউনিয়ন কৃষকদল নেতা আব্দুল ওয়াদুদ, মধ্যনগর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ওয়াশিল আহমদ, বিএনপি নেতা রেজাউল মড়ল, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল ও ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খোকন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সামাদ মিয়া, সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহববুল আলম, ওই উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন য্ধুসঢ়;দল সভাপতি হেলাল আহমেদ, একই ইউনিয়নের যুবদল কর্মী ইকরাম আলী, দোলারবাজার ইউনিয়নের বিএনপি কর্মী হাবিবুর রহমান, ভাতগাঁও ইউনিয়নের জামায়াত কর্মী দেলোয়ার হোসেন।

এদিকে জেলার শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগের যোগদান করে। তাদেরকে আনুষ্ঠানিক ভাবে দলে বরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান, দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, মধ্যনগর থানার ওসি এমরান হোসেন, ছাতক থানার ওসি শাহ আলম ও তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান- আইন-শৃংঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণের জানমাল রক্ষায় পুলিশ তাদের উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুয়ায়ী কাজ করছে। এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে পৃথক ভাবে কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



মামলা থেকে জামিন পেলেন একরামুজ্জামান,লড়বেন সতন্ত্রপ্রার্থী হয়ে

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এস এ কে একরামুজ্জামান সুখন জামিনে মুক্তি পেয়েছেন। ২৭ নভেম্ভর ২০২৩ রোজ সোমবার দুপুরে তিনি নাসিরনগর থানার পুলিশ বাদী হয়ে দায়ের করা  বিস্ফোরক  মামলায় ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।এস এ কে একরামুজ্জামানের  পক্ষের আইনজিবী হিসেবে উপস্থিত ছিলেন এড.আবেদ উল্লাহ ও রাষ্ট্র পক্ষের এ পি পি নাজমুল হকের উপস্থিতিতে  মামলার শুনানি শেষে জামিন প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সিনিয়র সহকারি জজ রাকিবুল হাসান রকি।এ সময় আদালতপাড়ায় এস এ কে একরামুজ্জামানের পক্ষে  বঙ্গবন্ধু আইনজিবী পরিষদের সদস্যবৃন্দ ও  রাজনৈতিক সমর্থকদের বিপুল সংখ্যক উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।জানা গেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১,সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে  এমপি পদে  সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন  শিল্পপতি একরামুজ্জামান। ইতিমধ্যে এ ব্যাপারে ১ শতাংশ (তিন হাজার) ভোটের সমর্থন সংগ্রহ করা হয়েছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মাগুরায় ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তর উদ্যোগে রোগী ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে   ১২ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে  এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাজসেবা মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়িত, ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসুচি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন শামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ , জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু , মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

স্বাগত বক্তা রাখেন   মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ২১২ জন রোগী ও ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ করেণ।

আরও খবর



মোরেলগঞ্জে ৫ হাজার ৬০ প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ প্রনোদনা বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

শেফাল আক্তার রাখি মোরেলগঞ্জ, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে রবি ২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৬০ জন কৃষকদের মাঝে সার, বীজ, কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ কৃষি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ্ধসঢ়;-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আকাশ বৈরাগী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, বিপ্লব মন্ডল প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে এ উপজেলায় ১৬ টি ইউনিয়নসহ পৌরসভার ২৬৬০ জন প্রান্তিক কৃষকদের জনপ্রতি ২০ কেজি গম বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার ভূট্টা চাষিদের ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি সার, সূর্যমুখী ১ কেজি বীজ, সরিষা ১ কেজি, খেসারি ৮ কেজি, এমওপি সার ৫ কেজি, ডিএপি ১০ কেজি পৃথক পৃথক চাষিদের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়াও হাইব্রিড বোরো ধানের বীজ সহায়তা ২৮০০ চাষিদের মাঝে ২ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়।


আরও খবর



বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে ব্যবসায়ী রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার অন্য ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রাজু ফকির চিতলমারী উপজেলার খিলিগাতি গ্রামের রেজাউল ফকিরের ছেলে। হত্যার শিকার রুবেল ফকির একই গ্রামের মৃত মহসিন ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারী উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল ফকিরের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাগ-বিতণ্ডা হয় রাজু ফকিরের। একপর্যায়ে রাজু ফকির ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল করিম ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। আদালত চার্জ গঠনের সময় এক আসামিকে অব্যাহতি দেন।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি মোহাম্মাদ আলী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফয়সাল আরেফিন।


আরও খবর