Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

ঝড়-বৃষ্টি আভাস, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ শুক্রবার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য দেশের নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেতও তোলা হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালে ২৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আরও খবর



সুনামগঞ্জে অবৈধমালসহ গ্রেফতার ১২

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর, বিশ^ম্ভরপুর, সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা সীমান্তে চোরাকারবারী ও চাঁদাবাজদের দৌড়াত্ব বৃদ্ধি পেয়েছে। তারা সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে প্রতিদিন পাচাঁর করছে কয়লা, পাথর, সুপারী, চিনি, মদ, গাঁজা, ইয়াবা, গরু, মহিষ, ছাগল, কাঠ ও কসমেটিকসহ নানান পন্য। এসবের বিনিময়ে আবার মাছ ও সবজিসহ নানান দ্রব্য সামগ্রী ভারতে পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে- জেলার জগন্নাথপুর উপজেলার অস্থায়ী থানা ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১২০বস্তা (৬ হাজার কেজি) ভারতীয় অবৈধ চিনি বোঝাই ২টি পিকআপ ভ্যান, ২টি প্রাইভেট কার ও নগদ ১৩ লাখ ১৪হাজার ১০০টাকাসহ হবিগঞ্জ জেলার উমেদনগর গ্রামের অলিউর রহমান জুলহাস (৩০) ও জসিম উদ্দিন (২৮), এজেলার চুনারুঘাট উপজেলার শনখলা গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৯), একই উপজেলার দক্ষিণ হাতুন্ডা গ্রামের মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), উত্তর সাংঘর গ্রামের আনোয়ার হোসেন (৩২), বানিয়াচং উপজেলার কালানজুরা গ্রামের আনহার মিয়া (২৫), সুনামগঞ্জ পৌরশহরের বড়পাড়া গ্রামের মাসুম মিয়া (২৪), এজেলার বিশ^ম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের আমীর হোসেন (২৭), একই গ্রামের আলাল মিয়া (২৪), শরিফ আহমেদ (২৫)কে আটক করাসহ দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ওই উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের শিপন নুর (২৫) কে ৯০পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পৃথক ভাবে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। কিন্তু তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তে সোর্স পরিচয়ধারী বায়েজিদ মিয়া, জসিম মিয়া, চাঁনপুর সীমান্তে আবু বক্কর, আলমগীর, রফিকুল, টেকেরঘাট ও বালিয়াঘাট সীমান্তে ইয়াবা কালাম, রতন মহলদার, কামরুল মিয়া, হোসেন আলী, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, চারাগাঁও সীমান্তে রফ মিয়া, আইনাল মিয়া, সাইফুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, শরাফত আলী, শামসুল মিয়া, বীরেন্দ্রনগর সীমান্তে লেংড়া জামালসহ নেকবর আলী ও তাদের গডফাদার তোতলা আজাদ সিন্ডিকেড তৈরি করে দিনেরাতে অবাধে কয়লা ও মাদকদ্রব্য পাচাঁর করার পর সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে লাখলাখ টাকা চাঁদাবাজি করলেও এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়না। তাদের নেতৃত্বে চোরাচালান করতে গিয়ে বালিয়াঘাট ও লাউড়গড় সীমান্তে চোরাই কয়লার গর্তে পড়ে ও যাদুকাটা নদীতে ডুবে গত ২ মাসে ৪ জনের মর্মান্তিক মৃত হয়েছে। তারপরও সোর্স ও তাদের গডফাদারের বিরুদ্ধে মামলা হয়নি। যার ফলে তাদের দাপট দিনদিন শুরু বেড়েই চলেছে বলে এলাকাবাসী জানান। জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান পৃথক অভিযানে অবৈধ মালামালসহ ১২জন চোরাকারবারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান- এব্যাপার থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



সিংড়ায় ১৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি:চাল-ডাল, তেল,গ্যাস ও পল্লী বিদ্যুতের বিল কমানোসহ কৃষকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বর্পূণ মোড় প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কৃষক আবু মিয়া, আজাদ আলী শেখ 


আরও খবর



পাগলা হাতির আক্রমণে কৃষক ও শিশুর মর্মান্তিক মৃত্যু!

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে পাগলা হাতির আক্রমণে   রামপদ(৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে   বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত রামপদর বাড়ি উপজেলার জুমারপাড়া গ্রামে। সে মৃত ললিতের পুত্র। বুধবার সন্ধার কিছু আগে উপজেলার বাধাইড় ইউপির ধামধুম এলাকার ধানী জমিতে ঘটে আক্রমণ ও মৃত্যুর ঘটনাটি। একই দিন নাচোল উপজেলার নেজামপুর ইউপির লক্ষিপুর মোড় এলাকার মানিকপাড়া গ্রামে পাগলা হাতির আক্রমণে মোবাসশির (১৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 

জানা গেছে, সকালের দিকে একটি হাতি আমনুরার দিক থেকে জনতার ধাওয়া খেয়ে ধানী মাঠ দিয়ে ধামধুম এলাকায় আসার সময় জমিতে কীটনাশক স্প্রে করছিল কৃষক রামপদ। তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতিটি। স্থানীয়রা মাটিতে পড়ে থাকা কৃষক রামপদকে উদ্ধার করে  হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ছেলে মেয়ে ও প্রতিবেশী দের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকা। এঘটনায় এলায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। 

তানোর থানার ওসি আব্দুর রহিম ঘটনা নিশ্চিত করে বলেন, হাতিটিকে এখনো ধরা যায়নি। স্থানীয় জনতা ও প্রশাসনের লোকজন এবং বন বিভাগের কর্মকর্তারা মিলে হাতিটিকে ধরতে চেষ্টা চলানো হচ্ছে।

এছাড়াও সকালের দিকে পাগলা হাতির আক্রমণে মোবাসশির(১৩) নামের এক শিশুর মৃত্যু হয়। বুধবার সকালের দিকে নাচোল উপজেলার পুর ইউনিয়নের লক্ষিপুর মোড় এলাকার মানিক পাড়া গ্রামে ঘটে মৃত্যুর ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুলের ছেলে। এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মানিকপাড়া গ্রামের আজহার নামের এক ব্যক্তি বলেন, বুধবার সকাল থেকে দুটি পাগলা হাতি চলাফেরা করছিল। এসময় দুই হাতির মাঝে পড়ে যায় শিশু মোবাসশির। তখন হাতি দুটি শিশুকে আছড়ে মাটিতে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মোবাসশির কে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড় থেকে আটক করা হয়েছে। আরেকটিকে আটক করা যায়নি।বিভাগীয় বন কর্মকর্তা নিয়ারমুল রহমান বলেন, ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তা পাঠানো হয়েছে, পাগলা হাতিকে এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। হাতি পরিচালনাকারী মাহুতকে প্রথমে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়ে হাতিটিকে আটকের চেষ্টা চলছে।  তবে এঘটনায় এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়েছে। 
প্রতিবেদন লিখা পর্যন্ত ঘটনাস্থলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন অবস্থান করছেন।

আরও খবর



বাংলাদেশ বিদেশিদের সহযোগিতা ছাড়াই নির্বাচনে সক্ষম: রাশিয়া

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনে সক্ষম বলে মন্তব্য করেছে রাশিয়া।

শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

এর আগে, গত বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। তখন এর অংশ বিশেষ ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের ফেসবুকে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।

পরে শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের পুরো বক্তব্য ইংরেজিতে অংশ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেন, ‘খবর পাওয়া যায় (রিপোর্টেডলি)’ যে মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলেন নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ‘স্বচ্ছতা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্ঠা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।

রুশ মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ নগ্নভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটিকে ওয়াশিংটন ও তার মিত্রদের পক্ষ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার মনে কোনো সন্দেহ নেই যে, জানুয়ারি ৭, ২০২৪ এ বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী, স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে এসব নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।


আরও খবর



"ভোটারপ্রতি ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা"

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ভোটারপ্রতি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন তা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনি ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচনি ব্যয় নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপনে এই ব্যয়সীমা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচসহ একজন প্রার্থীর নির্বাচনি খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। যে দল থেকে সর্বোচ্চ ৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, সে দল সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে। ১০০ প্রার্থীর জন্য সর্বোচ্চ দেড় কোটি টাকা ব্যয় করা যায়। ২০০ প্রার্থীর জন্য তিন কোটি টাকা এবং দুই শতাধিক প্রার্থী দিলে সংশ্লিষ্ট দল সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে।

দলগুলো চাঁদা ও অনুদান অন্যান্য থেকে আয় করতে পারে। তবে নির্বাচনে ব্যয় করতে হয় নির্ধারিত খাতে। এক্ষেত্রে পার্টি প্রধানের ভ্রমণ, পোস্টার, প্রচারকাজের জন্য ব্যয় করতে হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি।

নির্বাচন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ভোটের ফল গেজেট আকারে প্রকাশের পর ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দিলে ১০ লাখ টাকা জরিমানা করতে পারে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


আরও খবর