Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ইসরায়েলি বোমায় গাজায় প্রতিদিন হতাহত ৪০০ শিশু: ইউনিসেফ

প্রকাশিত:বুধবার ২৫ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২২৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য প্রকাশ্যে এনেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ১৮ দিন ধরে চলমান লড়াইয়ে ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৪ শিশু।

জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থার মধ্যপ্রাচ্যের পরিচালক অ্যাডেল খোদর বলেছেন, গাজায় প্রতিদিন প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে।

তিনি বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের বিবেকের ওপর ক্রমবর্ধমানভাবে দাগ কাটছে। হামলায় শিশুদের মৃত্যুর এবং আহত হওয়ার হার কেবলই বিস্ময়কর।

অ্যাডেল বলেন, শিশুদের হত্যা ও পঙ্গু করা, শিশুদের অপহরণ, হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক সহায়তার প্রবেশে বাধা দেওয়া শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।

গত ৭ অক্টোবর থেকে নির্বিচার ইসরায়েলি বোমা হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় আড়াই হাজার। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

সূত্র: ইউনিসেফ


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ ৩৪ দল

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা জানাতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

পাশাপাশি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে ইসিকে জানানোর জন্য পরিপত্র জারি করা হয়। তবে শনিবার রাত পর্যন্ত ইসির ডাকে আওয়ামী লীগসহ সাড়া দিয়েছে মাত্র ১০টি দল। বিএনপিসহ বাকি ৩৪ দল কোনো কিছু জানায়নি।

জানা যায়, গত বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পরদিন ৪৪টি নিবন্ধিত দলকেই জোটগতভাবে ভোট করলে আবেদনের মাধ্যমে জানাতে চিঠি দেয় ইসি। শনিবার (১৮ নভেম্বর) সেই সময় শেষে মোট দশটি দল সাড়া দিয়েছে।

নির্বাচন কমিশন জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে।

এছাড়া বিএনপির সাবেক নেতাদের নিয়ে উজ্জীবিত দল তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আশ দিতে চায় দলটি।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আজ জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। আওয়ামী লীগ বলেছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে।


আরও খবর



মাগুরায় ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তর উদ্যোগে রোগী ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে   ১২ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে  এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাজসেবা মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়িত, ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসুচি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন শামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ , জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু , মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

স্বাগত বক্তা রাখেন   মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ২১২ জন রোগী ও ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ করেণ।

আরও খবর



স্বতন্ত্র প্রার্থীদের ভোটের অনুমতি কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীক নৌকা পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা আওয়ামী লীগের কৌশলগত সিদ্ধান্ত। সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

দেশে নির্বাচনি আমেজ শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে দেশের মানুষ ও নেতা-কর্মীদের আগ্রহ আছে।

বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে।

তিনি আরও বলেন, তাদের (বিএনপি) নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।


আরও খবর



জয়পুরহাটে দেশী মুরগি পালন ও ক্ষুদ্র উদ্যেক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে পোল্ট্রি ক্ষুদ্র -উদ্যেক্তাদের দেশী মুরগি ইকোলজিক্যাল ফার্মিং চর্চার এবং প্রসার উপ-প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (২৭ নভেম্বর ) জেআরডিএম সম্মেলন কক্ষে জেআরডিএমের আয়োজনে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:মহির উদ্দিন, জেআরডিএমের সিনিয়র ডেপুটি ডিরেক্টর শওকত আলী, সহকারি পরিচালক কৃষিবিদ এন. এম ওয়ালিউজ্জামান, এসইপি প্রজেক্ট ম্যানেজার ডা: স্বপন খালকো।

আক্কেলপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান , জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, কৃষিবিদ  জুয়েল রানা, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জিয়াউর রহমান, ক্ষেতলাল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড্: সাগরিকা কাজ্জীসহ অন্যরা।

জেআরডিএমের এসইপি প্রজেক্ট ম্যানেজার ডা: স্বপন খালকো বলেন, পিকেএসএফের অর্থায়নে জেআরডিএমের কারগরি সহযোগিতায় এসইপি প্রজেক্টের আওতায় পোল্ট্রি মার্ভিস সেন্টার

জৈব নিরাপদ পোল্ট্রি খামার তৈরী, ভ্যাক্সিনেশন, সঠিক মাত্রার এন্টিবায়োটিক ব্যবহার, খামারের ডিজাইন, ফিড তৈরির নিয়ম, প্রিবায়োটিক ও প্রোবায়োটিক ব্যবহারের মাধ্যমে আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার গঠন, ময়নাতদন্ত ও ল্যাব টেস্টের মাধ্যমে মুরগির সঠিক চিকিৎসা প্রদান করা। দেশি মুরগির প্যারেন্ট স্টক খামার পরিবেশসম্মত উপায়ে দেশি মুরগির বিস্তারে, ডিম ও এক দিনের বাচ্চা উৎপাদন বৃদ্ধি করা। দেশি মুরগির প্রদর্শনী খামার দেশি মুরগি পালনে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের জন্য প্রদর্শনী খামার স্থাপন করা হবে। জৈব নিরাপত্তা প্রদর্শনী খামার

পরিবেশ সম্মত ও জৈব নিরাপদ খামার তৈরির জন্য নির্বাচিত খামারিদের মাঝে জৈব নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হবে। জৈব বর্জ্য কম্পোস্টিং চেম্বারে পোল্ট্রি খামারের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে খামারের মানসম্মত পরিবেশ বজায় রাখি ও রোগ জীবাণু ছড়ানো থেকে বিরত থাকি । মানসম্মত মুরগি প্রিমিয়াম মার্কেটে প্রবেশ সহজিকরণ প্রকল্পভুক্ত খামারিদের দ্বারা উৎপাদিত দেশি ও নিরাপদ উপায়ে পালিত সোনালি মুরগির মাংস ও ডিম ব্র্যান্ডিং এর জন্য অনলাইনভিত্তিক প্রচার প্রচারণা বাড়ানো হবে।

জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ জুয়েল রানা বলেন,দেশি মুরগি পালনের তুলনামূলক সুবিধা হলো ক্রমবর্ধমান বাজার চাহিদা। অন্যান্য জাতের থেকে পালন খরচ তুলনামূলকভাবে অনেক কম। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দেশি মুরগি পালনের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন নেই ।সাধারণ খাবার যেমন বীজ, ঘাস, মাটি কৃমি, পোকামাকড় এবংরসামান্য পরিপূরক খাদ্য দিয়ে দেশীয় মুরগি পালন করা যায়। অল্প যত্ন, ন্যুনতম আর্থিক উপকরণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই দেশি মুরগি পালন করা সম্ভব।

জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জিয়াউর রহমান বলেন, দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য সংকর মুরগির চেয়ে

বহুগুণে বেশি। দেশি মুরগি সাধারণত রাণীক্ষেত, গুটি বসন্ত, কৃমি, কলেরা ইত্যাদি রোগে আক্রান্ত হয়। তবে নিয়মিত টিকা ও কৃমিনাশকেপ্রয়োগের মাধ্যমে এসকল রোগ প্রতিরোধ করা যায়।

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান বলেন, কেন দেশি মুরগি পালন করব? কারণ, মুরগি পালন করে যে কেউ দারুণ লাভবান হতে পারে। বাজারে দেশি মুরগির চাহিদা সব সময় অধিক থাকে, এটাই দেশি মুরগি পালনের সবথেকে বড় কারন। অন্যান্য জাতের থেকে পালন খরচ অনেক কম।

রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায়, রোগবালাই এর প্রকোপ তুলনামুলক কম থাকে।  দেশি মুরগি পালনের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই। সাধারন খাবার যেমন বীজ, ঘাস, মাটি কৃমি, পোকামাকড় এবং সামান্য পরিপূরক খাদ্য দিয়ে দেশি মুরগি পালন করা যায়। অল্পযত্ন, ন্যুনতম আর্থিক উপকরণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই দেশি মুরগি পালন করা সম্ভব। আধানিবিড় পদ্ধতিতে দেশি মুরগি পালন করে অধিক লাভবান হওয়া যায়। জৈব এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত পণ্যের চাহিদার কারণে সাম্প্রতিক বছরগুলিতে ভোক্তাগণ দেশি মুরগিকে প্রিমিয়াম মূল্য দেয়া শুরু করেছে।

জয়পুরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মহির উদ্দীন বলেন, আধা-নিবিড় পদ্ধতিতে দেশি মুরগি পালন বানিজ্যিকভাবে দেশি মুরগি পালনের ক্ষেত্রে আধানিবিড় পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন পদ্ধতির সাথে আধানিবিড় পদ্ধতির পার্থক্য মুলত বাসস্থান, খাবার ও খরচের মধ্যে। সনাতন পদ্ধতিতে একটি ৩৫ দিন, অন্যদিকে আধানিবিড় পদ্ধতিতে সময়লাগে মাত্র সম্পূর্ণ হতে সময়লাগে ১৩০-১৩৫ দিন, অন্যদিকে আদানিবিড় পদ্ধতিতে সময় লাগে মাত্র ৮০-৯০ দিন। যা ডিম ও মাংসের উৎপাদনকে দ্বিগুন করে। ঠিক এই কারণেই বানিজ্যিক ভাবে দেশি মুরগি পালনে আধানিবিড় পদ্ধতি আদর্শ।  আবার এতে পরিশ্রমও খুব বেশী হয়না। সেই সাথে রোগবালাই কম হয়।

জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বলেন, দেশী মুরগি স্বাদ ও মানে অনন্য। বর্তমান বাজারে মুরগির কোনো অভাব না থাকলেও দেশি মুরগির চাহিদা চোখে পড়ার মত। আর প্রিমিয়াম দাম থাকার কারণে, সঠিক পদ্ধতিতে দেশি পালন করে যে কেউ দারুণ লাভবান হতে পারে। এজন্য পিকেএসএফ এর অর্থায়নে জেআরডিএমের কারিগরি সহায়তায় এসইপি প্রজক্টে বেকারত্ব দুরীকরণে প্রশিক্ষনের মাধ্যমে দেশী মুরগি পালনে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে।


আরও খবর



ডিসি পদে দুই জেলায় রদবদল

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জেলা প্রশাসক (ডিসি) পদে দুই জেলায় রদবদল করা হয়েছে। জেলা দুটি হলো- ময়মনসিংহ ও সুনামগঞ্জ। শনিবার (২ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানকে বদলি করে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে।

অন্যদিকে জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে পদায়ন করা হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে, দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।


আরও খবর