Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ ৩৪ দল

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা জানাতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

পাশাপাশি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে ইসিকে জানানোর জন্য পরিপত্র জারি করা হয়। তবে শনিবার রাত পর্যন্ত ইসির ডাকে আওয়ামী লীগসহ সাড়া দিয়েছে মাত্র ১০টি দল। বিএনপিসহ বাকি ৩৪ দল কোনো কিছু জানায়নি।

জানা যায়, গত বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পরদিন ৪৪টি নিবন্ধিত দলকেই জোটগতভাবে ভোট করলে আবেদনের মাধ্যমে জানাতে চিঠি দেয় ইসি। শনিবার (১৮ নভেম্বর) সেই সময় শেষে মোট দশটি দল সাড়া দিয়েছে।

নির্বাচন কমিশন জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে।

এছাড়া বিএনপির সাবেক নেতাদের নিয়ে উজ্জীবিত দল তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আশ দিতে চায় দলটি।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আজ জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। আওয়ামী লীগ বলেছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে।


আরও খবর



মেটলাইফের বিমা সুবিধা পাবেন হোটেল হলিডে ইন ঢাকার কর্মীরা

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :[ঢাকা, ২৭ নভেম্বর ২০২৩] হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বাংলাদেশে তাদের কর্মীদের বিমা সুবিধা প্রদান করতে সম্প্রতি মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তির অংশ হিসেবে হোটেলটির সকল কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা চিকিৎসা, জীবনহানি ও অক্ষমতার ক্ষেত্রে বিমা সুরক্ষার আওতায় থাকবেন। কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বিমা নিষ্পত্তি সেবা, বিমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রতিষ্ঠানটি। হাবিব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড -এর মালিকানাধীন হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বিশ্বের সুপরিচিত হোটেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম, যারা ব্রিটিশ বহুজাতিক হসপিট্যালিটি প্রতিষ্ঠান

ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি)-এর অংশ। বাংলাদেশে মেটলাইফ ৯শ’টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ৩,৮৫,০০০-এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বিমা সেবা প্রদান করছে। ২০২২ সালে মেটলাইফ এর পলিসি হোল্ডারদের প্রায় ৩,২২৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে।

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার নুরিজান বিনতি ইয়াকুব বলেন, “হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আমরা আমাদের গ্রাহক ও তাদের পরিবারের জন্য বিশ্বমানের বাসস্থান ও সেরা অভিজ্ঞতা নিশ্চিত করি। আমরা আমাদের কর্মীদের জন্যও সেরা সুবিধা নিশ্চিত করতে চাই।

মেটলাইফের সাথে সহযোগিতার মধ্য দিয়ে এটা করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।” মেটলাইফ বাংলাদেশের চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “যে সকল প্রতিষ্ঠান তাদের কর্মীদের প্রতি যত্নশীল তাদেরকে সেবা দিতে পেরে আমরা গর্বিত। আমাদের চাহিদা-ভিত্তিক সমাধান হলিডে ইন ঢাকা সিটি সেন্টার হোটেলের কর্মীদের প্রয়োজন পূরণে সক্ষম হবে।”

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব অপারেশনস মো. শহিদুস সাদেক তালুকদার, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অব ফাইন্যান্স তানভীর আহমেদ শ্যামল ও হিউম্যান রিসোর্স ম্যানেজার সেন্টু মারমা। মেটলাইফ বাংলাদেশের এমপ্লয়ি বেনিফিটসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, ম্যানেজার এস এম শাহরিয়াজ আরাফাত, ম্যানেজার নাফিস ইসলাম এবং ইউনিট ম্যানেজার আমির।


আরও খবর

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এমপি শিবলী সাদিক

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:- হাকিমপুরের পথসভা করেছেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। মঙ্গলবার দুপুর ২ টায় হিলি চারামাথা মোড়ে পথসভা করেন তিনি। এসময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকুসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল ১০ টায় ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা ঘোড়াঘাট জিরোপয়েন্টে পৌঁছালে ৪ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ কয়েক হাজার মোটরসাইকল, মাইক্রোবাস ও ট্রাক যোগে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতাকর্মিরা। এরপর তিনি হাজার হাজার মানুষের ঢল নিয়ে জিরোপয়েন্ট থেকে একটি মসজিদের ভিত্তি স্থাপন এর উদ্বোধন করেন তিনি। পরে তিনি ঘোড়াঘাট-গাইবান্ধা মোড়ে পথসভায় যোগ দেন। নেতাকর্মীদের স্লেগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এরপর তিনি বিকেল ৪ টায় বিরামপুর উপজেলা ঢাকা মোড়ে পথসভায় যোগ দেন। পরে তিনি নবাবগঞ্জ উপজেলায় পথ সভায় যোগ দেন।

পথসভায় এমপি শিবলী সাদিক বলেন, আজকের এই মনোনয়ন প্রাপ্ত দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও নেতা কর্মীদের প্রাপ্তি। তৃতীয়বারের মতো মনোনয়ন প্রাপ্তি আপনাদের দোয়ায় সফল হয়েছি। এই নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন নয়, এই নির্বাচন সংবিধান ও বাংলাদেশের অগ্রযাত্রা কে রক্ষা করা ও সন্ত্রাসকে দমন করা নির্বাচন। এই এলাকার গরীব, দুঃখী অসহায় মেহনতি মানুষের যে আকাঙ্খা ও চাওয়া সেটি যেন জাতির জনকের কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিতে পারি।

আপনারা সকলে দোয়া করবেন। দিনাজপুর-৬ আসনের হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শিবলী সাদিক। তরুন মেধাবী, যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে আগেই দিনাজপুর- ৬ এলাকাবাসীর নজর কেড়েছেন এমপি শিবলী সাদিক।


আরও খবর



নাসিরনগরে (বাসক) নামক এক মানবাধিকার সংস্থার সভাপতি সম্পাদক সহ চার জনের বিরোদ্ধে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের  নুরপুরে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) নামক একটি মানবাধিকার  সংস্থার  সভাপতি সম্পাদকের বিরুদ্ধে খালি ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। জানা গেছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর সভাপতি নুরপুর গ্রামের মোঃআবুল কাশেম ও সম্পাদক মো: রফিক চিশতী,সদস্য কায়েশ রাজা ও বিলকিছ বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন একই গ্রামের মোঃ আছমত আলীর স্ত্রী রাবিয়া বেগম।মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে রাবিয়া বেগমের ছেলে রাসেল মিয়া বিলকিছের ছেলেকে এক বছর পূর্বে সৌদি আরব পাঠায়। সেখানে ওই ছেলে অশান্তিতে রয়েছে বলে বাংলাদেশ আইন সহায়তা  কার্যালয়ে নুরপুর এলাকায় অভিযোগ করেন বিলকিস বেগম।পরে এ নিয়ে  বাসক এর সভাপতি আবুল কাশেম, সম্পাদক মো: রফিক চিশতী, স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে রাবিয়া বেগম কে তাদের কার্যালয়ে ডেকে আনা হয়।

বিষয়টি সমাধানের চেষ্টা চলে।ওই দিন সমাধান হয়নি।পরবর্তী তারিখে রাবিয়া বেগম আসমত আলী, রুপালী বেগম, রিনা বেগম  বাসক কার্যালয়ে যায়। সেখানে বিষয় টি নিষ্পত্তি করার জন্য রফিক চিশতি,  রাবিয়া বেগম ও আসমত আলী কাছ থেক  ১০০ টাকার ৩টি ননজুডিশিয়া খালি  ষ্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। তারা স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে তাদের প্রাণে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক  স্বাক্ষর আদায় করে নেয়া হয়।এই ঘটনায় গত ১৫ নভেম্বর  ব্রাহ্মণবাড়িয়া আদালতে ফৌঃ কার্যবিধির ৯৮ ধারাএকটি মামলা দায়ের করেন যার নম্বর ১৫৯৬/২৩।

মাননীয় আদালত বিবাদীগণকে আদালতে তলব করেন সেই সাথে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বাসকের কার্যক্রমের বৈধতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীনি  বলেন আমি আদারতের মাধ্যমে এর সুষ্ঠ সমাধান চাই।বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)এর নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম বলেন আমরা উনাকে নোটিশ করেছি তবে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নভেম্বরে ৫৬৬ সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত, আহত ৬০৫: যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নভেম্বর মাসে ৫৬৬ টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত, ৬০৫ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৩১ টি দুর্ঘটনায় ২৩ জন নিহত, ২৫ জন আহত হয়েছে। নৌ-পথে ০৬ টি দুর্ঘটনায় ০৫ জন নিহত, এবং ০১ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬০৩ টি দুর্ঘটনায় ৫০৩ জন নিহত এবং ৬৩০ জন আহত হয়েছে। এই সময়ে ১৪৭ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত, ৮৫ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ২৫.৯৭ শতাংশ, নিহতের ৩০.৫৬ শতাংশ ও আহতের ১৫.০১ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৮৩ টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে ২২ টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আজ ০৫ ডিসেম্বর মঙ্গলবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২১ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৩ জন চালক, ৫৪ জন পথচারী, ২০ জন পরিবহন শ্রমিক, ৬৭ জন শিক্ষার্থী, ০৩ জন শিক্ষক, ৬৪ জন নারী, ৪৪ জন শিশু, ০২ জন সাংবাদিক, ০২ জন চিকিৎসক , ০১ জন আইনজীবী, ০ ২ জন প্রকোশলী, ০১ জন মুক্তিযোদ্ধা,  এবং ১২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।   এদের মধ্যে নিহত হয়েছে- ০৪ জন পুলিশ সদস্য, ০২ জন চিকিৎসক , ০২ জন সাংবাদিক, ০১ জন আইনজীবী, ০১ জন মুক্তিযোদ্ধা, ০২ জন প্রকোশলী, ১০৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ৪৫জন পথচারী, ৫১ জন নারী, ৩২ জন শিশু, ৩৬ জন শিক্ষার্থী, ১৩ জন পরিবহন শ্রমিক, ০৩ জন শিক্ষক, ও ০৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৮২৭ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২০.৭৯ শতাংশ মোটরসাইকেল, ২৭.৪৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ৩৪.৬২ শতাংশ বাস, ১০.৫১ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৬.৫২ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৫.৫৬ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫.৩২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ৪০.৮১ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ১৩.৯৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১০.২৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৩৪.৬২ শতাংশ বিবিধ কারনে, এবং ০.৩৫ ট্রোন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এ মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৯.৭৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২১.৫৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ১৩.০৪ শতাংশ ঢাকা মহানগরীতে, ২.৬৫  শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৩৫ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

বিভাগ.

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণসমূহ :

১. ট্রাফিক আইনের অপপ্রয়োগ, দুর্বল প্রয়োগ, ট্রাফিক বিভাগের অনিয়ম দুর্নীতি ব্যাপক বৃদ্বি।

২. মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা ও  তিন চাকার যানের ব্যাপক বৃদ্ধি ও এসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচল।

৩. সড়ক-মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কে বাতি না থাকা । রাতের বেলায় ফক লাইটের অবাধ ব্যবহার।

৪. চলতি বর্ষায় সড়ক মহাসড়কের ছোট বড় গর্তের সৃষ্টি।

৫. যানবাহনের ত্রুটি,  ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা।

৬. উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাদাঁবাজি।

৭. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়াভাবে যানবাহন চালানো।

দুর্ঘটনার প্রতিরোধে সুপারিশসমূহ :

১. জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও র্স্মাট গণপরিবহন গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার রাখা ।

২. মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানী ও নিবন্ধন বন্ধ করা।

৩. দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহন, ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস প্রদান।

৪. রাতের বেলায় বাইসাইকেল ও মোটরসাইকেল চালকদের রিফ্লেক্টিং ভেস্ট পোশাক পরিধান বাধ্যতামূলক করা।

৫. সড়কে চাদাঁবাজি বন্ধ করা, চালকদের বেতন ও কর্মঘন্টা সুনিশ্চিত করা।

৬. রাতের বেলায় চলাচলের জন্য জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পর্যাপ্ত আলোক সজ্জার ব্যবস্থা করা।

৭. চলতি বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তার মাঝে সৃষ্ট ছোট বড় গর্ত দ্রুত অপসারন করা।

৮. গণপরিবহন বিকশিত করা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা। মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেইফটি অডিট করা।


আরও খবর



কুমিল্লা-২ হোমনা-মেঘনায় আ.লীগ, জাতীয় পার্টি স্বতন্ত্রসহ ১২ জনের মনোনয়পত্র দাখিল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-০২ আসনের মনোনয়নপত্র দাখিল। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ মনোনয়নপত্র জমাদানের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর একটার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন প্রধান সড়কে দলীয় কার্যালয়ের সামনে প্রথমে শ্লোগান পাল্টা শ্লোগানে উত্তেজনা সৃস্টি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উপজেলা সদরে অধ্যক্ষ আবদুল মজিদের নিজের বাড়িতে স্থাপিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ডটি খুলে ফেলেন তার কর্মী সমর্থকরা। এসময় আইনশৃঙ্খলাবাহিনী নিয়ে হোমনা সার্কেলের এএসপি মীর মুহসীন মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সকাল দশটায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ সেলিমা আহমাদ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা ইউএনও’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সঙ্গে ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব.) আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও জেলা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খন্দকার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আ.লীগ নেতা গাজী ইলিয়াস, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমানের কাছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা খন্দকার শাহ আলম হোমনায় তার মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে মেঘনায় সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের কাছে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম স্বতন্ত্র প্রার্থী, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোন মনোনীত মাওলানা সুলতান মহিউদ্দিন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্রে জানা যায়, কুমিল্লা-০২ (হোমনা- মেঘনা) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি, জাতীয় পার্টি মনোনীত এটিএম মঞ্জুরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মনোনীত মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত মাওলানা সুলতান মহিউদ্দিন, ইসলামী ফ্রন্ট মনোনীত হাফেজ আবদুস ছালাম, তৃণমূল বিএনপি মনোনীত মো. মাইন উদ্দিন, জাকের পার্টির আ. লতিফ স্বপন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত আবদুছ ছালাম, বাংলাদেশ সাস্কৃতিক মুক্তিজোট মনোনীত সিরাজুল টম সুডেন ও স্বতন্ত্রভাবে হোমনা উপজেলা আওয়ামী লীগ মনোনীত অধ্যক্ষ আবদুল মজিদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খন্দকার।


আরও খবর