Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ইরানে বিষাক্ত মদ পানে ১৭ মৃত্যু, ৪ বিক্রেতার মৃত্যুদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৮৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বিষাক্ত মদ বিক্রির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তাদের বিক্রি করা মদ পানে জুন মাসে ১৭ জনের মৃত্যু এবং প্রায় ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকে দেশটিতে মদের বিশাল অবৈধ বাণিজ্যের জন্ম হয়েছে, যার মধ্যে বিষাক্ত মিথানলও রয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেছেন, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদ বিতরণের জন্য ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের এক থেকে পাঁচ বছর মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।দোষীরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

জুন মাসে কর্তৃপক্ষ বলেছিল, তারা একটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে ছয় হাজার লিটারের বেশি অবৈধ মদ জব্দ করেছে।

এদিকে অ্যালকোহলযুক্ত নকল পানীয় সেবনের কারণে এ বছর মার্চ পর্যন্ত ৬৪৪ জন মারা গেছে। ইরানের ফরেনসিক ইনস্টিটিউট জানিয়েছে, এ সংখ্যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এছাড়া ২০২০ সালে করোনা মহামারির সময় অন্তত ২১০ ইরানি অবৈধ মদ পান করার পর মারা গিয়েছিল।

প্রসঙ্গত, ইরানের খ্রিস্টান, ইহুদি ও জরথুস্ট্রিয়ান সংখ্যালঘুরা শুধু মদের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিপ্রাপ্ত।

সূত্র: এএফপি।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




ঢাকা-৫ আসনে মনোনয়ন পাওয়ায় হারুনুর রশিদ মুন্না কে অভিনন্দন জানিয়েছেন আনোয়ার হোসেন

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২৪৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃঢাকা-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে হারুনুর রশিদ মুন্নার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার ২৬ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এই ঘোষণা দেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে হারুনুর রশিদ মুন্নার নাম ঘোষণা হওয়ায় এলাকায় নেতা কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

ঢাকা-৫ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার কারণে হারুনুর রশিদ মুন্না কে অভিনন্দন জানিয়েছেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, একজন যোগ্য রাজনীতি বিদের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা হারুনুর রশিদ মুন্না কে যথার্থ মূল্যায়ন করেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে বিপুল ভোটে হারুনুর রশিদ মুন্না কে নৌকা প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে জয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরব।

হারুনুর রশিদ মুন্না দীর্ঘ বছর যাবত ডেমরা-যাত্রাবাড়ি তথা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংগঠিত করে রেখেছেন।এই এলাকায় তিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগের এমপি বানানোর কারিগর হিসেবে কাজ করেছেন। এবার নিজেই এমপি হবেন এটা শুধু সময়ের ব্যাপার মাত্র।


আরও খবর



ওজন কমাবে শীতের ৩ খাবার

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক : ওজন কমাতে আমরা কত কিছুই না করে থাকি। শারীরিক ব্যায়াম, ডায়েট মেনে চলা, নানা ধরনের ওষুধ খাওয়া ইত্যাদি। তবে এর সঙ্গে খাদ্য তালিকায় সঠিক খাবার রাখতে পারলে আরও ভালো হয়। এখন শীতের মৌসুম শুরু হয়েছে, নানা ধরনের সবজি ও ফল অন্যান্য সময়ের তুলনায় বেশি পাওয়া যায়। তাই খাদ্য তালিকার রাখতে পারেন এগুলো।

এ শীতে কী কী খাবার খেলে দেহের ওজন কমবে, আসুন জেনে নিই:

* আপনি স্ন্যাকস হিসেবে সারাদিন স্ট্রবেরি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি থাকে। তাই যখন-তখন খিদে পায় না। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে।

* শীতে আপনার খাদ্যতালিকায় রাখতে পারেন পালংশাক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, সি, ডি, পটাসিয়াম, ক্যালসিয়াম, ডায়াটারি ফাইবার, এবং কোয়ার্সেলিন ও কায়েম্ফোরিনের মতো এন্টি-অক্সিডেন্ট থাকে। যা আপনার ওজন কমাতে সাহায্য করে। এছাড়া এটা দৃষ্টিশক্তির ক্ষেত্রেও বেশ উপকারী।

* নারকেলের শাঁস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা দেহের মেদ ঝরাতে সাহায্য করে। এছাড়া এটি ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করে।


আরও খবর



ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১২৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে পৌঁছেছে।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৬৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৫৪ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৫৩২ জন ছাড়পত্র পেয়েছেন।


আরও খবর



প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন শুরু করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রথম দিন ৪২ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন। যাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়া বেশির ভাগের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতা ছিল।

এদিন সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে এ আপিল আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

এর আগে, গতকাল সোমবার (৪ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তি সংক্রান্ত নোটিশ জারি করে ইসি।

ইসি জানায়, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যেই আপিল করতে হবে।


আরও খবর



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিজিবি সদস্যরা।

সোমবার (২০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি।


আরও খবর