Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ইংলিশ তারকা ব্রাডম্যানের ৯৩ বছরের রেকর্ড ভাঙলেন

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৬৬ বলে ১৫০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যান। এতদিন লর্ডসে সেটিই ছিল দ্রুততম ১৫০ রানের রেকর্ড। দীর্ঘ ৯৩ বছর পর তার সেই রেকর্ড ভাঙলেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট।

গতকাল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ডাকেট ১৫০ রান তুলেন ১৫০ বলে। অর্থাৎ, এই মাইলফলকে পৌঁছাতে ব্রাডম্যানের চেয়ে ১৬ বল কম খেলেছেন ডাকেট। যদিও ডাবল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথে আরও একটি রেকর্ড গড়া হয়ে গেছে ডাকেটের। ১৯২৪ সালের পর তিনিই প্রথম ক্রিকেটার লর্ডসে লাঞ্চের আগেই যিনি সেঞ্চুরি করেছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কেমন ব্যাটিং করেছে ডাকেটের ইনিংস সেটিরই নমুনা। প্রথম ইনিংসে আইরিশদের ১৭২ রানের জবাবে ৪ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ডাকেট ডাবল সেঞ্চুরি বঞ্চিত হলেও সেই মাইলফলক ছুঁয়েছেন ওলি পোপ। তিনে নেমে ২০৮ বল খেলে ২২ চার ও ৩ ছক্কায় ২০৫ রানের ইনিংস খেলেন তিনি।

ওপেনিংয়ে ১০৯ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে ২৫২ রানের জুটি গড়েন ডাকেট ও পোপ। ৩৬১ রানে ডাকেটের বিদায়ের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন জো রুট। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০৭ রানের বিদায় নেন রুট। এরপর ৫২৪ রানের মাথায় পোপ বিদায় নিলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৭ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।


আরও খবর



মাগুরায় স্কুল ছাত্রী কিশোরীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় স্কুল ছাত্রী কিশোরীকে হত্যা চেষ্টার এক মাস পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেফতার করতে না পারা ও ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা, আসামিদের গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবিতে  সোমবার ৪ আগস্ট সকালে  মাগুরা সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগীর সহপাঠী ও সচেতন মাগুরাবাসী। 

ভুক্তভোগীরা  জানান, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী রুবাইয়া ইয়াসমিন মাইশা কে  প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  গত ২৮ জুলাই শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠান থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় গুরুতর আঘাত ও নানা রকম অত্যাচার করে  করে তার বড় বোন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিউটিশিয়ান  ঐশীর সহপাঠী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারদী কলেজের অনার্স এর ছাত্র ইব্রাহিম, রাফি,তালহা  ও সাজ নামে ৪ যুবক। এ ঘটনার পর প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাইশাকে।  প্রায় ১৫ দিন অজ্ঞান থাকার পর মাইশা জ্ঞান ফিরে  প্রকাশ করে ওই ঘটনা। গুরুতর আহত অবস্থায় এখনো ঢাকা মেডিকেল কলেজ   হাসপাতালে চিকিৎসাধীন আছে শিশুটি। ঘটনার পর বিষয়টিকে মোটরসাইকেল দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে চেষ্টা চালায় ইব্রাহিম ও তার সঙ্গীরা। পরে মাইশার কাছ থেকে বিষয়টি জানতে পেরে এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা করতে যান তার মা রেহানা পারভীন। কিন্তু সেখানে মামলা না নেয়ায় মাগুরা জেলা জজ  কোর্টে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন রেহানা। ঘটনার পর থেকে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে মাইশার পরিবারকে চাপ দিয়ে আসছে প্রভাবশালী  আসামিদের পরিবার ও স্বজনরা।

 অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আরও খবর



খুলনায় পুলিশের অভিযানে ১০৫ কেজি ভেজাল মধু সহ ২জন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টা ৪০ মিনিটে আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ এলাকায় একটি কারখানায় নকল ও কথিত মধু (ভেজাল মধু) উৎপাদিত হচ্ছে মর্মে সংবাদের প্রেক্ষিতে আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে জনৈক অপু সাহেবের টিনসেড বাড়িতে অভিযান পরিচালনা করে ০১ মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪), পিতা-আব্দুর রশিদ @ চিনি রশিদ, মাতা-ফিরোজা বেগম, সাং-মাথুরাপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা এবং ০২) শেখ শাহরিয়ার মাসুদ (৩৮), পিতা-শেখ মুজিবর রহমান, মাতা-শাহানারা বেগম, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনাদ্বয়কে কথিত মধু (ভেজাল মধু) এবং কথিত মধু (ভেজাল মধু) তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। যে সকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১) ১০৫ (একশত পাঁচ) কেজি (কথিত ভেজাল মধু); ২) ০১ টি হলুদ রংয়ের প্লাস্টিকের তৈরি ড্রামে রক্ষিত চিনি সিরা, ওজন ১০ (দশ) কেজি; ৩) Fresh, ০২ লিটারের পানির বোতলে রক্ষিত জালানো মধু, যাহা রং হিসেবে মধু তৈরিতে ব্যবহৃত হয়, ওজন ০২ কেজি; ৪) সাদা প্লাস্টিকের কৌটায় রক্ষিত ফিটকিরি চূর্ণ, ওজন ২০০ গ্রাম; ৫) ০১টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি, ওজন ১২ কেজি; ৬) ০১ টি প্লাস্টিকের পানির জার যাহার গায়ে রং দিয়ে MD লেখা; ৭) ০১ টি নীল রংয়ের প্লাস্টিকের অর্ধেক ড্রাম, যা মধু রাখার কাজে ব্যবহৃত হয়; ৮) ০১ টি এক বার্নার বিশিষ্ট গ্যাসের চুলা, যার গায়ে omera লেখা; ৯) ০১ টি BEXIMCO ব্রান্ডের গ্যাস সিলিন্ডার; ১০) ০১ টি MEGHNA ডিজিটাল পরিমাপক যন্ত্র; ১১) প্লাস্টিকের তৈরি নীল কর্কযুক্ত সাদা রংয়ের বোতল ১৪ (চৌদ্দ) টি; ১২) কাঁচের তৈরি বোয়েম ১২ টি; ১৩) সাদা রংয়ের প্লাস্টিকের তৈরি ছোট কৌটা ২৪ (চব্বিশ) টি; ১৪) সাদা কর্কযুক্ত প্লাস্টিকের ছোট বোতল ৩৬ টি; ১৫) সবুজ রংয়ের প্লাস্টিকের তৈরি কর্ক (মধু ঢালার পাত্র) ০১ (এক) টি এবং ১৬) কালো জিরা ফুলের মধু লেখা স্টিকার ০৫ (পাঁচ) টি।
উল্লেখ্য, অভিযানকালে জানা যায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এই ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লূকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। তারপর উক্ত মিশ্রন ঠান্ডা হলে তাতে সামান্য পরিমান মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর উক্ত মিশ্রন বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু। সে প্রেক্ষিতে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১) মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪) এর বিরুদ্ধে ০২ টি মামলা এবং ০২) শেখ শাহরিয়ার মাসু (৩৮) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর



সিরাজগঞ্জে হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক মালিকদের সম্মনয়ে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সেপ্টেম্বর ২০২৩ সিরাজগঞ্জ পৌরসভার পৌর সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর,ও সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ. কে. ফরহাদ হোসাইন এর সঞ্চালনায় হাসপাতাল বর্জ্য ব্যাবস্থাপনা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী উপ-পরিচালক মোঃ আহসান হাবীব, 


সিরাজগঞ্জ সিভিল সার্জেন ডাঃ রামপদ রায়,  
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল ১ মেয়র মো. নুরুল হক, এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আমিনুল হক, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা কনসালট্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ততিৎ কান্তি বিশ্বাস, স্বপ্ন নির্বাহী পরিচালক মোঃ জিয়াউর রহমান, জাতীয় বিশেষজ্ঞ ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা এস.এম জুবায়ের বিন আরাফাত, প্রমূখ, 

প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্য বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে কারণ চিকিৎসা বর্জ্যর সঙ্গে চিকিৎসা প্রক্রিয়ায় যেসব বর্জ্য তৈরি হয় তা মেডিকেল বর্জ্য হিসেবে ধরা হয়। তবে সাধারণ মানুষের ব্যবহার করা মাস্ক-গ্লাভস, পিপিই বা একই ধরনের অন্যান্য বর্জ্যকে মেডিকেল বর্জ্য হিসেবে ধরা হবে কি-না তা এখনো পরিষ্কার হয়নি। এ ধরনের বর্জ্যরে দুই ধরনের প্রভাব রয়েছে। একটি জনস্বাস্থ্যগত, অন্যটি পরিবেশগত। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জনস্বাস্থ্যগত দিক লক্ষ করলে দেখা যাবে, এ বর্জ্যরে নিরাপদ বিনষ্ট ও শোধন না হলে পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। তাই বিনষ্ট ও শোধনের আগের কয়েকটি ধাপ যেমন বর্জ্য শনাক্ত করা, আলাদা করা ও পরিবহনের সঙ্গে জনস্বাস্থ্যগত ঝুঁকি যুক্ত থাকে। এ বিষয়ে প্রশিক্ষণ, তদারকি ও মনিটরিং প্রয়োজন হয়ে পড়েছে।


আরও খবর



বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যাক্ত

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত বাতিল হলো । দফায় দফায় বৃষ্টিতে ৩৩.৪ ওভার শেষে খেলা বন্ধ হলে আর মাঠে গড়ানো সম্ভব হয়নি খেলা। শেষ পর্যন্ত বাতিলের ঘোষণা জানিয়েছে দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসের পর নির্ধারিত সময়ে খেলার শুরু হলেও ৪.৩ ওভারের খেলা শেষে নামে বৃষ্টি। প্রথমবার প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। 

বৃষ্টি বিরতি শেষে খেলা শুরু হলে পর পর দুটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। ৬.১ ওভারের মাথায় ফিন অ্যালেনকে ৯ রানে ফেরানোর পরের ওভারে চ্যাড বোউজকে ফেরান ১ রানে।

তবে তৃতীয় উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৮.৫ ওভার পর্যন্ত। এবারও মোস্তাফিজ এনে দেন উইকেট। মিরপুরের মন্থর উইকেটে থিতু হয়ে যাওয়া হ্যানরি নিকলসকে ৪৪ (৫৭) রানে ফিরিয়েছেন এলবিডব্লুর ফাঁদে ফেলে।

এরপর নাসুম আহমেদ একই ওভারে নেন উইল ইয়াং (৫৮) ও রাচিন রবিন্দ্রর (০) উইকেট। বাংলাদেশের কোণঠাসা বোলিংয়ে ভুগতে থাকা নিউজিল্যান্ডকে যেন বাঁচিয়ে দিলো বৃষ্টি। ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলার পর যে বৃষ্টি নামে, তা আর থামেনি শেষ পর্যন্ত।  

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ সেপ্টেম্বর, তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে


আরও খবর



‘জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন’

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ এখনও ঠিক করিনি।

শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল। ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাইব নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।

আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাদারির সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করতে হবে।


আরও খবর