Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

হরিপুরে গাছে গাছে নান্দনিক সজনে ফুল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬৮১জন দেখেছেন

Image

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গাছে গাছে এখন শোভা পাচ্ছে নান্দনিক সজনে ফুল। আবহাওয়া অনুকূলে থাকলে সজনার ভাল ফলনের আশা করছেন সজনা চাষি ও সংশ্লিষ্ট কৃষি বিভাগ।

উপজেলায় প্রচুর সজনার গাছ রয়েছে। বহুগুণে গুণান্বিত যাদুকরি সবজি সজনা। ঔষধি গুণাগুণেভরা, সুস্বাদু, কোনো উৎপাদন খরচ নেই, অধিক লাভজনক এবং বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন সবজি সজনা।

শীতের রিক্ততা কাটিয়ে এখন ফুলে ফুলে ভরে গেছে সজনা গাছ। মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি আর সজনা ফুলে আকৃষ্ট হচ্ছে পথিক।

পুষ্টিসমৃদ্ধ মৌসুমি সবজির মধ্যে সজনা অন্যতম, যা দেশের সর্বত্রই পাওয়া যায়। ড্রামস্টিক, মরিঙ্গাসহ দেশে-বিদেশে সজনা বহু নামে পরিচিত হলেও বাংলাদেশে সজনা নামেই পরিচিত। সজনার বহুবিধ ঔষুধি গুণাগুণ রয়েছে।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে সজনাতে আ্যানিমিয়া, জয়েন্ট পেইন, ক্যান্সার, কোষ্টকাঠিন্য, ডায়াবেটিস, ডায়রিয়া, হার্ডপেইন, ব্লাডপেসার, কিডনিতে পাথর ধ্বংস, মায়ের দুধ বৃদ্ধি করাসহ বিভিন্ন ঔষুধি গুণাগুণ রয়েছে। সজনা গাছকে প্রচলিত বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টিমান সম্পন্ন উদ্ভিদ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বহুবিধ খাদ্যগুণ সম্পন্ন হওয়ার দক্ষিণ আফ্রিকায় সজনা গাছকে যাদুক গাছ হিসাবে আখ্যায়িত করা হয়েছে।

এক বেসরকারি সংস্থা নবলোকের প্রকাশিত ‘নিউট্রিশন ফ্যাকটর অফ মরিঙ্গা লিপ’ এ উল্লেখ করা হয়েছে সজনার পাশাপাশি সজনা পাতা পুষ্টি ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে। এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক বিদ্যমান। শরীরে কোলস্টরলের মাত্রা ঠিক রাখে, হজমের সাহায্য করে, শরীরে পুষ্টি ও শক্তি যোগায়, বাড়তি ওজন কমাতে সাহায্য করে এবং সজনার গুড়ার পেষ্ট ত্বকের জন্য উপকারী ও লিভার এবং কিডনি সচারাচর দু'ধরণের হয়ে থাকে। মৌসুমি জাতের বেশিরভাগ আবাদ হয়ে থাকে।

এসব নানাবিধ গুণের কারণে প্রতিবছর দেশে প্রায় সবস্থানে প্রচুর পরিমাণে সজনার চারা ও ডাল রোপন করা হয়। একক কোনো চাষাবাদ কোথাও না হলেও প্রতিটি অঞ্চলে অন্যান্য ফসল আবাদের অনুপযোগী যেমন ক্ষেতের আইল, ঘরের বাঁধ এবং রাস্তার দু’পাশ দিয়ে মৌসুমি সজনার আবাদ রয়েছে।

সজনা চাষে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সব রকম পরামর্শ দিয়ে আসছে উপজেলা কৃষি বিভাগ। হরিপুর উপজেলার ৬ ইউনিয়নে সজনার চাষ হয়। চলিত মৌসুমে প্রতিটি গাছ ফুলে ফুলে ভরে গেছে।

উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন  জানান, পুষ্টিগুণের দিক থেকে সজনা অত্যন্ত উপকারী একটি সবজি। সজনা লবণ সহিষ্ন একটি ফসল। অন্যান্য সবজির ক্ষেত্রে পরিচর্যার প্রয়োজন হলেও অনেকটা পরিচর্যাও প্রয়োজন ছাড়াই সজনার উৎপাদন সম্ভব। সজনা অল্প দিনেই খাওয়ার উপযোগী হয় এবং বাজারজাত করা যায়। খেতে সু-স্বাদু ও বাজারে প্রচুর চাহিদা থাকায় সবজির আবাদ অত্যন্ত লাভজনক।


আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




তানোরে গৃহবধূকে ধর্ষণ মেম্বার পুত্র ধর্ষক আটক

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৬জন দেখেছেন

Image
 তানোর প্রতিনিধি ;রাজশাহীর তানোরে ধর্ষন মামলায় কামারগাঁ ইউপির সংরক্ষিত নারী আসনের সদস্যার পুত্র আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত ধর্ষক আব্দুর রশিদ (৩০) তানোর উপজেলার কামারগাঁ ইউপি ধানুরা গ্রামের আকবর আলী ও কামারগাঁ ইউপি ৭,৮ ও ৯ নং সংরক্ষিত নারী আসনের সদস্যা রশিদা বেগমের পুত্র। 

গত সোমবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ভিক্টিম একই এলাকার জৈনক ব্যক্তির স্ত্রী বাদি হয়ে একজনকে আসামী করে সোমবার  থানায  ধর্ষন মামলা দায়ের করেছেন। 

 জানা গেছে, জৈনক ব্যক্তি তার স্ত্রীকে বাড়িতে রেখে অন্য এলাকায় কাজের তাগিদে থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে জোর পূর্বক ধর্ষন করে চলে যায় রশিদ। 

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, সোমবার দুপুরে ওই গৃহবধু  থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। তিনি বলেন, মামরা দায়েরের পর ওই দিনই বিকালে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার গ্রেপ্তারকৃতকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিক্টিকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আরও খবর



টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ভারত-নেপাল উভয় দলের সামনেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভারত ১ পয়েন্ট নিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখলেও নেপাল যদি আজ জিতে যায় তাহলে বাদ পড়তে হবে রোহিত শর্মাদের।

এমন সমীকরণ মাথায় নিয়ে পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছে নেপাল।

নেপালের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনেছে ভারত। জসপ্রিত ভুমরাহ দেশে ফেরায় এই ম্যাচে খেলছেন মোহাম্মদ শামি। অন্যদিকে নেপালের একাদশেও এসেছে একটি পরিবর্তন। আরিফ শেখের বদলে একাদশে জায়গা হয়েছে ভীম শারকির।

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেট রক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), ভীম শারকি, সোমপাল কামি, গুলসান ঝা, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিছানে, কারাণ কেসি, ললিত রাজবংশী।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।


আরও খবর



মিয়ানমার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভব করেন ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকার বাসিন্দারা। 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন। প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করেন এই শহরে। ইয়াঙ্গুনের সংলগ্ন অন্যান্য শহরে বসবাস করেন আরও বেশ কয়েক লাখ মানুষ।

ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ।

সূত্র : এএফপি


আরও খবর

ভূমধ্যসাগরে নিহত ও নিখোঁজ ২৫০০: জাতিসংঘ

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ডোমারে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:“বিলম্বিত প্রসব রোধ করি,ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি‘” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান, ইছারব হোসেন ল্যাম্ব টেকনিক্যাল পার্বতীপুর,দিনাজপুর, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ। ল্যাম্ব ফিল্ড কো- অর্ডিনেটর তোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় উপজেলার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মকর্তা জানান, বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়া, অদক্ষ দাই দ্বারা বাড়িতে বাচ্চা প্রসব করানো, তলপেট, জরায়ু কিংবা অন্য কোন অপারেশনেই ফিস্টুলা হওয়ার কারণ। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি বাস্তবায়নে ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট, পার্বতীপুর,দিনাজপুর, এবং সহযোগিতায় ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




মধুপুরে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে যানজট নিরসনের লক্ষে মধুপুর বাস স্ট্যান্ডে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন মধুপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বাসস্ট্যান্ডের অটোরিকশা শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দীর্ঘদিনের জনর্দূভোগ বাসস্ট্যান্ডের যানজট নিরসন ও বিভিন্ন সময়ে যাত্রী সেজে সিএনজি,অটোরিক্সা ছিনতাই  প্রতিরোধের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। 

অটোরিকশা চালকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ও নগর পিতা মেয়র সিদ্দিক হোসেন খান। 

অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুরের যানজট নিরসন, সিএনজি ও অটোরিকসা ছিনতাই প্রতিরোধ কল্পে নানাবিধ পরামর্শ মূলক আলোচনা তুলে ধরেন এবং বাসস্ট্যান্ডের যানজট নিরসনে অটোরিকশা চালকদের মহাসড়কে যন্ত্রতন্ত্র ভাবে অটোরিকসা না রাখার জন্য নির্দেশ প্রদান করেন। 

বলাবাহুল্য, নবাগত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুর থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন পরিষদ, গুরুত্বপূর্ণ বাজার, মসজিদ ও জনবহুল স্থানে গিয়ে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ দমন রোধে আলোচনা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

নগর পিতা খ্যাত মেয়র সিদ্দিক হোসেন খান বলেন, আমরা অতীতে যানজট নিরসনের জন্য অটোরিকসা গুলোকে লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে দুটি ভাগে বিভক্ত করি। একদিন লাল পরের দিন হলুদ রঙের স্টিকার লাগানো অটোরিকশা চলাচলের ব্যবস্থা করি, এতে করে মধুপুরের যানজট অনেকাংশে কমে যায়।

তিনি জানান, আগের নিয়মেই সিএনজি ও অটোরিকশা গুলো লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে চালাতে হবে। মধুপুরকে একটি যানজট মুক্ত পৌর শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অটোরিকশা শ্রমিকগন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩