Logo
আজঃ Monday ০৬ February ২০২৩
শিরোনাম

হিন্দি সিনেমায় এবার অভিনেত্রী জয়া

প্রকাশিত:Tuesday ২৯ November ২০২২ | হালনাগাদ:Monday ০৬ February ২০২৩ | ৭২জন দেখেছেন
Image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি নিয়মিত কাজ করছেন কলকাতার বাংলা সিনেমাতেও। এবার এই অভিনেত্রীকে পাওয়া যাবে হিন্দি সিনেমায়। নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। আর মুখ্য ভূমিকায় থাকছেন জয়া আহসান। এতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে ‘করক সিং’ সিনেমায়।

শোনা গেছে, এই সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। আর সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে সিনেমার শুটিং।


আরও খবর