
শফিক আহমেদ চৌধুরী: রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাক চাপায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত এবং ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ আবুল খায়ের (৩০) এবং মোঃ সাব্বির (২৬). এবং আহত ব্যক্তির নাম মোঃ নাইম(২৫) সোমবার (৮ মে) রাত ৩ টা ৪০ মিনিটের দিকে গেন্ডারিয়া থানাধীন কাউয়ারটেক সিএমবি খালপাড় পাকা রাস্তার উপর এই ঘটনাটি ঘটে।
গেন্ডারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ নুর আলম সিদ্দিকী জানান, গতরাতে উক্ত ঘটনাস্থল দিয়ে তিনজন মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এবং অন্যজন সামান্য আহত হয়।আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ও নিহত ব্যক্তিদের মননাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, নিহত আবুল খায়ের ফরিদপুর জেলার সালতা থানার যদুনন্দী গ্রামের হান্নান মোল্লার ছেলে এবং নিহত মোঃ সাব্বির গোপালগঞ্জের মোকসেদপুর থানার পশারগাতী গ্রামের মোঃ ইয়ার আলীর ছেলে ।উভয় ব্যক্তি বর্তমানে গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর ঈশান ফার্নিচার কারখানায় কাজ করে বলে জানা যায়। এই ঘটনায় ঘাতক ট্রাক এবং এর চালক পালিয়ে যায়।
তবে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক ট্র্যাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।নিহত আবুল খায়েরের চাচাতো ভাই মোঃ ইয়াসিন জানান, আমার ভাই আবুল খায়ের ঢালকা নগরের দোকান থেকে রাতে বিরিয়ানি খাওয়ার জন্য নাজিরা বাজারের দিকে যাচ্ছিলেন। সাথে তার দুজন দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশের মাধ্যমে পরে আমরা জানতে পারি আমার ভাই দুর্ঘটনায় পড়েছে।সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই আমরা। গিয়ে দেখি আমার ভাই এবং তার কর্মচারীর মরদেহটি রাস্তায় ছড়িয়ে পড়ে আছে। পরে থানা পুলিশের সহায়তায় মিটফোর্ড হাসপাতালের মর্গে নিয়ে আসি। আমার ভাই দুই সন্তানের জনক ছিল। ঢালকা ননগরে একটি ফার্নিচার দোকানের মালিক ছিলেন তিনি।
-খবর প্রতিদিন/ সি.ব