Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃনানীকে হাসপাতালে নেয়ার পথে শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই নাতী মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হচ্ছেন ভোরের ডাক পত্রিকার সাংবাদিক জুরাইস ইসলাম(৪০) ও আজকের দর্পন পত্রিকার সাংবাদিক আব্দুল আলীম(২৭)। সোমবার সন্ধ্যায় গাংনীর বাঁশবাড়িয়া তেলপাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। আহত জুরাইস ইসলাম জানান, সাংবাদিক আলীমের নানী আমেনা খাতুন হঠাত অসুস্থ হয়ে পড়লে ইজিবাইকে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নানীকে জিবািইকে প্রেরণ করার পর মোটরসাইকেল যোগে আলীম ও জুরাইস মেহেরপুরে যাবার সময় হঠাত একটি শিয়াল তাদের সামনে এসে পড়লে শিয়ালের সাথে তাদের ধাক্কা লেগে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। পথচারীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে দুজনই শঙ্কামুক্ত।


আরও খবর



উখিয়ায় মাদকবিরোধী কার্যক্রম শুরু করলো ঢাকা আহ্ছানিয়া মিশন

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

সংবাদ বিজ্ঞপ্তি:‘এনহ্যান্সিং দ্য ক্যাপাসিটি অব সিভিল সোসাইটি টু প্রিভেন্ট ড্রাগ এবিউজ এমাং দ্য ইয়ূথ’ শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজারের উখিয়াতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু করলো ঢাকা আহ্ছানিয়া মিশন। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উখিয়াযর পাল্স বাংলাদেশ সোসাইটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস (ইউএনওডিসি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সহযোগিতায় প্রকল্পটি উখিয়ার নির্বাচিত ৫ টি স্কুলে বাস্তবায়িত হবে। প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার জেলা উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।

ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ডিএনসি’র কক্সবাজার জেলা উপ-পরিচালক রুহুল আমিন বলেন, এই কার্যক্রমের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর সম্পৃক্ত হয়ে একযোগে কাজ করে যাবে। এই কার্যক্রমের ফলে পারিবারিক দক্ষতা কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাবা-মা ও অভিভাবক পর্যায়ে সচেতনতা বাড়বে। এর মাধ্যমে তারা পরিবার তথা কমিউনিটি পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে অবদান  রাখতে সক্ষম হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীরা দলগতভাবে নিজেরা ও সমবয়সীদেরকে সক্ষম করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হবে এবং কমিউনিটিকে সচেতন করতে ভূমিকা রাখবে।অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, উখিয়া সীমান্ত শহর হওয়ায় মাদক পাচার ও অপব্যবহারের জন্য একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সম্প্রতি এই এলাকায় ক্রিস্টাল আইসনামের সিন্থেটিক ওষুধের সবচেয়ে বড় চালান বাজেয়াপ্ত করেছে আইন প্রয়োগকারী সংস্থা। তার উপরে শহরটি ফোর্সলি ডিসপ্লেড মায়ানমার নাগরিকদের (এফডিএমএন) শিবিরে ভারাক্রান্ত। অন্যদিকে জাতীয় মাদকবিরোধী কমিটির বিগত সভায় কক্সবাজার এলাকায় মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়। এসব কারণেই এই এরিয়াটিকে প্রকল্প বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রকল্পটি তরুণদের এবং তাদের পরিবারের জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং আচরণে প্রমাণ-ভিত্তিক এবং টেকসই পরিবর্তনকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ সেশন এবং যোগাযোগ কার্যক্রম সমন্বয় করবে। এর ফলে সমাজে মাদকের ব্যবহার যথেষ্ট হ্রাস পাবে বলে আশা যায়।

এসময় উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহেদুল হক প্রকল্পের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পেশ করেন। তিনি উল্লেখ করেন, শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারকে মাদকের উপর নির্ভরশীলতা ও এর নেতিবাচক প্রভাব এবং মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্পটি কক্সবাজার জেলায়
মাদকের হুমকি মোকাবেলায় জ্ঞান, সক্ষমতা ও রেজিলিয়েন্স গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার একটি গুরুতর সমস্যা যা সমাজের সকল স্তরের মনোযোগ প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরও খবর



কারাগার থেকে ছাড়া পাচ্ছেন ইমরান খান?

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। আজ মঙ্গলবার দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরানের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে বহুল প্রত্যাশিত এ রায় ঘোষণা করেছেন।

আমের ফারুক বলেছেন, রায়ের কপি শিগরিরই পাওয়া যাবে, আমরা এখন বলছি যে ইমরানের আবেদন অনুমোদিত হয়েছে। এই রায়কে ইমরান খানের আইনী দলের জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।

পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহযোগী নাঈম হায়দার পাঞ্জোথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, প্রধান বিচারপতি আমাদের অনুরোধ গ্রহণ করেছেন ও সাজা স্থগিত করেছেন। শিগগিরই তারা এ রায়ের বিস্তারিত তারা প্রকাশ করবে।

গত ৫ আগস্ট পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেইদিন এ রায়ের কিছুক্ষণ পরেই ইমরানকে লাহোরে জামান পার্ক বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন সন্ধ্যাতেই দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে ইমরান খানকে পাঠানো হয়।

ইমরান খানই দেশটির প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী যাকে ‘কুখ্যাত’ এ কারাগারে রাখা হয়েছে। এদিকে আজ রায়ের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান অ্যাটক কারাগার থেকে কবে ছাড়া পাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। আর ছাড়া পেলেও কবে সেটা- তা নিয়ে কিছু বলা হয়নি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ব্রাউন ইউনিভার্সিটির বিশেষ সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘ স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ব্রাউন ইউনিভার্সিটির স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলের মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ডা. মুকেশ কে জৈন এখানে প্রধানমন্ত্রীর কাছে তার অবস্থানস্থল দি লোটে নিউইয়র্ক হোটেলে প্রশংসাপত্রটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূরে এলাহি মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্রাউনের ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল কমিউনিটি ক্লিনিক মডেলের উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রীকে তার স্বীকৃতির জন্য বিশেষ সম্মাননা দিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রদত্ত প্রশংসাপত্রে বলা হয়েছে, জাতিসংঘ কর্তৃক ‘শেখ হাসিনা উদ্যোগ’-এর সাম্প্রতিক স্বীকৃতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।

এতে আরও বলা হয়, কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটি সফল মডেল: প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, এবং কমিউনিটি সম্পৃক্ততা উন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য পরিধির জন্য একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়, ড. জৈন জনস্বাস্থ্য ও গবেষণার ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সম্ভাব্য প্লাটফর্ম হিসেবে বাংলাদেশ-ব্রাউন বায়োমেডিকেল রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনিশিয়েটিভ সম্পর্কে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং এর প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে চিকিৎসা ও ক্লিনিক্যাল গবেষণার উন্নয়নের ওপর জোর দেন।

তিনি বলেন, আমরা সবসময় গবেষণাকে গুরুত্ব দিচ্ছি। এটি চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দারুণ ভূমিকা রাখতে পারে।

ব্রাউন ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ভিক্যাল ক্যান্সারের পরীক্ষা করছে।ড. জৈন আরও বলেন, তারা ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা গ্রহণকারী রোগীদের রেকর্ড রাখার জন্য বিভিন্ন কমিউনিটি ক্লিনিককে ইলেকট্রনিক ডেটা ম্যানেজমেন্ট চালু করতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। ব্রাউন ইউনিভার্সিটি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারিত্ব গড়ার ইচ্ছা প্রকাশ করেছে।

এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের ইচ্ছাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


আরও খবর



ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে একটি ব্রীজের জন্য হাজারো মানুষের দূর্ভোগ

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে একটি ব্রীজের জন্য তিনটি গ্রামের হাজারো মানুষের দূর্ভোগ চরমে। ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী শান্তিপাড়া গ্রামে এমন দৃশ্যটি চোখে পড়ে। জানাযায়, ২০০৯ সালে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধিনে ১৮ লক্ষ ৬৬হাজার টাকা ব্যায়ে সেতুটি নির্মান করা হয়। ৪ বছর যেতে না যেতে বন্যায় সেতুটির এক অংশ ভেঙেযায় এবং পাশে মাটি ধসে গিয়ে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে শান্তিনগরা, পাঠান পাড়া, ঠাটারী পাড়া, দালালগঞ্জসহ গ্রায় ৪ গ্রামের হাজারো মানুষ চরম দূর্ভেগের শিকার হতে হয়। বর্ষা শেষে এলাকাবাসী বাঁশ সংগ্রহ করে কোন রকম চলাচলের ব্যবস্থা করে। শান্তি পাড়া থেকে পূর্বে আমবাড়ী বালিকা বিদ্যালয়, পশ্চিমে দালালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়। সেতুটির কারণে এলাকার শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যেতে না পারায় ব্যহত হচ্ছে শিক্ষার মান। এলাকাবাসী জানান, বাঁশের সাকোটি পারাপারের সময় অনেক পথচারী দূর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে। কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয় নবম শ্রেনীর ছাত্র নুর আলম জানান, স্কুলে যেতে হলে আমবাড়ী শুকনাপুকুর বাজার অথবা দালালগঞ্জ বাজার দিয়ে কয়েক কিলোমিটার ঘুড়ে যেতে হয়। যার কারণে আমাদের পড়া লেখার চরম ক্ষতি সাধন হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য গোলাম কিবরিয়া বলেন, গত ৪ বছর ধরে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সকলে মিলে প্রতিবারে বাঁশ সংগ্রহ করে সাকো তৈরী করি, কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে একাধীক বার অবগত করেও কোন কাজ হচ্ছে না। ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পরথেকে ২বার বাঁশদিয়ে পথচারিদের চলাচলের ব্যবস্থা করেছি। এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি দ্রুত সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


আরও খবর



সাগর-রুনি হত্যা, ১০১ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০১ বারের মতো পেছাল । আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন জমা দেয়ার জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন– বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।


আরও খবর