Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

গাজীপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ, ফলের অপেক্ষা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনার পালা। ভোট হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন গাজীপুরের পরবর্তী মেয়র।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়। 

সকালে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, ‘ইনশাআল্লাহ! সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী।’এভাবে ভোট হলে ও সবকিছু ভালোভাবে চললে বিজয়ী হওয়ার ক্ষেত্রে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন।

এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আজমত উল্লা খান। তিনি বলেছেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ এবং পোলিং অফিসার ৬৯৯৪ জন।


আরও খবর



মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্বপ্রতিবেদক:বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কখনো ছিল না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার (ভাড়া) করতে পারবেন। সে ক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।

মার্কিন নতুন ভিসা নীতি প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে। যারা দেশে জ্বালাও পোড়াও করে, তারা সাবধান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিহ্নিত হওয়ার কিছু নেই। বরং কতিপয় সরকারি কর্মচারি, ব্যবসায়ী, আমলা যাদের যুক্তরাষ্ট্রে সম্পদ আছে, তারা চিন্তিত হবেন।

এ সময় দুটি দেশের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা আবারও ফেরত দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।


আরও খবর



বাংলাদেশি ৬৯৬৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ছয় হাজার ৯৬৭ জন হজযাত্রী। গতকাল মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৪৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪৭৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর গত ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


আরও খবর



তানোরে মিমপেক্স কোম্পানির শত কার্টুন কীটনাশক জব্দ, মারপিট আহত ১

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে চোরাই পথে মিমটেক্স কোম্পানির প্রায় শত কার্টুন কীটনাশক জব্দ করেছেন ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তানোর পৌর ও কামারগাঁ ইউপির বিক্রয় প্রতিনিধি সিরাজুল ইসলামকে বেধড়ক পিটিয়েছেন পাচার কারী মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহসিন ও তার বাহিনী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তানোর টু মুন্ডুমালা রাস্তার যোগীশো মোড়ে ঘটে আটকের ঘটনা ও দেবিপুর মোড়ে মারপিট হয়। এঘটনায় কোম্পানির জেলা ও উপজেলা বিক্রয় প্রতিনিধিদের পাল্টাপাল্টি বক্তব্য  পাওয়া গেছে। ওই দিন সন্ধ্যার দিকে আহত বিক্রয় কর্মী সিরাজুলের পিতা আজিজুল হক বাদি হয়ে মহাসিনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখবর ছড়িয়ে পড়লে কোম্পানি ও মহাসিনের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। এদিকে আহত সিরাজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ধীন রয়েছেন। তার অবস্থা আশংকা জনক বলেও জানা গেছে।

জানা গেছে, জেলার মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারের কৃষি ঘর নামক প্রতিষ্ঠানের মালিক মহাসিন চোরাই পথে তানোর মুন্ডুমালা রাস্তা দিয়ে দুই মোটা চাকার ভ্যানে গোদাগাড়ীতে শত কার্টুন কীটনাশক পাচার করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে যোগীশো মোড়ে স্থানীয় লোকজন,  উপজেলা টেরিটরি অফিসার রেজাউল করিম ও পৌরসভা এবং  কামারগাঁ ইউপির বিক্রয় প্রতিনিধি সিরাজুলসহ কোম্পানির লোকজন আটক করে।সিরাজুল জানান, আটককৃত  দু ভ্যান বা ৮৭ কার্টুন মালামাল নিয়ে আসার সময় দেবিপুর নামকস্থানে মহাসিনসহ আট দশজন অতর্কিত হামলা করে বেধড়ক পেটায় আমাকে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জ্ঞান ফিরে পায়। মাথায়  ও শরীরে   প্রচন্ড  আঘাতের কারনে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করা লাগবে।

তার শ্বশুর মকলেস জানান, চিকিৎসকরা পরিক্ষা ও সিটি স্ক্যান করার জন্য শহরে নেওয়ার কথা বলছেন । তার পিতা অভিযোগ কারী আজিজুল হক জানান, যে ভাবে মেরেছে কোন মানুষ সহ্য করতে পারবে না। মোহনপুর থেকে গুন্ডা বাহিনী এনে ফিল্মি কায়দায় পেটানো হয়েছে। ভালো ভাবে কথা বলতে পারছেন না আমার ছেলে। মিমপেক্স কোম্পানির জেলা প্রতিনিধি  শামসুল জানান, এক এরিয়ার মালামাল অন্য এরিয়ায় নেওয়া যাবে না। আর শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহাসিন আমাদের ডিলার না। সকল মালামাল অবৈধ বা ভেজাল। নাতাহলে আমাদের লোকজন জব্দ করত না। আপনার কোম্পানির মোড়কে অবৈধ মালামাল পাচারের জন্য কি ব্যবস্থা গ্রহন করা হবে জানতে চাইলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করা হয়েছে এবং  কৃষি দপ্তর তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

কৃষি ঘরের মালিক মহাসিনের মোবাইলে যোগাযোগ করা হলে তার ভাই আলি হোসেন জানান, কোন ভেজাল বা দুই নম্বর মাল না। এক এরিয়া েথেকে আরেক এরিয়াতে নেওয়ার জন্য এমন ঘটনার সুত্রপাত হয়েছে। আপনার ভাই কোথায় জানতে চাইলে তিনি জানাব দোকানে ছিল একটু বাহিরে গেছে।উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, কীটনাশক জব্দ করা হয়েছে, পরিক্ষা করার পর ভেজাল হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মেমপেক্সের ৮৭ কার্টুন ও ভ্যালেন্ট্যাক নামের কোম্পানির ১০ কার্টুনের মত মাল জব্দ আছে।থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।কোম্পানির জেলা প্রতিনিধি ও আহত বিক্রয় প্রতিনিধির ভিডিও বক্তব্য সংরক্ষিত আছে এই প্রতিবেদকের কাছে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




রাজধানীর ধানমন্ডি লেকে ভাসছিল কিশোরের মরদেহ

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ২৯জন দেখেছেন

Image

ঢামেক প্রতিবেদক:রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উদ্ধারের সময় ওই কিশোরের পরনে ছিল জিন্সের প্যান্ট। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজ সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, কালো শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ধানমন্ডি থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বিন কাসেম।


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ৪৮০টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।


আরও খবর