Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম‌্যান হলেন আজমত

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৩জন দেখেছেন

Image

গাজীপুর প্রতিনিধি:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী এ নিয়োগ দিয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন‌্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত‌্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন‌্য তিনি এ নিয়োগ পেয়েছেন। এ নিয়োগের অন‌্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থা গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে জনবলের অভাবে সংস্থাটির তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।

নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন। এরপর থেকেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন বলে অনেকেই ধরে নেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত শুক্রবার দলীয় এক সভায় বিষয়টি নিশ্চিত করেন।

নিয়োগ পাওয়ার খবরে উচ্ছ্বসিত আজমত উল্লা খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আরও খবর



ভারত-কানাডা উত্তেজনা: কে এই হারদীপ সিং

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারত ও কানাডার মধ্যে হারদীপ সিং নামে এক শিখ নেতার মৃত্যুকে কেন্দ্র করে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়েছে, শুরু হয়েছে উত্তেজনা। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক হারদীপ সিং চলতি বছর জুনে কানাডায় খুন হন। এই হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত বলে অভিযোগ কানাডার। তবে মোদি সরকার সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সোমবার কানাডার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যেকোনো কানাডীয় নাগরিককে হত্যা অগ্রহণযোগ্য ও আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। ট্রুডো বলেছেন, দিল্লির এজেন্টরা যে এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিলেন তার বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে আছে। তবে ট্রুডোর এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত।

ট্রুডো মূলত ৪৫ বছর বয়সী শিখ নেতা হরদীপ সিংকে বুঝিয়েছেন। চলতি বছর ১৮ জুন সারেতে একটি শিখ মন্দিরের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এর তিন বছর আগে ভারত তাকে দসন্ত্রাসী‘ বলে আখ্যা দিয়েছিল। হরদীপের দাবি ছিল শিখদের জন্য আলাদা স্বাধীন একটি রাজ্য গঠন হবে। পাঞ্জাবের খালিস্তানে এটি গড়ে তোলার দাবি তুলেছিলেন তিনি। সেখান থেকেই শিখ ধর্ম ছড়িয়েছে সবখানে।

কানাডায় শিখদের কর্মসূচি নিয়ে অনেকদিন ধরেই ক্ষুব্ধ ভারত। এর আগে কানাডায় ভারত বিরোধী কার্যক্রম নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল দিল্লি। সর্বশেষ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই ভিত্তিহীন দাবি করে আসলে খালিস্তানি সন্ত্রাসীদের ওপর থেকে দৃষ্টি সরানো হচ্ছে যাদের কানাডা আশ্রয় দিয়েছে।’

খালিস্তান এক্সট্রিমিজম মনিটরের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হরদীপ সিংয়ের জন্ম ১৯৭৭ সালে। ভারতের্ উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের জালান্ধার জেলায় জন্ম নেন তিনি। ১৯৯৭ সালে তিনি কানাডায় চলে যান। সেখানে প্লাম্বার হিসেব কাজ শুরু করেন।

ভারতের জাতীয় সন্ত্রাসবিরোধী সংস্থার দাবি, পূর্বে হরদীপ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাবার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এর সদস্য ছিলেন। এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে ভারত।

২০২০ সালে ভারতীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছিল হরদীফ খালিস্তান টাইগার ফোর্স নামে সশস্ত্র সংগঠনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন এবং সক্রিয়ভাবে এই সংগঠনের সদস্যদের অর্থায়ন ও প্রশিক্ষণের সঙ্গে জড়িত ছিলেন।

সেই বিবৃতিতেও হরদীপকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল ভারত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বলা হয়েছিল তিনি জাতির মধ্যে সম্প্রীতি নষ্ট করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, খালিস্তান নামে স্বাধীন শিখ প্রদেশ গঠনে যারা দাবি জানিয়েছিল তাদের পক্ষে কাজ করে সুপরিচিত ছিলেন হরদীপ। কানাডার গুরু নানক শিখ গুরুদুয়ারার নেতৃত্ব দেওয়ার জন্যও তাকে মনোনিত করা হয়েছিল। তিনি সেই শহরেই থাকতেন এবং এখানেই তাকে হত্যা করা হয়েছে। 


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




লিটন অনুশীলনে ফিরেছেন, শ্যুটিংয়ে ব্যস্ত সাকিব

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে কঠোর অনুশীলন চলছে বাংলাদেশ দলের। হেড কোচ চাণ্ডিকা হাথুরু সিংহের তত্ত্বাবধানে চার দিন হয়েছে ক্লোজডোর অনুশীলনও। এতদিন ১৭ সদস্যের দলের কয়েক জন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে থাকার কারণে তাদের ছাড়া অনুশীলন চললেও এখন সবাই সয়েছেন ঢাকাতে।

যদিও ঢাকায় থাকলেও যোগ দেওয়া হয়নি অনুশীলনে। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ করে সাকিব আল হাসান হাসান ও লিটন দাস ফিরেছেন দেশে। আজ মঙ্গলবার লিটন অনুশীলনে যোগ দিলেও সাকিব অনুপস্থিত।

সাকিব আজ ব্যস্ত রয়েছে একটি মোবাইল প্রস্ততকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরির শ্যুটিংয়ে। জানা গেছে, আগামীকাল বুধবার দলগত অনুশীলনে যোগ দেবেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক।

এরপর শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে আগামী ২৬ আগস্ট রওয়ানা করবে বাংলাদেশ দল। তার এগে এলপিএলে খেলা এলপিএলে সাকিব ১০ ম্যাচে ওভার প্রতি ৫.৭০ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট। যদিও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। ১০ ম্যাচে ৯ ইনিংসে করেন ১৩৮ রান।

আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ হবে পাকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ২ চুক্তি সই

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করোবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শহরে ‘শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ঋণচুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও ফ্রান্সের এয়ার বাস ডিফেন্স অ্যান্ড এসএএস-এর মধ্যকার বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এর সঙ্গে সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে।

এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠক করেন। বৈঠকের পর এসব চুক্তি সই হয়।


আরও খবর



রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর গ্রামের  সুমন মিয়া নামের এক যুবককে সন্ত্রাসীরা  কুপিয়ে হত্যা করেছে। গত ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে  এ হত্যাকান্ডের  ঘটনা ঘটে।  নিহত সুমন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।  

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান,  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে ।   নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।উল্লেখ  গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত শোকাহত পরিবারের  পক্ষ থেকে কোন অভিযোগ  করা হয়নি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



প্রচন্ড ভ্যাপসা গরমের পর রহমতের বৃষ্টিতেই জনমনে স্বস্তি

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে গত রবিবার ও সোমবার দিনভর খরতাপ ও প্রচন্ড ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে রহমতের বৃষ্টি। সোমবার রাত প্রায় ৮ টা ৫৫ মিনিট থেকে শুরু হয় ভারি বর্ষন। অবশ্য বৃষ্টির আগে কয়েক মিনিট সামান্য পরিমানে ঝড় হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া  যায় নি। রহমতের বৃষ্টিতেই জনমনে ও আমন চাষীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন।জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবারে গভীর রাতে প্রচন্ড ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ে রাস্তার গাছ উপড়ে পড়ে সেই সাথে  বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙ্গে পড়ে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবারের দিনে রাতে হালকা মাঝারি বৃষ্টি হয়। কিন্তু গত রবিবার দিনে মাঝারি তাপদহ প্রবাহিত হয়। সেই সাথে ছিল রোদের প্রচন্ড তাপ, ছিল প্রচন্ড ভ্যাপসা গরম। শরীর থেকে ঘামও বের হয়ে জামা কাপড় ভিজে যায়। সোমবারেও দিনভর মাঝারি তাপদহের সাথে প্রচন্ড খরতাপের কারনে নাজেহাল হয়ে পড়ে জনসাধারণ।  পিচঢালা রাস্তায় দুপুর ১২ টা থেকে বিকেল তিন টা পর্যন্ত তেমন ভাবে যান বহন দেখা যায়নি । কারন খরতাপের কারনে পিচঢালা রাস্তায় টিকতে পারেন নি ভ্যান ও অটো চালকরা।চার্জার ভ্যান চালক, ওহাব,তৈয়ব, মশিউর ও জাইদুরসহ অনেকে জানান, গত রবিবার ও সোমবারে প্রচুর গরম ছিল। দূরবর্তী ভাড়া মারা যায়নি। দুপুর ১২ টার আগেই বাধ্য হয়ে বাড়িতে চলে আসতে হয়েছে। কারন রাস্তায় থাকায় যাচ্ছিল না।শরীর থেকে প্রচুর পরিমানে পানি বের হচ্ছিল। কিন্তু সোমবার রাতে ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই গরম ও তাপমাত্রা কমে গেছে। বৃষ্টির আগ পর্যন্ত ভ্যাপসা গরম ছিল।

আমন চাষী সারোয়ার, আইয়ুব, আব্দুর রব, মফিজসহ অনেকে জানান, রবিবার ও সোমবারের তাপমাত্রা ও প্রচন্ড রোদের কারনে জমি জমি শুকিয়ে গিয়েছিল। কিন্তু সোমবার রাত প্রায় ৯ টার কয়েক মিনিট আগে থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত একটানা ভারি বৃষ্টি হয়। যা আমন চাষীদের জন্য মহান আল্লাহ তায়ালার বিশাল রহমত। তিনি রহমতের বৃষ্টি দিয়ে তার জমিনে আমন চাষীদের মনে তৃপ্তি এনে দিয়েছেন। বিশেষ করে একটু উঁচু জমিতে একদিন বৃষ্টি না হলে পানি থাকেনা। আগামী মঙ্গলবার কিংবা বুধবার পর্যন্ত বৃষ্টি না হলে সেচ ছাড়া উপায় ছিল না। কারন রোপনের পর তেমন ভাবে বৃষ্টির পানি না পাওয়ার কারনে আগাছা প্রচুর। এক বিঘা জমিতে আগাছা পরিস্কার করতে ৪-৫ হাজার করে টাকা লাগছে। অবশ্য সোমবার রাত প্রায় ৮ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত  বৃষ্টি হয়। তারপর থেকে ভ্যাপসা গরম শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে উপজেলা জুড়ে বৃষ্টি হয়েছে। তানোর পৌর সদরে বৃষ্টি থামছে তো কামারগাঁতে হচ্ছে, কামারগাঁতে থামছে তো পাচন্দরে হচ্ছে। এভাবে থেমে থেমে চারদিকেই বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, তাপমাত্রা একেবারেই কমে  ২০/২১ ডিগ্রি তে নেমেছে। চারদিকেই শীতল আবহাওয়া।স্বর্ন পদক প্রাপ্ত  আদর্শ কৃষক নুর মোহাম্মাদ বলেন, রোপা আমন বৃষ্টি নির্ভর চাষাবাদ। বৃষ্টি দুএকদিন বা অতিরিক্ত  তাপমাত্রা হলেই কৃষকরা হতাশ হয়ে পড়েন। গত সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলের বৃষ্টি রোপা আমন ধানের বিশাল রহমত। এবার রোগবালা এখন পর্যন্ত তেমন ভাবে নেই, তবে প্রচুর আগাছা। এটা পরিস্কার করতেই হিমশিম ও অতিরিক্ত খরচ গুনতে হয়েছে চাষীদের।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, উপজেলায় রোপা আমন চাষ হয়েছে ২১ হাজার ৪২০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত রোগ বালার কোন খবর নেই। বিএসরা প্রতিটি সময় মাঠে থেকে খোঁজ খবর নিচ্ছেন। ধান গাছের চেহারা ভালোই আছে। আসা করছি প্রাকৃতিক দূর্যোগ না হলে ফলন ভালো হবে বলে মনে করেন এই কর্মকর্তা। 

আরও খবর