Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ফসল উৎপাদন কলাকৌশল শীর্ষক গাইবান্ধায় কৃষিজীবির প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image
একেএম শামছুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধায় বসতবাড়ীর পরিত্যাক্ত জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন কলাকৌশল শীর্ষক এক দিনের কৃষিজীবির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ও অর্থায়নে সোমবার গাইবান্ধা হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরিফিন ও সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির। এসময় ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।এসময়,প্রশিক্ষন ভিত্তিক কলাকৌশল নিয়ে বিভিন্ন বিষয়ে শেয়ার করেন,সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক। 

আরও খবর



ঘুম খুনের প্রতিবাদে বিএনপির কালো বেশ মিছিল I

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৮৫জন দেখেছেন


আরও খবর



শনিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে এদিন সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান। তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট- আসিয়ানের ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় তার পাঁচ দিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পৌঁছেন। পরে সেখানে সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।


আরও খবর



নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, প্রাণ গেল ৭ জনের

প্রকাশিত:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন।

তিনি বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা মাইক্রোবাসটির উচ্চগতি কারণেই দুর্ঘনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে হায়েস গাড়িটির চাকা ফেটে যাওয়ায় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।


আরও খবর



নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন  ভূমিকম্প হয়ে থাকে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কেএমপি’র পুলিশের বিশেষ অভিযানে ১৪ টি মোটর সাইকেল উদ্ধারসহ চোরচক্র গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৩৫জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা থানা প্রঙ্গণে মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক.বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ১০ জন চোর সদস্য কে গ্রেফতার সংক্রান্তে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার বলেন যে.খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা খুলনার গণমানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। এই প্রতিজ্ঞা নিয়েই খুলনা মহানগর পুলিশ কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ১আগস্ট ২০২৩ তারিখ হতে খুলনা মহানগর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে আপনারা জেনেছেন জঙ্গি, সন্ত্রাসী, নাশকতাকারী, অনলাইন জুয়াড়ি, ইভটিজার, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী-সহ নানান ধরণের ফৌজদারি অপরাধে অভিযুক্ত এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা অব্যাহত রেখেছে।
সে প্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় কেএমপি’র খুলনা থানার এসআই(নিঃ) সুজিত মিস্ত্রীর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় সুমন মিস্ত্রী(৩৬), পিতা-কৃষ্ণ মিস্ত্রী, মাতা-কিরন মিস্ত্রী, সাং-গাউখালী, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি-সাং-আল ফারুকের মোড়, বাপ্পির বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা’কে সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক মোড় এলাকা হতে ধৃত করে। পরবর্তীতে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে লিটন শেখ(৪০), পিতা-শামছু শেখ, মাতা-আলেয়া বেগম, সাং-খারদার, ৯নং ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি-সাং-মোকসেদপুর সদর হাসপাতালের পার্শ্বে, মিজান শেখ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ’কে ধৃতপূর্বক তার হেফাজতে থাকা নিজ বাসা হতে খুলনা থানার মামলা নং-২৩, তাং-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড সংক্রান্তে চোরাই যাওয়া ১) ০১ টি Apache RTR 160 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সুমন মিস্ত্রী এবং লিটন শেখ দ্বয়ের স্বীকারোক্তি মতে লিটন শেখ এর হেফাজতে থাকা ভাড়াটিয়া বাসা হতে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান হতে বিভিন্ন সময়ে চুরি হওয়া আরও ০৫(পাঁচ) টি চোরাই মটর সাইকেল যথাক্রমে ২) ০১ টি লাল রংয়ের Pulsar 150 CC মটরসাইকেল; ৩) ০১ টি লাল ও কালো রংয়ের Pulsar 150 CC মটরসাইকেল; ৪) ০১ টি নীল রংয়ের Apache RTR 160 CC মটরসাইকেল; ৫) ০১ টি কালো রংয়ের Apache RTR 150 CC মটরসাইকেল এবং ৬) ০১ টি লাল কালো রংয়ের Discover 100 CC সহ সর্বমোট ০৬ (ছয়) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন মিস্ত্রী এর বিরুদ্ধে ০১ টি মামলা এবং লিটন শেখ এর বিরুদ্ধে ০৭ টি মামলা রয়েছে।”
তিনি আরো বলেন যে, বিগত ০১ আগস্ট ২০২৩ তারিখ হতে ২৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে অবৈধ পিস্তল উদ্ধার-০৪ টি, পিস্তলের ম্যাগজিন উদ্ধার-০৪টি, পিস্তলের গুলি উদ্ধার-১৫ রাউন্ড, চাইনিজ কুড়াল উদ্ধার-০৩ টি, চাপাতি উদ্ধার-০৪ টি, মোটরসাইকেল উদ্ধার-১৪ টি, বৈদ্যুতিক আর্থিং কেবল উদ্ধার- ৩০ মিটার, জাল নোট উদ্ধার-০৫ টি, ইজিবাইক উদ্ধার-০৩ টি, ট্রাক উদ্ধার-০১ টি, মাদকদ্রব্য গাঁজা-২৫ কেজি ১১০ গ্রাম, দেশী ও বিদেশী মদ-১৭৮ লিটার এবং ইয়াবা ট্যাবলেট-৩৫৭২ পিস উদ্ধার করা হয়েছে।
এ-সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব ইমদাদুল হক এবং খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আল-মামুন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

আরও খবর