
এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে ফকির বেশেও শেষ রক্ষা হলোনা খুনি মোজাম আলী (৫৫)। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। গ্রেপ্তারকৃত মোজাম আলী উপজেলার চকগোবিন্দ গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা আনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে মহাদেবপুর থানার খোশালপুর-মহাদেবপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে চাকুর আঘাতে চকগোবিন্দ গ্রামের সানাউল্লাহর ছেলে আবদুস সালামের পিঠে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় একই গ্রামের মোজাম আলী। সাথে সাথেই আবদুস সালামকে রক্তাক্ত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এঘটনায় নিহতের ছেলে সুমন বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামিকে আটক এবং মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর হয়। এরপর সোমবার বিকেলে ঘটনায় জড়িত এজাহারভূক্ত ১নং আসামি মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।