Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ফেভারিটের মতোই শুরু করবে আর্জেন্টিনা

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর 20২২ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৫৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;এবারের বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই অংশ নিচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা সৌদি আরবের বিপক্ষে। তবে এই ম্যাচে আর্জেন্টিনা নিঃসন্দেহে জিতবে এটাই বলা চলে। যদিও দলের অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় রয়েছে। তবুও মনে হয় না সৌদি দলটা আর্জেন্টিনার বিপক্ষে খুব বেশি পেরে উঠবে।

ইনজুরি থেকে ডি মারিয়ার ফেরাটা দলের জন্য সুখবর। এই ম্যাচে তার দিকে ফোকাস থাকবে। বড় মঞ্চগুলোতে ডি মরিয়া নিজের সেরাটা সবসময় দিয়ে এসেছেন বারবারই। আর্জেন্টিনার আক্রমণভাগে মেসির পর ডি মারিয়ার ওপরই নির্ভর করে দল। সৌদির তুলনায় অবশ্যই আর্জেন্টিনা ব্যালান্সড টিম।

এবারের বিশ্বকাপে যতটা মনে হয়েছিল আরব দেশগুলো ভালো করবে, তা মোটেও হয়নি। প্রথম দুই ম্যাচে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও ইরানের খেলা আমাকে হতাশই করেছে। নিজেদের আবহাওয়া আর কন্ডিশনের যে সুযোগ তারা কাজে লাগানোর কথা ছিল সেদিক থেকে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই দিক বিবেচনা করলে সৌদি আরব এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে বলে আমার মনে হয় না। বরং আমার মনে হয় আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে ডিফেন্সিভ মুডের ফুটবল খেলবে সৌদিরা।

ইউরোপ আর লাতিনের সায়েন্টিফিক্যালি ফুটবলের তুলনায় এশিয়ার ফুটবল যে যোজন যোজন পিছিয়ে প্রথম দুই ম্যাচ দেখে তা অনুমান করা গেছে। ইউরোপ আর লাতিনের ফুটবলের কাছাকাছি যেতে হলে এশিয়ার দলগুলোকে আরও বেশি অ্যানালাইসিস করতে হবে।

ফ্রান্স আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি হাড্ডাহাড্ডির লড়াই হবে বলে আমি মনে করি। বিশ্বকাপ শুরুর আগে যেভাবে ইনজুরি হানা দিয়েছে ফ্রান্স শিবিরে তা রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার বলা চলে। মিডফিল্ডার পল পগবা, এনগালো কান্তে ডিফেন্ডার প্রেসনেল কিম্বাবে আর ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু আগেই বাদ পড়ে ইনজুরির কারণে। সর্বশেষ ব্যালন ডি অর বিজয়ী করিম বেনজেমার বাদ পড়াটা দলের জন্য অশনি সংকেত মনে করি।

একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানো ফ্রান্সের জন্য আজকের চ্যালেঞ্জের বলা চলে। মানসিক চাপও একটা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তবে তারা যেহেতু বিশ্বচ্যাম্পিয়ন তাই এই ম্যাচে তারা জয় দিয়েই শুরু করতে চাইবে।

অস্ট্রেলিয়ার এই ম্যাচে হারানোর কিছু নেই বললে চলে। তারা আন্ডারডগ হিসেবেই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে। ফ্রান্সের বিপক্ষে গেল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ২-১ গোলে হার মানতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এই ম্যাচে যে অস্ট্রেলিয়া সহজে ছেড়ে কথা কইবে না তা বলা চলে। তবে ম্যাচটি বেশ উপভোগ্যই হবে।


আরও খবর



তরুণদের দক্ষতা বাড়াতে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স’ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স-২০২৩’। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ব্রিটিশ কাউন্সিল ও গ্রামীণফোন সম্মিলিতভাবে সম্প্রতি ঢাকার একটি হোটেলে কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সটি বাস্তবায়ন করে ফিউচারনেশন।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সকল বিভাগ থেকে অংশগ্রহণকারী তরুণদের ‘গ্রিন স্কিল’ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো এবং তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

কনফারেন্সের সেশনগুলো তরুণদের জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখে। প্রথম সেশনটি অংশগ্রহণকারী তরুণদের একটি শিক্ষণীয় সময় উপহার দেয়ার জন্য পরিচালিত হয়। এই সেশনে তারা দক্ষ প্রশিক্ষকদের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানতে পারে, যার মধ্যে রয়েছে - এসডিজি পরিচিতি, ভবিষ্যত উপযোগী কর্মদক্ষতার জন্য গ্রিন স্কিলস, গ্রিন স্টার্ট-আপ, এবং গ্রিন স্কিল ও এসডিজি কিভাবে একে অপরের পরিপূরক। এর সাথে এসডিজি নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ইউএনভি’র পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপিত হয়। কনফারেন্সে ভবিষ্যত কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও এই লক্ষ্যে দেশের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

কনফারেন্সের বিশেষ আকর্ষণ ছিল দেশের ৮ টি বিভাগ থেকে আসা ১৩ টি যুব-নেতৃত্বাধীন উন্নয়নমূলক উদ্যোগের প্রদর্শনী। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন সৃজনশীল সমাধান ও চিন্তার প্রতিফলন ঘটানো উদ্যোগগুলো অংশগ্রহণকারী তরুণদের অনুপ্রাণিত করে।

সম্মেলনের শেষ সেশনটি ছিল “ইয়ুথ টক”, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), এনএসডিএ; (হার এক্সিলেন্সি) সারাহ কুক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার; স্টেফান লিলার, আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ; ইয়াসির আজমান, প্রধান নির্বাহী, গ্রামীণফোন; এবং টম মিসোসা, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার (হার এক্সিলেন্সি) সারাহ কুক বলেন, “আজকের সম্মেলনে তরুণদের উপস্থিতি দেখে খুবই ভালো লাগছে, এবং আমি আনন্দিত যে তারা ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপির আয়োজনে নিজেদের দক্ষতা বিকাশ করতে পারছে। যুক্তরাজ্যে দারিদ্র্য মোকাবেলা, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা ও দক্ষতার গুরুত্ব প্রচার করা। এর মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ সমাজ তৈরি করতে পারব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পরিসরে অগ্রসর হতে আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ক্যারিয়ার গড়ার জন্য দক্ষতা তৈরি করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে সহায়তার মাধ্যমে, আজ এখানে উপস্থিত তরুণরা বাংলাদেশ এবং বিশ্বের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে”।

তরুণদের বর্তমানে অর্জিত দক্ষতা কিভাবে ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে, সে প্রসঙ্গে গুরুত্ব দিয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “তরুণদের দৃষ্টিভঙ্গি, শক্তি এবং সাগ্রহ অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

টম মিসোসা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত  তরুণদের দীর্ঘস্থায়ী উন্নয়ন, গ্রিন টেকনোলোজি এবং পরিবেশ স্টুয়ার্ডশিপ নিয়ে আগ্রহ ও আলোচনা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যত উন্নয়নের কর্মসূচিতে আমাদের সমঝোতার অংশ হিসেবে এই যুব সম্মেলনে ইউএনডিপির সাথে কাজ করতে পেরে ব্রিটিশ কাউন্সিল আনন্দিত। আমরা শিক্ষার অনন্য শক্তিকে একযোগে কাজে লাগাতে চাই এবং সারাদেশের তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হবার সম্ভাবনা বাড়াতে চাই। ইংরেজি শিক্ষা এবং শিল্পকলায় জীবনমুখী সুযোগ তৈরির মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে দক্ষ্ ও আত্মবিশ্বাসী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১-এর যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জনমিতিক লভ্যাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ যাত্রায় আমাদের তরুণদের দক্ষ করে তুলতে হবে, এবং এটা করার এখনই সময়। আজ আমরা ইয়ুথ স্কিলস কনফারেন্স ২০২৩ -এর আয়োজনে সকলে একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় অসংখ্য তরুণ, যাদের মধ্যে অমিত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। এ সম্মেলন সবাইকে একত্রিত


আরও খবর



মাটির ঘরেই রাখা হচ্ছে রাসায়নিক সার

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির)  বিসিআইসির সার ডিলার সুমন শীল মাটির ঘরে রাখছেন রাসায়নিক সার বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন মাটির ঘরে সার রাখার কারনে কার্যকারিতা হারিয়ে ফেলছে বলে মনে করেন কৃষকরা। এতে করে দ্রুত সময়ের মধ্যে পাকা গুদাম ঘরে সার মজুতের দাবি তুলেছেন কৃষক রা।জানা গেছে, উপজেলায় সাত ইউপি ও দুই পৌরসভায় ৯ জন বিসিআইসির সার ডিলার রয়েছে। এর মধ্যে তালন্দ, পাঁচন্দর ইউনিয়ন ও তানোর পৌরসভার তিন ডিলার পৌর এলাকায় ব্যবসা করতেন। পৌর এলাকার মধ্যে তালন্দ বাজারেই দুজন বিসিআইসির ডিলার দীর্ঘ সময় ধরে ব্যবসা করত। কিন্তু গত আলু মৌসুমে সার নিয়ে মহা সিন্ডিকেট শুরু হয়। এক পৌরসভায় তিনজন ডিলার ব্যবসা করার কারনে সার পেতেও ব্যাপক হয়রানির শিকার হতে হয় কৃষকদের। ওই বছরে কৃষি কর্মকর্তা হিসেবে যোগদেন সাইফুল্লাহ আহম্মেদ। তিনি এসেই যে এলাকার ডিলার তাদেরকে সেই ইউনিয়নে ব্যবসা করার নির্দেশ দেন। সে মোতাবেক তালন্দ বাজার থেকে সুমনশীল কে তালন্দ ইউপির নারায়নপুর ও গোল্লাপাড়া বাজারে ব্যবসা করতেন ডিলার প্রনব সাহা। তিনি মুলত পাঁচন্দর ইউপির বিসিআইসির সার ডিলার। তাকেও পাঁচন্দর ইউপিতে ব্যবসা করার কঠোর নির্দেশ দেন। অবশ্য প্রনব সাহা আগে থেকেই পাঁচন্দর ইউপিতে ভবন ও পাকা গুদাম ঘর নির্মান করেছিলেন। কিন্তু সুমন শীল কোন গুদাম ঘর করেননি। সে তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের বালাইনাশক ব্যবসায়ী এনামুলের বাড়িতে সার রেখে বিক্রি শুরু করেন। কিন্তু মাটির ঘরে সার রাখলে কার্যকারিতা থাকেনা। এজন্য সুমনশীলকে ছয় মাসের মধ্যে পাকা গুদাম ঘর করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বছর পার হলেও এনামুলের মাটির ঘরেই রাখছেন সার।

কৃষকরা জানান,  সুমনশীল গত এক বছর ধরে তালন্দ ইউনিয়নের নারায়নপুর এনামুলের দোকানে সারের ব্যবসা করে আসছেন। সে এনামুলের মাটির ঘরে ও মোড় আরেক ঘরে সার রাখেন। কিন্তু নিয়োমিত দোকানে পাওয়া যায় না। সে দীর্ঘ সময় তানোর পৌর এলাকার তালন্দ বাজারে ব্যবসা করত।যার কারনে বরাদ্দের সারগুলো তালন্দ বাজারের খুচরা সার ব্যবসায়ীদের কে গোপনে দিয়ে থাকেন। নারায়নপুর গ্রামের বেশকিছু ব্যক্তিরা জানান, সুমনশীলের নামে ডিলার থাকলেও পরিচালনা করেন রতন। কোনদিন সুমনশীলকে দেখা যায় না। যাবতীয় সবকিছু করেন রতন। সার এনে এনামুলের বাড়িতে রাখা হয়। সেখান থেকে এনামুল রাজত্ব করছেন। এনামুলের কথামত সার বিক্রি করেন রতন।সুনমশীল বলেন, মাটির ঘরে সার রাখা হয়না।

এদিকে পৌরসভার বিসিআইসির সার ডিলার আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু।  তাকে পৌর এলাকার মাঝখানে ব্যবসা করতে হবে। কিন্তু তিনি সেটা না করে পৌরসভার শেষ প্রান্ত তালন্দ বাজারে ব্যবসা করে আসছেন। অথচ কৃষি অফিস থেকে বাবুকে বারবার মাঝখানে আসার কথা বলা হলেও ক্ষমতার দাপটে তিনি তালন্দ বাজারে করছেন ব্যবসা।

সুত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী পৌরসভায় ও এক ইউনিয়নে একজন করে বিসিআইসির ডিলার থাকবে। একজন ডিলারের অধীনে নয় ওয়ার্ডে নয় জন সাব ডিলার থাকবে। যাতে করে কোন সিন্ডিকেট না হয়। কিন্তু নীতিমালা অনুযায়ী সার বিতরণ করা হয়না বলে অহরহ অভিযোগ রয়েছে। 

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, সুমনশীলকে ছয় মাসের মধ্যে পাকা গুদাম ঘর নির্মান করতে বলা হয়েছিল, এবং মোহাম্মাদ আলী বাবুকে পৌর এলাকার মাঝখানে পয়েন্ট করতে বলা হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে এসব কার্যকর না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও খবর



টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ভারত-নেপাল উভয় দলের সামনেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভারত ১ পয়েন্ট নিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখলেও নেপাল যদি আজ জিতে যায় তাহলে বাদ পড়তে হবে রোহিত শর্মাদের।

এমন সমীকরণ মাথায় নিয়ে পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছে নেপাল।

নেপালের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনেছে ভারত। জসপ্রিত ভুমরাহ দেশে ফেরায় এই ম্যাচে খেলছেন মোহাম্মদ শামি। অন্যদিকে নেপালের একাদশেও এসেছে একটি পরিবর্তন। আরিফ শেখের বদলে একাদশে জায়গা হয়েছে ভীম শারকির।

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেট রক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), ভীম শারকি, সোমপাল কামি, গুলসান ঝা, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিছানে, কারাণ কেসি, ললিত রাজবংশী।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।


আরও খবর

বাংলাদেশ সিরিজ হারল নিউজিল্যান্ডের কাছে

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




বিরামপুর পৌরসভা পরিদর্শনে করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | ১১৫জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার  বিরামপুর পৌরসভা পরিদর্শনে করেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরসভা পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ বিরামপুর । এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জ্ঞাপন করেন বিরামপুর পৌরসভার মেয়র মো. অধ্যক্ষ আক্কাস আলী ।

 এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মেজবা,  পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, পৌর কাউন্সিলরবৃন্দ সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ অত্র পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি পৌরসভার সকল বিষয়ের খোঁজ-খবর নেন ও উন্নয়ন মূলক কাজে সন্তোষ প্রকাশ করে বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আক্কাস আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরও খবর



কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে দেড় মাস ধরে গ্যাস উঠছে, এলাকাবাসী আতংকে

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে অনাগল ভাবে গত দেড় মাস ধরে গ্যাস উঠতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন-এর আগেও কয়েক বার মির্জাপুর সরকারী স্কুল মাঠে পানির কল বসানোর সময় গ্যাস ওঠে। এই স্কুল মাঠের যে কোন স্থানে খুড়লেই গ্যাস উঠছে। গত দেড় মাস আগে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারী ভাবে পানির কল বসানোর জন্য পাইপ পোতা হয়। আর সেই পাইপ দিয়ে অনাগল ভাবে গ্যাস ওঠায় তারা কলটির পাইপ এর মূখ বন্ধ করে রেখে চলে যায়। এখন সে কলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে। অনেকে আগুন জ্বালিয়ে গ্যাস কি না তা পরীক্ষা করে দেখছেন। এলাকাবাসীরা আরো বলছেন-এই গ্যাস ওঠায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহু অফিসার এসে দেখে শুনে চলে যায়। কিন্তু আজও পর্যন্ত তার কোন সুরহা হয়নি। এই সরকারী স্কুল মাঠের নিচে যে কি গুপ্ত ধন লুকিয়ে আছে তা তারা ঠিক ভাবে বলতে পারবেন না।তবে অনেকে বলছেন-গ্যাস খুব খারাপ জিনিষ। যে কোন সময় বিস্ফরণ ঘটলে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সে জন্য তারা আতংকে রয়েছেন। তারা আরো বলেন-বিজ্ঞানীরা এই স্থানের মাটি খুড়ে পরীক্ষা করে গেলে এলাকাবাসীর আতংক কেটে যেত। আতংক গ্রস্থ এলাকাবাসী বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন।


আরও খবর