Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ফেসবুকের নিবন্ধনে আইন হবে আগামী সংসদে: তথ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে আগামী সংসদে আইন হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এখন তো আইন করার সময় নেই। আগামী পার্লামেন্টে ইনশাআল্লাহ এ বিষয়ে আইন হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে সরকার আলোচনা করছে কি না- জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘সেটাও একটা বড় প্রতিবন্ধকতা। ভারত আইন করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের সব সার্ভিস প্রোভাইডারের সেখানে নিবন্ধিত হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন আইন করেছে, সেখানে নিবন্ধিত হতে হবে। যুক্তরাজ্য আইন করেছে, সেখানে নিবন্ধিত হতে হবে। অন্যান্য দেশে আইন করেছে। আমাদের দেশে এখনো আইনটি হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তাদের (সামাজিক যোগাযোগমাধ্যম) সঙ্গে আলোচনা করছি, বারবার তাগাদা দিচ্ছি। এখানে অফিস করার জন্য বলছি, বাংলাদেশে আইনের নিবন্ধিত হওয়ার জন্য বলছি। তবে তাদের এখানে নিবন্ধিত হতেই হবে সেই বাধ্যবাধকতা আরোপ করা আইনটি এখনো করা হয়নি। সেটি করার প্রয়োজনীয়তা রয়েছে।

বিদেশে থেকে অনেকে গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিদেশ থেকে অনেকে গুজব ছড়ায়। সজীব ওয়াজেদ জয়কে নিয়েও অনেক গুজব ছড়ানো হয়েছে। উনি আমেরিকায় নেই। উনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, এসে আবার আমেরিকা চলে যান। বিদেশ থেকে গুজব ছড়ানো হয়, সেটির ব্যাপারে আমরা ওয়াকিবহাল, আগের তুলনায় কমেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এ গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামায়াত তাদের নিয়মিত পয়সা দেয়। পয়সা না দেওয়ার পরিপ্রেক্ষিতে বা কম দেওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছে। সেই অডিও ভাইরাল হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আমরা তাদের চিহ্নিত করেছি যারা গুজব রটায়। এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে। কেউ যদি মনে করে বিদেশে বসে গুজব রটাবে আর ধরাছোঁয়ার বাইরে থাকবে এখন আর সেটি কিন্তু নয়।

দেশে যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে দেখা যায় না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের মধ্য থেকে যখন কেউ গুজব রটায় তখন তার বিরুদ্ধে মামলা হয়। মামলা যদি আইসিটি অ্যাক্টে হয়, তবে সেটি পত্রিকায় ছড়ায় কেন মামলা হলো? গুজবটাতো অনলাইনেই ছড়ানো হয় বা সামাজিক যোগাযোগমাধ্যম, সেটি তো ডিজিটাল মাধ্যম। ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ালে তো ডিজিটাল আইনেই মামলা হবে। কিন্তু সে মামলা করলে তখন আবার অনেকে বলে, কেউ কেউ চেঁচামেচি করেন কেন মামলা হলো, এটি একটি বড় চ্যালেঞ্জ। গ্রেফতার করলে তো সেটি নিয়ে আরও বেশি কথাবার্তা হয়, সে কি করেছে সেটি তখন ঢাকা পড়ে যায়।’

দেশে বিচার প্রক্রিয়ার মধ্যে দীর্ঘসূত্রিতা আছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো কেউ যদি সত্যিকার অর্থে অপরাধ করে থাকে, সেটি যদি আমিও হই, সেটা যদি একজন সাংবাদিকও হয়, তার তো বিচার হতে হবে। না হলে তো এ অপরাধ কোনো দিন বন্ধ করা যাবে না, কমানো যাবে না। আইন সংশোধন করা হয়েছে, সহজীকরণ করা হয়েছে।


আরও খবর



নাসিরনগর মডেল মাদ্রাসার তিন ছাত্রের সাফল্য একজন স্বর্ণপদকে ভূষিত

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে গার্লস স্কুলে রোডে অবস্থিত মডেল মাদ্রাসার তিন ছাত্র প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে।তারা প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম,পঞ্চম ও সপ্তমস্থান অধিকার করেছেন।গতকাল ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে হোটেল লালসালুকে খেদমতে ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত  জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় নাসিরনগর মডেল হিফজ  মাদ্রাসার তিনজন ছাত্র অংশগ্রহণ করে।

তাদের মাঝে একজন প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।অন্যদুইজন পঞ্চম ও সপ্তম স্থান অধিকার করে সমগ্র বাংদেশে মাদ্রাসার  নাম সুনাম তুলে ধরেছেন।স্বর্ণপদক ও পুরুস্কার প্রাপ্ত হাফেজরা হলেন।হাফেজ মোঃ মুবিনুল ইসলাম পিতা আব্দুল লতিফ প্রথম স্থান ও স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন হাফেজ গোলাম রাব্বি পিতা আশিক মিয়া তৃতীয় ও ইমাদ উদ্দিন খান পিতা নিজাম উদ্দিন খাঁন সপ্তম স্থান অধিকার করেছেন।অভিনন্দন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী  হাফেজ জাকারিয়া হক কে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



পত্নীতলায় কারিতাসের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাসের সহযোগিতায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সমাজ পরিচালিত স্বায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য প্রচারাভিযান ও সরকারী ভূমি অফিসের সহিত  অডভোকেসী ও সম্পর্ক জোরদারকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মোঃ একরামুল হক। অনুষ্ঠানে উপজেলার কৃষ্ণপুর, আকবরপুর ও পত্নীতলা ইউনিয়নের সিএমএলআরপি-২ প্রকল্পের ১৮টি গ্রামের গ্রাম্য নেতা ও গ্রাম্য জনগণ উপস্থিত ছিলেন।

আরও খবর



গাংনী র‌্যাবের অভিযানে ৩জন গ্রেপ্তার ॥ ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের গাংনী র‌্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক পাচারকারীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। দুই মাদক পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ বোতল ফেন্সিডিল। এদেরকে গাংনী থানায় হস্তার করা হয়েছে। অপর দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারকৃত একজন আসামীকে রাজশাহীর বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় দুজন মাদক পাচারকারী ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৬৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে- গাংনীর কাজিপুর বর্ডার পাড়ার মৃত নৈমুদ্দিন শেখের ছেলে মোঃ মালেক শেখ(৫৫) ও মৃত আতর আলী শেখের ছেলে মোঃ কুদ্দুস শেখ(৫৬)। এদেরকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে মেহেরপুর সদরের কলেজ মোড় এলাকা থেকে মোঃ আবু রায়হান(২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা রয়েছে। যার নং-০৬, তারিখ-১০/১১/২৩ ইং। মোঃ আবু রায়হান রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া গ্রামের মোঃ ওয়াজেদ প্রামানিকের ছেলে। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



ফিলিপাইনে ৭.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে বুরিয়াস থেকে প্রায় ১৬ মাইল দূরে সমুদ্রের তলদেশে ৭.২ মাত্রার এ ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।

বিজ্ঞানীরা বলেছেন সুনামির আশঙ্কা করা হচ্ছে না তবে আফটারশকের আশঙ্কা রয়েছে, এর জন্য বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও উপস্থাপক লেনি আরানেগো বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে দেওয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ডেস্ক থেকে কিছু কম্পিউটার পড়ে যায়। ভূমিকম্পের পর শহরের একটি বিমানবন্দরের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

গবেষকরা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৭ থেকে ৭.২ মাত্রার মধ্যে রেখেছেন।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, যে ভূমিকম্পটি ছয় মাইল গভীরতায় আঘাত হানে। প্রশান্ত মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরির একটি ভূমিকম্প প্রবণ বেল্ট যাকে ‘রিং অফ ফায়ার’ বলা হয়, ফিলিপাইন সেই অঞ্চলে অবস্থিত।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;রাজনৈতিক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ চলছে আজ। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত কর্মসূচি চলবে। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এই আগুন দেয়া হয়েছে। এর আগে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি-জামায়াত ও শরিকরা। পরে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করে তারা।

৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি দেয় দলগুলো। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলো।


আরও খবর