Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

এশিয়ান রাগবি চ্যাম্পিয়নশিপ - ভারত যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত:রবিবার ২০ নভেম্বর ২০22 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬৪০জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ

এশিয়া রাগবি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-৩ সাউথে খেলতে আজ ভারত যাচ্ছে ২৬ সদস্যের বাংলাদেশ জাতীয় রাগবি দল। সেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল ও স্বাগতিক ভারত। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। তবে আশার কথা হচ্ছে ফুটবল, জিমন্যাস্টিকসের মতো এই আসরে খেলবেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশের রাগবি খেলোয়াড় মির রাইসুল মাহমুদ। আগামীকাল নেপাল এবং ২৫ নভেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।


আরও খবর



নবীনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা জাহান উপজেলার বীরগাও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কৃষ্ণনগর ইউনিয়ের গৌরনগর গ্রামের মাসুম নামের এক বখাটে ছেলেকে ইভটিজিং এর অপরাধে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এসময় ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া ০৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কোনো ইভটিজিং এর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করুন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। ত্রয়োদশ এই আসরের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে প্রায় ১১০ কোটি টাকা (এক কোটি মার্কিন ডলার) পুরো টুর্নামেন্টের পুরস্কার হিসেবে ধরা হয়েছে। তবে এই অংক আগের আসরের সমান।

আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা)। রানার্স-আপ দল পাবে তার অর্ধেক, ২ মিলিয়ন মার্কিন ডলার বা ২২কোটি টাকা।

বিশ্বকাপে কোনো দলই খালি হাতে ফিরবে না। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অংকের অর্থ পুরস্কার। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হবে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।

বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরে এবার ১০টি দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ভারতের ১০টি ভেন্যুতে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচও হবে একই ভেন্যুতে।

গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ম্যাচটি দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে ভারত বিশ্বকাপের। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। এরপর একই ভেন্যুতে তারা আগামী ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে দুটি সেমিফাইনাল।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) জামালপুরের ইসলামপুরে উপজেলার বাটিকামারী এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সাধারণ জনগনের সাথে মত বিনিময় সভায় বাটিকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে  বলেন, নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। নৌকা মার্কা ক্ষমতায় আসলে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়।

নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। দেশ ও জনগণের উন্নয়ন করতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। প্রতিটি কাজের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দেশের মানুষের উন্নতি করা।
তিনি আরো বলেন, একটি গোষ্ঠী দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, এখানে একটা গোষ্ঠী আছে যারা সব সময় দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলে। জাতির পিতাকে হত্যা করে সেই খেলা শুরু হয়েছিল। বার বার ক্ষমতা দখল, হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি। তাই সকল ষরযন্ত্র উৎখাত করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দের সভাপতিত্বে এতে জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান শাহজাহান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহ সভাপতি শাহাদত হোসেন, মহিলা সম্পাদক শাহিদা পারভিন লিপি,পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল প্রমূখ বক্তব্য রাখেন।

আরও খবর

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




হোটেলে গুলোতে আমরা এসব কি খাচ্ছি

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ২০৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃসম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর সহ  বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে গড়ে উঠতে দেখা গেছে বাহারী নামের বেশ কিছু হোটেল রেষ্টুরেন্ট আর  মিনি চাইনিজ। এ সমস্ত হোটেল রেষ্টুরেন্ট গুলোতে কি ধরনের গুনগত মান সম্পন্ন খাবার পরিবেশন করা হচ্ছে তা কি খতিয়ে দেখছেন না কেউ?তাছাড়াও এ সমস্ত হোটেল রেষ্টুরেন্টে নেই কোন খাবারের মুল্য তালিকা।অনেক হোটেলেরই নেই প্রয়োজনীয় কাগজ পত্র।

নাসিরনগর গুড়ে দেখা গেছে দত্তবাড়ি সংলগ্ন রয়েছে হাজী বিরিয়ানি হাউজ,মহিন্দুরা রয়েছে কাঁশফুল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, কলেজ মোড়ে রয়েছে হোটেল সাহেব বাড়ি ও হোটেল কুটুমবাড়ি,আধুনিক হাসপাতাল সংলগ্ন রয়েছে আবাবিল  হোটেল এন্ড রেষ্টুরেন্ট বা হোটেল ভর্তাবাড়ি আর থানা রোডে রয়েছে প্রিন্স রেণ্টুরেন্ট ও মিনি চাইনিজ নামক বাহারী নামের হোটেল।ভোজন রসিকদের মাঝে অনেকেই জানিয়েছেন,এ সমস্ত হোটেলে বাহিরের ও ভেতরের পরিপাটি ভাল হলেও এখানে স্বাস্থ্য সম্মত ও গুনগত মান সম্পন্ন কোন খাবার পরিবেশনের নেই কোন ব্যবস্থা।

নেই খাবারের মুল্য তালিকাও নেই।অনেক খাবারেই আবার ব্যবহার করা হচ্ছে নানা রং বেরঙ্গের ক্যামিক্যাল।অনেক খাবারে ব্যবহার করা হচ্ছে পঁচা বাসী আর নিম্মমানের পোড়া তেল।কথা হয় হোটেল আবাবিলের মালিক  মোঃ ইব্রাহিম খলিলের সাথে। দৈনিক কেমন বেচাকেনা হয় জানতে চাই তিনি বলেন গড়ে এগারো থেকে চৌদ্দ হাজারের মত। হোটেলের প্রয়োজনীয় কাগজ পত্র আছে কি না জানতে চাইল হাজী বিরিয়ানি হাউজের মালিক কাজী গিয়াস উদ্দিন বলেন ব্যবসাতে টিকে থাকতে পারতেছি না।

কাগজ পত্রের বিষয়ে কথাবার্তা চলতেছে।পঞ্চাশ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আর এম ও ডাক্তার সাইফুল ইসলাম বলেন,অস্বাস্থ্যকর আর পুরাতন ভোজ্যতেলের খাবারের ফলে আমাদের আমাশয়,গ্যাষ্ট্রিক আলসার,দীর্ঘ মেয়াদি হার্টের সমস্যা,বদহজম,কিডনির সমস্যা,লিভারের সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ঝড়সহ বজ্র বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩