Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

এইচএসসি পরিক্ষার্থীকে প্রকাশ্যে পেটালো পুলিশ ক্ষুব্ধ তানোরবাসী

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

আব্দুস সবুর ,তানোর ;রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চোলায়মদ উদ্ধারের স্বাক্ষী হতে অপরগতা প্রকাশ করায় এক এইসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলামের বিরুদ্ধে। গত সোমবার ঘটে ঘটনাটি। এখবর ছড়িয়ে ওই পুলিশের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে পড়েছেন সহপাঠী রা। পুলিশ এমন অনৈতিক কর্মকান্ডে হতাশ শিক্ষক মহল। দ্রুত জড়িত পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তানাহলে পুলিশের ভাবমূর্তি চরম ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলেও মনে করেন ছাত্র সমাজ।

এঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বিনা দোষে ছেলেকে  মারধরের ঘটনার প্রতিকার চেয়ে এসআই রবিউলের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ওই পরীক্ষার্থীর নাম মেহেদি হাসান (১৭) তিনি পৌর এলাকার মাহালিপাড়া মহল্লার জিয়াউর রহমানের পুত্র। তিনি চলতি বছর মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশ নিবেন।

 জানা গেছে, গত সোমবার সাড়ে তিনটার সময় নিজ বাড়ি হতে রাস্তা দিয়ে হেটে মুন্ডুমালা বাজারে যাচ্ছিলেন মেহেদি হাসান (১৭)। এমন সময় মাহালিপাড়া নামক স্থানে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম ও এএসআই সুলতান তার পথ আটকিয়ে  সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। তিনি সাদা কাগজে কেন স্বাক্ষর করবেন তা জানতে চান। এ সময় এসআই রবিউল বলেন, এখানে চোলাইমদ উদ্ধার করা হয়েছে। তোকে স্বাক্ষী হতে হবে। এমন সময় মেহেদি বলেন, তিনি একজন ছাত্র তা ছাড়া তিনি কোন মদ উদ্ধার করতেও দেখেনি তাই তিনি স্বাক্ষী হতে অপরগতা প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে এসআই রবিউল তার কলার ধরে প্রথমে গালে দুই তিনটা থাপ্পর লাগান। এতে ক্ষান্ত না হয়ে এসআই পাশে দোকানের কাছে পড়ে থাকা একটি মোটা পাইপ এনে তাকে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থী রোজা অবস্থায় থাকায় তিনি সেখানেই জ্ঞান হারিয়ে নুয়ে  পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায়  তার পরিবারের সদস্যগণ তাকে উদ্ধার করে মুন্ডুমালা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করান।

 স্থানীয় কয়েকজন জানান, গত সোমবার দুপুরে এসআই রবিউলসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য মাহালিপাড়ায় অভিযান চালাই। এ অভিযানে এক আদিবাসি বৃদ্ধ মহিলার ঘর হতে কয়েক লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ। পরে অন্য একবাড়িতে অভিযান চালাই, সেখানে কোন মদ উদ্ধার করতে পারেনি। তবুও সে বাড়ির অন্য মহিলাকে আটক করে চালান দেয়ার ভয় দেখায় এবং ২০ হাজার টাকা দাবি করেন এসআই রবিউল। বিষয়গুলো নিজচোখে দেখেছেন স্থানীয়রা। তাই মিথ্যে স্বাক্ষী হতে চাইনা কেউ।

মেহেদির পিতা জিয়াউর রহমান বলেন, আমার ছেলে একজন শিক্ষার্থী। তাকে বিনা দোষে এসআই রবিউল যেভাবে পিটিয়ে জখম করেছে তা এভাবে গরুকে মারে না কেউ। তার শরীরের বিভিন্ন স্থানে লাল হয়ে দাগ পরে গেছে। আমি ঘটনার পর তার ছেলের চিকিৎসা সেরে স্থানীয় গণ্যমান্য ও পৌরসভার মেয়রকে তার শরীরের বিভিন্ন স্থান দেখায়েছি। এছাড়াও মঙ্গলবার বিকেলে ছেলেকে মারধরের প্রতিকার চেয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছি।

এবিষয়ে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, শিক্ষার্থী মেহেদি হাসানকে অন্যায় ভাবে পিটিয়েছে এসআই রবিউল শুধু তাই নয়। পৌর এলাকাসহ আশপাশে এমন আরো ঘটনা রয়েছে এসআই রবিউল এর বিরুদ্ধে। তিনি সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেন, মোটা অংকের টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়াসহ এমন অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি এলাকায় অনেকটা বেপরোয়া হয়ে চলাফেরা করেন।

এসব বিষয়ে অভিযুক্ত এসআই রবিউল ইসলাম বলেন, মেহেদি হাসানকে প্রথমে ভালভাবে বোঝানো হয়েছে। সে চোলাইমদ উদ্ধার করতে দেখে কিন্তু কেন স্বাক্ষী দিবে না। তাই বড় ভাই হিসাবে সাশন করে দুইটি থাপ্পর মেরেছি মাত্র।

মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম জানান, আমি ছিলাম না, মঙ্গলবার রাতে এসেছি। ঘটনা সম্পর্কে অবহিত না। এখানে কোন অভিযোগ হয়নি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হত।

থানার ওসি কামরুজ্জামা মিয়া জানান, আমার জানা মতে আপোষ মিমাংসা হয়ে গেছে। তবে নির্যাতিত শিক্ষার্থীর পিতা জিয়াউর জানান কোন মিমাংসা হয়নি। পুনরায় ওসিকে বলা হয় মিমাংসা হয়নি আপনি কিভাবে বলেন জানতে চাইলে তিনি জানান এব্যাপারে আমার কোন কথা নাই। 

জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ রানার সরকারী মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।






আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




আজও বৃষ্টির সম্ভাবনা দেশের ৮ বিভাগে

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের আট বিভাগের অনেক স্থানে আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি প্রতিদিন প্রকাশ করে। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪৪টি স্টেশনের সব কটিতেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার।

এ ছাড়া সাতক্ষীরায় ৬৪ মিলিমিটার, মোংলায় ৫৬ মিলিমিটার, খুলনা ও খেপুপাড়ায় ৫০ মিলিমিটার করে বৃষ্টি হয়। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৪ মিলিমিটার।

গতকাল বৃষ্টি হয়েছে রাজধানীতেও ১৭ মিলিমিটার। এর আগের দিন বৃষ্টির পরিমাণ ছিল ৫০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, এখন পশ্চিমা লঘুচাপের প্রভাব আছে। এর একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ বা এর কাছাকাছি এলাকায় রয়ে গেছে। এই লঘুচাপ জলীয়বাষ্পে পরিপূর্ণ। এর সঙ্গে মিলছে পুবালি বাতাস। দুইয়ের সংমিশ্রণে ঘটছে বৃষ্টি বা ঝড়ো হাওয়া।


আরও খবর



তানোরে জমিজমা নিয়ে মারপিট আহত ৫

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। মারপিলে মহিলা প্রবাসীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গত বুধবার দুপুরের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন( ইউপির) ধানোরা উত্তর পাড়া গ্রামে ঘটে মারপিটের ঘটনা। এঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি  লিখিত অভিযোগ দিয়েছেন। এক পক্ষের শামিম বাদি হয়ে তিনজনকে আসামী করে অভিযোগ করেন। অপর পক্ষের পারভীন বাদি হয়ে ৭ জনকে আসামী করে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলের দিকে তদন্ত করতে যান এএসআই মজনু। তিনি সাব জানিয়ে দেন সবাই সুস্থ হলে বাটোয়ারা দলিল না করলে মারপিট অব্যাহত থাকবে। এজন্য দ্রুত বাটোয়ারা দলিল করলে হয় তো মারপিট বন্ধ হতে পারে।আহতরা হলেন হারেস আলী,ভাই বাবুল হোসেন। তারা মৃত জহির উদ্দিনের পুত্র। অপর পক্ষের আহতরা হলেন প্রবাসী সফিউল, শামিম ও বোন ফাহিমা। তারা মৃত সরুত আলী মন্ডলের পুত্র। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল থেকে আসলে রক্তক্ষয়ীর মত সংঘর্ষের আশংকা করছেন গ্রাম বাসিরা।

উভয়ের অভিযোগে উল্লেখ, উপজেলার কামারগাঁ ইউপির ধানোরা গ্রামের উত্তর পাড়ায় গত বুধবার হারেস ও সফিউলদের জমিজমা মাপেন আমিন। এরই এক পর্যায়ে কথাকাটাকাটির  জেরে উভয়ের মধ্যে  দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু হয়।মারপিটে উভয় পক্ষের পাঁচজন আহত হন। এদের মধ্যে হারেস ও বাবুলে মাথা পেটে চৌচির হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ব্যবস্থা করে দেন। তাদের বোন অভিযোগ কারী পারভিন জানান, মাথার আঘাত গুরুতর এজন্য বৃহস্পতিবারে রামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক রা। তবে অপর পক্ষের দাবি তারা নিজ থেকেই রামেকে গেছেন।মেডিকেলের ইমারজেন্সী মোবাইলে ফোন দেওয়া হলে এক মহিলা রিসিভ করে বলেন এটা আমার জানা নাই।অপর পক্ষের অভিযোগকারী শামিম বলেন, কথা চলা অবস্থায় আমার প্রবাসী ভাই সফিউলকে হত্যার উদ্দ্যোশে কুদাল দিয়ে মাথায় আঘাত করে কিন্তু সে হাত দিয়ে রক্ষা করতে গিয়ে ডান হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে এবং  আমার ডান হাতের শিনার হাড় ভেঙ্গেছে ও বোন ফাহিমার হাতের আঙ্গলও ফ্যাকচার হয়েছে। শুধু তাই না হাসপাতালে বোনকে মেরে বেড থেকে সরিয়ে দেন। বাধ্য হয়ে সবাই বারান্দায় আছি।গ্রামবাসীরা জানান, তারা আপন চাচাতো ভাই বোন, জমির ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট। উভয়ে যে ভাবে উত্তেজিত হয়ে আছেন কেউ না কেউ মরবে তারপর সবাই ঠিক হয়ে যাবে বলে ধারনা।থানার ওসি কামরুজ্জামান বলেন, উভয়ে অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবারে তদন্ত হয়েছে। পুনরায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




তানোরে আহত বিষ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শংকা মুক্ত না!

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মিমপেক্স কোম্পানির আহত বিক্রয় প্রতিনিধি চিকিৎসাধীন সিরাজুল ইসলাম শংকা মুক্ত নই বলে জানান তার শ্বশুর মুকলেস । তাকে উন্নত চিকিৎসার জন্য শহরে নেওয়ার প্রস্তুতি চলছে। এঘটনায় আহত সিরাজুলের পিতা আজিজুল হক বাদি হয়ে মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহাসিনকে বিবাদী করে গত মঙ্গলবার সন্ধ্যার পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালের দিকে ঘটনার তদন্ত করে সত্যতা পেয়েছেন  থানার এসআই পলাশ খাঁন। তিনি জানান, আহত সিরাজুলকে পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ী দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  এতে করে পরিবারের লোকজন চরম হতাশ হয়ে পড়েছেন। 
অভিযোগে উল্লেখ, গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহাসিন চোরাই পথে তানোর মুন্ডুমালা রাস্তা  দিয়ে মিমপেক্স কোম্পানির ৮৭ কার্টুন কীটনাশক পাচার করছিলেন। এসময় কোম্পানির উপজেলা টেরিটরি অফিসার রেজাউল করিম ও পৌর এবং কামারগাঁ ইউপির বিক্রয় প্রতিনিধি সিরাজুল যোগীশো মোড়ে দুই ভ্যান সহ মালামাল আটক করেন। সংবাদ পেয়ে কৃষি ঘরের মালিক মহাসিন ৮-১০ টি মটরসাইকেল সহ গুন্ডা বাহিনী এনে সিরাজুলকে ফিল্মি স্টাইলে বেধড়ক পেটায়। এতেই সে মাটিতে নুয়ে পরে। গুরুত্বর আহত হয়ে আশন্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করিয়ে দেন।

সিরাজুল জানান, এক এরিয়ার মালামাল আরেক এরিয়ায় নিতে হলে অনুমতি লাগে। কিন্তু মহাসিন চোরাই পথে পাচার করেন। আমি ও উপজেলা টেরিটরি অফিসার জনতার সাহায্যে আটক করে কৃষি অফিসে আনার পথে দেবিপুর মোড় নামক স্থানে বাইকসহ ১২-১৪ জন অতর্কিত হামলা করে হাতুড়ী দিয়ে আমাকে পিটিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়।সিরাজুলের শ্বশুর মুকলেস ও অভিযোগকারী পিতা আজিজুল হক জানায়, পিঠে হাতুড়ী দিয়ে প্রচুর মেরেছে। মাথায় হেলমেট না থাকলে মরেই যেত। আমরা এর ন্যায্য বিচার চায়। সে এখনো ভালো ভাবে কথা বলতে পারছেনা।
কর্তব্যরত চিকিৎসক জানান, পরিক্ষা নিরিক্ষা না করে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে আগের চেয়ে কিছুটা ভালো আছে। শরীরে প্রচুর আঘাত কিন্ত ফ্যাকচার হয়নি।তবে শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহাসিনের মোবাইলে যোগাযোগ করা হলে তার ভাই আলি হোসেন জানান, গোদাগাড়ীতে এসব মালামাল যাচ্চিল। তাদের হঠকারিতার জন্য এমন ঘটনার সুত্রপাত হয়েছে।
থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগের তদন্ত হয়েছে, ঘটনার সত্যতা পাওয়া গেছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন রয়েছে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: জনগণের পাশে থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সকলকে (নেতাকর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। কারণ, নির্বাচনে আমরা বিজয়ী হব।

গতকাল রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।

দেশের জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। তাহলে জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ইতিমধ্যে জেনে গেছে যে তারা চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক। বিএনপি-জামায়াত জোট অর্থ আত্মসাৎ করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

ছবি: বাসস

তিনি বলেন, তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচারকৃত প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ‘ডেল্টা ২১০০’ পরিকল্পনা প্রণয়ন করেছি। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে আর কোনো গৃহহীন, ভূমিহীন মানুষ থাকবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশের কোনো মানুষের আর খাদ্যের অভাব থাকবে না।

বিএনপি-জামায়াতের মতো আওয়ামী লীগ ভোট কারচুপি করে ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে; জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল বা চুরি করে ক্ষমতায় আসেনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। আমরাই এ ব্যাপারে জনগণকে সচেতন করেছি।

২০০৮ সালের নির্বাচন নিয়ে কারও কিছু বলার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই নির্বাচনের ফলাফল কী ছিল? বিএনপির ২০ দলীয় জোট কতটি আসন পেয়েছিল? ২০-দলীয় জোট নির্বাচনে ২৯টি আসন এবং পরে উপনির্বাচনে একটিসহ মোট ৩০টি আসনে জিতেছিল। আর বাকি আসন ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের। আমরা বাকি সব আসন পেয়েছিলাম। জনগণের কাছে তাদের অবস্থান কোথায় যে তারা এত লাফালাফি করে?

প্রধানমন্ত্রী গত ১৪ বছরে তার সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সংক্ষেপে বর্ণনা করেন।

বাসস,


আরও খবর



তৃতীয় দফায় প্রেসিডেন্ট এরদোয়ান, বিশ্বনেতাদের অভিনন্দন

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:তৃতীয় দফায় তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এরদোয়ানের বিজয়ের কথা তাদের প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদ সংস্থাটি বলেছে, ৯১ দশমিক ৫৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫২ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন এরদোয়ান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৩৯ শতাংশ।

এখন পর্যন্ত সরকারিভাবে এরদোয়ানের বিজয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে এরদোয়ানও বিজয় দাবি করেছেন। গান গেয়ে জনতার উদ্দেশে দিয়েছেন ভাষণ।

ইস্তান্মুলে তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি এসময় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে এরদোয়ানের বিজয়ে এরই মধ্যে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন।

এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

সার্বিয়ানের প্রেসিডেন্টও এরদোয়ানকে তার এ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ফোনে এরদোয়ানকে অভিনন্দন জানান।


আরও খবর