Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

এইচএসসি ফল প্রকাশ ২৬ নভেম্বর

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।

তপন কুমার বলেন, ফল প্রকাশের জন্য ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ২৬ তারিখ ফল প্রকাশ করা হবে। লিখিত চিঠি পেলে বিস্তারিত জানা যাবে।

রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।


আরও খবর



বিদেশীদের চাপ নেই,নির্বাচন সুষ্ঠু হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন- বিদেশীদের কোন চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে। আমরা আমাদের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও উৎফুল্ল। কোথাও কোন চাপ বোধ নেই। আমিও তো আমার গ্রামের প্রত্যেক সপ্তাহে আসতেছি। চাপ হলে তো আসতাম না। কাজেই চিন্তার কোন কারণ নেই সময়মতোই সবকিছু হবে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ওই সময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন- সরকার শুধু আইন মানলে হবেনা। সকল রাজনৈতিক দলকেই আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরকেও আইনের আওতায় আসতে হবে। তারা যদি আইন মানে তাহলে তো আর কোন সমস্যা নাই। তিনি বিএনপিরকে উদ্দেশ্য করে বলেন- একটি গোষ্ঠী নিজের হাতে আইন তুলে নিয়েছে। তারা মানুষের জানমালের ক্ষতি করছে। যারা বাস, ট্রাক ভাঙ্গার নেতৃত্ব দেয় তারা এমপি হলে কবর আছে। আর সংসদে গেলেতো আরও খবর আছে। মন্ত্রী বলেন- অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। নিন্ম আয়ের মানুষের কষ্ঠ হচ্ছে। আর সেই কষ্ঠ লাগবের জন্য আমরা কাজ করছি। সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্য মূল্যে পন্য বিক্রি হচ্ছে। এছাড়া কমদামে চাল বিক্রি করা হচ্ছে। ১ কোটি কার্ড সারাদেশে সরকার নির্ধারণ করে দিয়েছে। আশা করছি অগ্রহায়ণ মাসের পরেই বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী মাহবুব আলম, সার্কেল এসপি শুভাশিস ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাসানাত হোসেন, থানার ওসি খালেদ চৌধুরী, প্রকৌশলী আলনুর প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে পরিকল্পনামন্ত্রী এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প পিবিজিএসআই স্কীম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রম প্রকল্পের আওতায় অনুদান ও পুরস্কার বিতরণ করেন।


আরও খবর



ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২৮জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের বেলা একটি এজেন্ট ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ২ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ওই ২ চোরের বিরুদ্ধে চুরির মামলা করেছে এজেন্ট ব্যাংকের মালিক। গত মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় এই ঘটনা ঘটে।

আটককৃতরান হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজান মিয়া (৩৫) এবং অপরজন নীলফামারী সদর উপজেলার দোলুয়া- মুসলিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইনুল ইসলাম (৩৩)। স্থানীয় এবং ভূক্তভোগী মোহাবুল ইসলাম জানান, ব্যাংকের এজেন্ট শাখাটির মালিক প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পেছনে যায়। এসময় মোটরসাইকেলে সেখানে থাকা দুজন যুবকের মধ্যে একজন দোকানটিতে প্রবেশ করে এবং ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি করে আবারো মোটরসাইকেলে উঠে পালিয়ে যাবার চেষ্টা করে। এজেন্ট শাখার মালিক স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চোরদের পেছনে ধাওয়া করে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভাদুরিয়া বাজারের দিকে যাবার সময় চোরদেরকে আটক করে স্থানীয়রা। পরে সেখানে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা। পিটুনিতে আহত হওয়ায় পুলিশ দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনার সাথে জড়িত দুই যুবক আমাদের হেফাজতে রয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।


আরও খবর



ট্রেনে চড়ে ২৬ মিনিটে কক্সবাজার থেকে রামু গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কক্সবাজার রেলস্টেশন থেকে ট্রেনে করে মাত্র ২৬ মিনিটে রামু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর আইকনিক রেলস্টেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

তার আগে রেলপথমন্ত্রী, রেল সচিব এবং রেলের মহাপরিচালক প্রধানমন্ত্রীকে নতুন স্টেশনটি ঘুরিয়ে দেখান।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে আইকনিক রেল স্টেশনের প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটেন শেখ হাসিনা। এরপর প্ল্যাটফর্মে থাকা ট্রেনের কাছে যান তিনি। সেখানে রেলের নিয়ম অনুসারে সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার সংকেত দেন প্রধানমন্ত্রী। এরপর বাঁশিতে ফু দেন তিনি। ট্রেন ছাড়ার আগে জয় বাংলা স্লোগান দেন প্রধানমন্ত্রী।

এরপর ১টা ২৮ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ট্রেনটি রামুর উদ্দেশ্যে রওনা হয়। ১টা ৫৪ মিনিটে ট্রেনটি রামু স্টেশনে পৌঁছায়। ২৬ মিনিটের ট্রেন যাত্রায় অন্য বগিতে থাকা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

ট্রেন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, মানুষের কল্যাণে কাজ করব এর চেয়ে আনন্দের আর কিছু নেই। দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার রেলপথ। কক্সবাজারের আমাদের দীর্ঘ সমুদ্র সৈকত আছে। অথচ পর্যটনকেন্দ্রটা ভালোভাবে গড়ে তুলতে পারিনি।

মহেশখালী একেবারে অবহেলিত ছিল। বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চল করছি। ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযুক্ত হব, এটাই লক্ষ্য। এসব বিবেচনা করে রেলপথ করে দেবার সিদ্ধান্ত নিই। যেহেতু দোহাজারী পর্যন্ত রেলপথ আগেই ছিল। রামু থেকে ঘুমধুম পর্যন্ত যাবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যাতে এই রেলপথ সংযুক্ত হয় সে ব্যবস্থা করব।


আরও খবর



"আরে ব্যাটা তোর যদি সাহস থাকে ফিরে আয়"

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘তারেক রহমান পালিয়ে থাকে লন্ডনে। তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে যায়। লন্ডনে বসে সে এখানে আগুন জ্বালাতে বলে। আরে ব্যাটা তোর যদি সাহস থাকে, বাংলাদেশে ফিরে আয়। আমরা তোকে একটু দেখি।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দলটির নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। এটা করেছি আমার ক্ষমতাবলে। আর তার ছেলে তারেক জিয়া ২০০৭ সালে রাজনীতি করবে না- এই মুচলেকা দিয়ে লন্ডন গিয়ে বসে আছে। ও এত টাকা কোথায় পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। ও অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত, মানিলন্ডারিংয়ের সাথে জড়িত।

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ লেগে থাকত। ভোটের ও ভাতের অধিকার ছিল না। মিলিটারি ডিক্টেটররা দেশে এগুলো করেছে। আমরা আন্দোলন করে ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন দেশে ভাতের সংকট নেই। তরকারি ও শাকসবজি এখন ভরপুর। আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার্থীদের এখন টাকা দিয়ে বই কিনতে হয় না। আমরা উপবৃত্তির ব্যবস্থা করেছি। প্রায় আড়াই কোটি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির আওতায় এনেছি। আমরা জানি খালেদা জিয়া ও তার দলের লোকেরা চায় না- দেশের মানুষ শিক্ষিত হোক।

শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপির সামনে এসে আন্দোলন করার সাহস নেই। তারা এখন গলিপথ থেকে বেরিয়ে এসে চোরাগুপ্তা হামলা করে অবরোধ পালন করছে। তারা প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে মেরেছে। প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে। তাদের হাত থেকে অন্তঃসত্ত্বা নারীরাও মুক্তি পাচ্ছে না।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টার দিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি।


আরও খবর



২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৩

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬০ জনে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী।

শুক্রবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৯৮ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৪৬০ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৮৫৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬০৩ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৫৭২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৮০ হাজার ৯০৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মারা যান ২৮১ জন এবং হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়।


আরও খবর